TRENDING:

সতর্ক করল EPFO, এমন অফারের ফাঁদে পা দেননি তো ? হয়ে যাবে অ্যাকাউন্ট খালি

Last Updated:
EPFO বিজ্ঞপ্তি জারি করে কর্মরত সাধারণ মানুষদের সতর্ক করেছে
advertisement
1/6
সতর্ক করল EPFO, এমন অফারের ফাঁদে পা দেননি তো ? হয়ে যাবে অ্যাকাউন্ট খালি
এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ EPFO বিজ্ঞপ্তি জারি করে কর্মরত সাধারণ মানুষদের সতর্ক করেছে। ওয়েবসাইট, টেলি কল, এসএমএস, ই-মেইল,সোশ্যাল মিডিয়ার ফেক অফার থেকে সাবধান থাকছে বলেছে EPFO। EPFO নিজের গ্রাহকদের বলেছে যে, যদি কেও আপনাকে কোনও কাজের জন্য ব্যাঙ্কে টাকা জমা করার কথা বলে তো সতর্ক হন। এই ফাঁদে পা দিলে ভারী ক্ষতি হয়ে পারে আপনার
advertisement
2/6
EPFO নিজের ট্যুইটার হ্যান্ডেলে ভুয়া খবর সম্পর্কে তথ্য দিয়েছে। EPFO বলেছে, জাল অফার আপনার ক্লেম সেটেলমেন্ট, অ্যাডভান্স, অতিরিক্ত পেনশন বা অন্য কোনও সার্ভিসের জন্য টাকা জমা করতে বলবে, তখনই সাবধান হন।
advertisement
3/6
EPFO নিজের গ্রাহকদের কাজে অনুরধ করেছে যে আধার নম্বর, প্যান নম্বর, ব্যাঙ্ক ডিটেল বা ব্যাঙ্কের সঙ্গে জড়িত তথ্য, বা কোনও ব্যক্তিগত তথ্য ফোনে কাউকে বলবেন না। পিএফ গ্রাহকদের ইউনিভার্সাল অ্যাকাউন্ট নম্বর (UAN)নম্বরও কাউকে বলতে নিষেধ করেছে।
advertisement
4/6
EPFO নিজের ওয়েবসাইট এবং ট্যুইটারে এই বিষয়ে লিখেছিল যা, 'আমরা কখনই ফোনে প্যান, আধার নম্বর বা ব্যাঙ্কের কোনও তথ্য কোনও চাই না। আপনি ফেক কলের উত্তর দিয়ে প্রতারনার শিকার হয়ে পারেন।
advertisement
5/6
আপনি যদি প্রতারণা শিকার হয়ে থাকেন না কোনও ফেক কল মা মেসেজ-এর অভিযোগ করতে চান তবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রকের সোশ্যাল মিডিয়াতে গিয়ে সেটা করতে পাড়বেন। আপনার অভিযোগের বিষয়টিকে খতিয়ে দেখতে বলে EPFO-কে। আপনি চাইলে আপনি সোরসরি EPFO-র অফিসে যোগাযোগ করতে পাড়বেন। EPFO-র টোল ফ্রি নম্বর 1800118005-এ আপনি ২৪ ঘণ্টা কথা বলতে পাড়বেন।
advertisement
6/6
গ্রাহকরা কীভাবে নিজের পিএফ ব্যাল্যান্স জানতে পাড়বেন যে বিষয়ও জানিয়ে দিয়ে EPFO। এর জন্য আপনাকে নিজের রেজিস্টার মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিস কল দিন। আপনি জানতে পেরে যাবেন ব্যাল্যান্স।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
সতর্ক করল EPFO, এমন অফারের ফাঁদে পা দেননি তো ? হয়ে যাবে অ্যাকাউন্ট খালি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল