TRENDING:

EPF Calculation: প্রতি মাসে তো বেতন থেকে EPF কাটছে, কিন্তু কত টাকা পাওয়া যাবে? সহজ কথায় বুঝে নিন গোটা প্রক্রিয়াটি

Last Updated:
EPF Calculation: এটা আসলে সরকারি সেভিং স্কিম। যা অবসরের পরেও চাকরিজীবীদের অর্থনৈতিক ভাবে মজবুত রাখবে। 
advertisement
1/8
প্রতি মাসে তো বেতন থেকে EPF কাটছে, কিন্তু কত টাকা পাওয়া যাবে?
প্রত্যেক চাকরিজীবীই একদিন অবসর নেবেন। এই পরিস্থিতিতে অবসর জীবনের জন্য চাকরিজীবনের প্রথম থেকেই পরিকল্পনা করে টাকা সঞ্চয় করতে হয়। আর সেই সঞ্চয়ের অংশ হল এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড স্কিম বা ইপিএফও। এটা আসলে সরকারি সেভিং স্কিম। যা অবসরের পরেও চাকরিজীবীদের অর্থনৈতিক ভাবে মজবুত রাখবে।
advertisement
2/8
এই স্কিমের আওতায় চাকরিজীবীর বেতন থেকে প্রতি মাসে একটি পরিমাণ অর্থ ডিডাক্ট করা বা কাটা হয়। আর সেই একই পরিমাণ টাকা ওই চাকরিজীবীর নিয়োগকারী সংস্থাও ইপিএফ-এ জমা করে। ডিপোজিট করা টাকার উপর প্রতি বছর সুদ পাওয়া যায়। যা অবসর গ্রহণের সময় পেয়ে যান চাকরিজীবী।
advertisement
3/8
ইপিএফ স্কিম:চাকরি জীবন শুরু হওয়ার পর থেকে প্রতি মাসে চাকরিজীবীর বেতনের একটা ছোট্ট অংশ কেটে নেওয়া হয়। যা ইপিএফ নামে পরিচিত। শুধু তা-ই নয়, নিয়োগকারী সংস্থাও একই পরিমাণ অর্থ ইপিএফ-এ রাখে। এর উপর প্রতি বছর ভাল পরিমাণ সুদ পাওয়া যায়। তাই অবসর নেওয়ার পরে লাম্পসাম অ্যামাউন্ট পেয়ে যান চাকরিজীবী। সেই টাকার উপর কত পরিমাণ সুদ পাওয়া যায়। সেটাই জেনে নেওয়া যাক।
advertisement
4/8
২০২৫ সালে ইপিএফ-এ কত পরিমাণ সুদ পাওয়া যায়?প্রতি বছর সুদের হার নির্ধারণ করে সরকার। এই সময় অর্থাৎ ২০২৪-২৫ সালের জন্য এই হার রাখা হয়েছে ৮.২৫ শতাংশ। তাই ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চের মধ্যে টাকা ডিপোজিট করার উপর এই সুদ প্রযোজ্য হবে। সুদ প্রতি মাসে হিসাব করা হয়। কিন্তু সেটা মেলে বছরের একেবারে শেষে অর্থাৎ ৩১ মার্চ তারিখে।
advertisement
5/8
ইপিএফ ইন্টারেস্টের উপর কখন ট্যাক্স আরোপ করা হয়?ইপিএফ-এর সবথেকে বড় সুবিধা হল, এটা একটা ট্যাক্স সেভিং স্কিম। কিন্তু এক্ষেত্রে কিছু সীমা বা লিমিট থাকে। যদি কারও বার্ষিক ইপিএফ অবদান আড়াল লক্ষ টাকা ছাড়িয়ে যায়, তাহলে অতিরিক্ত টাকার উপর গৃহীত সুদ করযোগ্য হয়। আড়াই লক্ষ টাকা পর্যন্ত অবদানের উপর প্রাপ্ত সুদ ট্যাক্স-ফ্রি। টানা ৫ বছর ধরে ইপিএফ-এ বিনিয়োগ করার পর কিছু অংশ তুলে নিলে ট্যাক্স বা কর আরোপ করা হবে না।
advertisement
6/8
সুদ হিসাব করতে কী কী জরুরি?নিজের ইপিএফ হিসাব করতে চাইলে কয়েকটা প্রাথমিক বিষয় মাথায় রাখা আবশ্যক। এর মধ্যে অন্যতম হল - বর্তমান বেতন, এখনও পর্যন্ত জমানো ব্যালেন্স, নিজের বয়স এবং আরও কত বছর চাকরি করা হবে।
advertisement
7/8
দীর্ঘ সময় ধরে ইপিএফ-এ টাকা জমা না করলে কী হবে?ধরা যাক, চাকরি ছেড়ে দেওয়ার কারণে ৩ বছর ধরে ইপিএফ-এ কোনও টাকা বিনিয়োগ করা হল না। এই পরিস্থিতিতে অ্যাকাউন্ট ডরম্যান্ট হয়ে যাবে। আর সেটার ফলে এর ইন্টারেস্টও কমে যাবে।
advertisement
8/8
সংস্থা এবং চাকরিজীবী উভয়েই ১২ শতাংশ ইপিএফ-এ রাখেন। কিন্তু সংস্থার অবদানকে ২ ভাগে ভাগ করা হয় — ৮.৩৩ শতাংশ ইপিএস বা পেনশন ফান্ডে যায় এবং বাকি ৩.৬৭ শতাংশ ইপিএফ অ্যাকাউন্টে যায়। যদি কেউ ইপিএফ-এ ১২ শতাংশ জমা করেন, তাহলে অতিরিক্ত পরিমাণের উপর কর ছাড় পাওয়া যাবে না।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
EPF Calculation: প্রতি মাসে তো বেতন থেকে EPF কাটছে, কিন্তু কত টাকা পাওয়া যাবে? সহজ কথায় বুঝে নিন গোটা প্রক্রিয়াটি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল