Edible Oil Price Cut|Cooking Oil Price: বছরের শেষে বাম্পার খবর! মঙ্গলবার থেকে কিলো প্রতি সস্তা রান্নার তেলের দাম
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Edible Oil Price Cut|Modi Government's decision to bring down the retail price of Cooking Oil|Mustard Oil Price|Rice Oil Price|Sunflower Price|Palm Oil Price|Business: ফের সস্তা হয়েছে ভোজ্য তেলের দাম
advertisement
1/10

কেন্দ্রীয় সরকার রিফাইন পাম অয়েলে (Refined palm oil) বেসিক কাস্টমস ডিউটি (BCD) ১৭.৫ শতাংশ থেকে কমিয়ে ১২.৫ শতাংশ করার সিদ্ধান্ত নিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/10
চাহিদা ও যোগানের সঙ্গে সামঞ্জস্য রাখতেই এই সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার (Modi Government) বলেই মনে করা হচ্ছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/10
\(Central Board of Indirect Taxes and Customs) এর বিজ্ঞপ্তিতে জানিয়েছে ৷ মঙ্গলবার থেকেই নতুন তেলের দাম (Price of Edible Oil) কার্যকর সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ যা মার্চ ২০২২ পর্যন্ত কার্যকর থাকবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/10
কেন্দ্রের এই সিদ্ধান্ত তখনই এসেছে প্রকাশ্যে যখন বিভিন্ন ব্যাপারিদের লাইসেন্স ছাড়াই রিফাইন তেল আমদানি করার অনুমতি দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/10
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এই উপায় নির্ধারিত হয়েছে যখন সত্যি সত্যি ভোজ্য তেলের দাম আকাশ ছুঁয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/10
অপরিশোধিত পাম তেলের দাম ৮.২৫ শতাংশ থেকে ৫.৫ শতাংশ করা হয়েছে ৷ Crude Palm Oil-এর বর্তমানের দাম শুল্ক ৮.২৫ শতাংশ ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/10
SEA-এর অন্তর্গত ভারতে ভোজ্য তেলের আমদানি প্রায় ২২-২২.৫ শতাংশ ৷ যা মোট প্রয়োজনের ৬৫ শতাংশ ৷ ঘরোয়া উৎপাদনের পরে ১৩-১৫ মিলিয়ন টন আমদানি করে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/10
বিগত ২ বছর ধরে অতিমারির কারণে পাম অয়েলের আমদানির পরিমাণ ১৩ মিলিয়ন টন হয়েছে ৷ ফলত ঘরোয়া সংস্থাগুলি লাভের মুখ দেখেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/10
সোমবার খুচরো বাজারে বাদাম তেল (Price of Ground Oil) ১৮১.৪৮ টাকা কিলো প্রতি ছিল ৷ সরষের তেল (Price of Mustard Oil)২০০ টাকারও বেশি কিলো প্রতি ৷ ডালডা বনস্পতি (Dalda Vanaspati Price) ১৩৮.৫ টাকা কিলো প্রতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/10
সয়াবিন তেলের দাম (Price of Soyabean Oil) ১৫০.৭৮ টাকা হয়েছে ৷ সূর্যমুখী তেলের দাম (Price of Sunflower Oil) ১৬৩.১৮ টাকা কিলো প্রতি হয়েছে ৷ পাম তেলের গড় দাম ছিল ১২৯.৯৪ টাকা ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Edible Oil Price Cut|Cooking Oil Price: বছরের শেষে বাম্পার খবর! মঙ্গলবার থেকে কিলো প্রতি সস্তা রান্নার তেলের দাম