Edible Oil Price: মধ্যবিত্তের জন্য বাম্পার খবর! ভোজ্যতেলের দাম সস্তা, নতুন দাম চমকে দেবে
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Edible Oil Price: মধ্যবিত্তের জন্য অত্যন্ত বড় খবর, কলকাতায় ভোজ্য তেলের দাম সস্তা হয়েছে
advertisement
1/11

বিশ্ব বাজার বাড়বাড়ন্ত হওয়া সত্ত্বেও ঘরোয়া বাজারে ভোজ্য তেল ও তৈলবীজের দামে পতন লক্ষ্য করা গিয়েছে ৷ সয়াবিন সহ বেশ কিছু ভোজ্য তেলের দামে রীতিমত পতন এসেছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
ভোজ্য তেলের দামে পরিবর্তন এসেছে, অর্থাৎ তেলের দাম কমেছে, সয়াবিন-সহ প্রতিটি তেলের দামে পরিবর্তন এসেছে ৷ সরষের তেল, বাদাম তেলের দামে কোনও পরিবর্তন আসেনি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
বাজার সূত্রে খবর সূর্যমুখীর বীজ, সয়াবিন তেলের দাম কম হওয়ায় কৃষকেরা তৈলবীজ সস্তায় হবে, কৃষকেরা ১০ শতাংশের উপরে বিক্রি করা হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
অর্থাৎ তৈলবীজের ক্ষেত্রে কৃষকেরা ভাল দাম পাবেন ৷ আমদানি বৃদ্ধি ও উপভোক্তারা ফায়দা পাবেন ৷ তেলের মিলগুলি অতি সস্তায় তৈলবীজ পেয়েছেন বলেই গ্রাহকেরাও সস্তায় তেল পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
আশা করা হচ্ছে এরফলে রাজস্ব প্রাপ্তি হবে ব্যবসায়ী সূত্রে খবর ভোজ্য তেলের উৎপাদনের ক্ষেত্রে বিদেশি নির্ভরতা যাতে প্রচুর পরিমাণে টাকা খরচ করা হয়ে থাকে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
এই জাল থেকে বেরিয়ে আসতে কৃষকেরা যাতে অতি সহজেই তৈলবীজ কেনাকাটা বা উৎপাদন ইত্যাদি করতে পারে সেই বিষয়ে বিশেষ খেয়াল রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
একনজরে দেখে নেওয়া যাক আজকের তেলের দাম সরষের তেলের দাম ৭,৩০০-৭,৩৫০ (৪২ শতাংশ পরিস্থিতির উপর নির্ভর করে দাম) টাকা ক্যুইণ্টাল প্রতি, বাদাম তেল ৬,৫৮৫-৬,৬৪৫ টাকা ক্যুইণ্টাল প্রতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
বাদাম তেলের ডেলিভারি (গুজরাত), ১৫,১০০ টাকা ক্যুইণ্টাল প্রতি দাম, রিফাইন্ড তেলের দাম ২,৪৪৫-২,৭০৫ টাকা ৷ সরষের তেলের দাম দাদরি ১৪,৮৫০ টাকা ক্যুইণ্টাল প্রতি দাম ৷ পাক্কি ঘানি সরষের তেলের দাম ২,২৫০ টাকা থেকে ২,৩৮০ টাকা ক্যুইণ্টাল প্রতি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
কাচ্চিঘানি সরষের তেলের দাম ২,৩১০ টাকা থেকে ২,৪৩৫ টাকা, তিল তেল মিল ডেলিভারি ১৮,৯০০-২১,০০০ টাকা ক্যুইণ্টাল প্রতি ৷ সয়াবিন তেলের মিল ডেলিভারি দিল্লিতে ১৪,২০০ টাকা, সয়াবিন তেলের মিল ডেলিভারি ইনদওর ১৩,৮০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
ক্যুইণ্টাল প্রতি সয়বিন তেলের কাণ্ডালার দাম ১২,৭৫০ টাকা, সিওপি এক্স কাণ্ডালার দাম ৮,৮৫০ টাকা, বিনোলা মিল ডেলিভারি হরিয়ানা ১২,৫০০ টাকা ক্যুইণ্টাল প্রতি, পামোলিন আরবিডি দিল্লির দাম ক্যুইণ্টাল প্রতি ১০,৩০০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
পামোলিন আরবিডি এক্স কাণ্ডালা ক্যুইণ্টাল প্রতি ৯,৪০০ টাকা (জিএসটি ছাড়া) ক্যুইণ্টাল প্রতি দাম ৷ সয়াবিন বীজের দাম ৫,৬৫০-৫,৭৫০ টাকা, লুজ সয়াবিন ৫,৪৬০-৫,৫১০ টাকা ৷ ভুট্টার খল ৪,০১০ টাকা ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Edible Oil Price: মধ্যবিত্তের জন্য বাম্পার খবর! ভোজ্যতেলের দাম সস্তা, নতুন দাম চমকে দেবে