Earn Money: কুল চাষ করেই সাবলম্বী এই গৃহবধূ! তাঁকে দেখেই এগিয়ে আসছেন বাকি মহিলারাও
- Published by:Arjun Neogi
- news18 bangla
- Reported by:Piya Gupta
Last Updated:
Earn Money: টক মিষ্টি দেশী কুলকে পেছনে ফেলে বাজার ছেয়েছে আপেল কুল ও আঙুর কুলে।
advertisement
1/8

উত্তর দিনাজপুর: আপেল কুল আঙুর কুল চাষ করে বর্তমানে স্বনির্ভর ছবি দেবশর্মা।সামনেই সরস্বতী পুজো। বিদ্যা দেবীর আরাধনায় উল্লেখযোগ্য ফল হচ্ছে কুল। রিপোর্টিং পিয়া গুপ্তা, প্রতীকী ছবি ৷
advertisement
2/8
আগেকার দিনে কুল মানে বাড়ির দেশী কুল যা কিনা কাঁচা অবস্থায় খেতে টক পাকলে মিষ্টি। আর সরস্বতী পুজোতে চাহিদা ছিল নারকেলকুলের। প্রতীকী ছবি ৷
advertisement
3/8
এখন পরীক্ষা নিরীক্ষায় রূপবদল ঘটেছে চিরপরিচিত নারকেল কুলেরও। আপেলের মত লাল , তবে আপেলের থেকে তুলনামূলক ভাবে সাইজে ছোট । তবে খেতে কিন্তু আপেলের থেকে নেহাত কম স্বাদ নয়। সেই কারণে চলতি ভাষায় আপেল কুল । প্রতীকী ছবি ৷
advertisement
4/8
অন্যটি আবার আঙুরের মতো ছোট ছোট টক মিষ্টি হওয়ায় আঙুর কুল নামে পরিচিত।এই দুই কুলের চাহিদা বর্তমানে বেড়েই চলেছে ধীরে ধীরে। সেই কারণেই টক মিষ্টি দেশী কুলকে পেছনে ফেলে বাজার ছেয়েছে আপেল কুল ও আঙুর কুলে। প্রতীকী ছবি ৷
advertisement
5/8
কালিয়াগঞ্জ এর টুঙ্গিলবিল পাড়ার বাসিন্দা ছবি দেবশর্মাতাঁর আড়াই বিঘা জমিতে বিঘা প্রতি দুই জাতের কুল মিলিয়ে ১৮০ টি করে গাছ লাগিয়ে ছিলেন। প্রতীকী ছবি ৷
advertisement
6/8
ছবি দেবশর্মা জানান প্রথম অবস্থায় কুড়ি থেকে তিরিশ কেজি কুল পাওয়া যায় গাছ থেকে। তার পরবর্তী সময় ৪০ থেকে ৫০ কেজি কুল পাওয়া যায়। প্রতীকী ছবি ৷
advertisement
7/8
এই কুলগুলো বাজারের ৭০ থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। বাড়ির কাজের পাশাপাশি নিজের জমিতে কুল চাষ করে বর্তমানে স্বনির্ভর হয়ে উঠেছেন ছবি দেবশর্মা। প্রতীকী ছবি ৷
advertisement
8/8
এই কুল চাষে ৪০ হাজার টাকা খরচ করে আয় হতে পারে প্রায় ৪ লাখ টাকা। আড়াই বিঘা জমিতে কুল চাষ করে প্রতি বছর ৩০ থেকে ৪০ হাজার টাকা খরচ করতে হয়। যার কারণে তারা প্রতি বছর প্রায় ৩ থেকে ৪ লাখ টাকা আয় হয় বলে জানান ছবি দেবশর্মা। প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Earn Money: কুল চাষ করেই সাবলম্বী এই গৃহবধূ! তাঁকে দেখেই এগিয়ে আসছেন বাকি মহিলারাও