TRENDING:

বছরে মাত্র ৩৯৯৯ টাকা দিয়ে earn ৮০ হাজার টাকা per month! ছেড়ে দিন একঘেয়ে চাকরি

Last Updated:
আপনি ক্লাস ১২ পাস, তাহলে এই কাজে হয়ে যান মালামাল...
advertisement
1/5
বছরে মাত্র ৩৯৯৯ টাকা দিয়ে মাসে আয় করুন ৮০ হাজার টাকা!ছাড়ুন একঘেয়ে চাকরি
নয়াদিল্লি : আপনার কি চাকরিতে সবসময়েই চাকরি চলে যাওয়ার (Job loss) ভয় করে! কিম্বা এই মুহূর্তে আপনার হাতে চাকরি নেই, ফলে সেভাবে রোজগার না থাকায় আপনি দুঃখী? এই পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে রোজগারের এই পথ (earning opportinity)৷ এই থেকে বেরিয়ে আসতে ভারতীয় রেলওয়ের আইআরসিটিসি (IRCTC) আপনাকে বড় সুযোগ করে দিচ্ছে৷ আইআরসিটিসি -র এজেন্ট (IRCTC Agent) হয়ে আপনি বড় রোজগার করে পরিবারের স্বচ্ছল প্রতিপালন করতে পারেন৷ তার জন্য রেলওয়ে ট্রাভেল সার্ভিস এজেন্ট (Railway Travel Service Agent) হতে হবে৷ জেনে নিন ঠিক কীভাবে কি করতে হবে৷ Photo- File
advertisement
2/5
RTSA স্কিম ১৯৮৫ সালে চালু হয়েছিল৷ সেই সময় এই এজেন্টদের টিকিট বুক করার পরিবর্তে কমিশন মিলত৷ যখন কোনও ইউজার লগইন করে তখন আইআরসিটি অ্যাপ্লিকেশন ডিজিটাল প্রমাণপত্র দিয়ে প্রমাণ করতে হবে, আর যদি প্রমাণিত হয় তাহলে তার টিকিট বুকিং সংখ্যায় কোনও বাধা থাকে নাষ তাদের ই টিকিট বুকিংয়ের অনুমতি দেওয়া হয়৷ একজন আইআরসিটিসি এজেন্ট হয়ে আপনি নন এসি ক্লাসে (Non- AC Class) প্রতি পিএনআরে ২০ টাকা ও প্রতি এসি ক্লাসের (AC Class) পিএনআরে ৪০ টাকা পেতে পারেন৷ এজেন্ট হিসেবে ২০০০ টাকা -র বেশির লেনদেনে পাওয়া যায় অতিরিক্ত ১ শতাংশ৷ Photo- File
advertisement
3/5
এক মাসে একজন এজেন্ট যত টিকিট বুক করতে পারেন তার কোনও উর্ধ্বসীমা দেওয়া নেই৷ প্রতি টিকিটের বুকিংয়ে এ নিজের কমিশন পেয়ে যান৷ একজন এজেন্ট প্রতি মাসে নিয়মিত রূপে ৮০ হাজার টাকাও রোজগার করতে পারেনষ আর যদি তা না হয় তাহলে সাধারণভাবেই ৪০ থেকে ৫০ হাজার টাকাও রোজগার করতে পারে৷ Photo- File
advertisement
4/5
আইআরসিটিসি -র এজেন্ট হওয়ার জন্য আপনাকে দ্বাদশ শ্রেণী পাস করতে হবে৷ এজেন্ট হওয়ার জন্য প্রথমে আপনাকে IRCTC-র অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে৷ সেখানে আপনাকে আবেদন ফর্ম ফিলআপ করতে হবে৷ এর জন্যে আপনার প্যানকার্ড , আধার কার্ড , মোবাইল নম্বর, বৈধ ইমেল আইডি , ফটো, ঠিকানার পরিচয়পত্র থাকতে হবে, এছাড়া ডিক্লারেশন ফর্মও প্রয়োজন হবে৷ Photo- File
advertisement
5/5
বুকিং এজেন্সি দেওয়ার জন্য দুটি প্ল্যান রয়েছে একটিতে ৩৯৯৯ টাকা দিয়ে এক বছরের জন্য এজেন্সি দিতে হবে, এছাড়া ৬৯৯৯ টাকা দিয়ে ২ বছরের জন্য এজেন্সি নেওয়া যেতে পারে৷ এরজন্য আপনাকে একটি ডিমান্ড ড্রাফট বানাতে হবে৷ Photo- File
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
বছরে মাত্র ৩৯৯৯ টাকা দিয়ে earn ৮০ হাজার টাকা per month! ছেড়ে দিন একঘেয়ে চাকরি
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল