State Bank of India: Earn Money! SBI-এর দুরন্ত অফার! এই কাগজপত্র থাকলেই প্রতি মাসে ৬০ হাজার টাকা পাবেন
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
State Bank of India: দেশের সব থেকে বড় ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে বড় খবর!
advertisement
1/15

বাড়িতে বসে কী ব্যবসা (How to start business) করবেন? না করবেন এই নিয়ে অযথা ভেবে যাচ্ছেন ৷ এই সমস্ত ভাবনা ছেড়ে দিন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
বাড়তি রোজগার (Earn money) করতে হলে দেখে নিন এই বড় সুযোগ ৷ বাড়িতে বসেই মাসে অত্যন্ত সহজেই ৬০ হাজার টাকা রোজগার করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
এসবিআই অর্থাৎ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া SBI (State Bank of India) দিচ্ছে দারুণ সুযোগ এসবিআই এটিএম ফ্রাঞ্চাইজি (SBI ATM Franchise) নিয়েই মোটা টাকা রোজগার করার ব্যাপক সুযোগ রয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/15
এটিএম পরিচালনকারী সংস্থাগুলি আলাদা বা পৃথক হয়ে থাকে কখনও নিজে থেকেই ব্যাঙ্ক এটিএমের বিষয় ধার্য করেনা ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
বেশ কিছু সংস্থাকে ব্যাঙ্ক এই এটিএমের দায়িত্ব দিয়ে থাকে ৷ চুক্তিবদ্ধ হয়ে ব্যাঙ্কের সঙ্গে এই কাজগুলি করে থাকেন সবাই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
ব্যাঙ্কের সঙ্গে কথা বলে এটিএম ফ্রাঞ্চাইজি (ATM Franchise) নিলে বাড়িতে বসেই মোটা টাকা রোজগার করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
এটিএম ফ্রাঞ্চাইজি (SBI ATM Franchise) নিতে গেলে যা যা জরুরি ৷ ৫০ থেকে ৮০ স্কয়্যারফুট জায়গা থাকতে হবে, অন্য এটিএম কমপক্ষে ১০০ মিটার দূরে থাকতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
গ্রাউন্ড ফ্লোরে জায়গা থাকতে হবে, সব জায়গা থেকে ভাল করে দেখা যেতে হবে যেখানে এটিএম বসবে, ২৪ ঘণ্টা বিদ্যুৎ সংযোগ সঙ্গে এক কিলোবাইট ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ সংযোগ রাখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
প্রতিদিন ৩০০ লেনদেনের ক্ষমতা থাকতে হবে ৷ এটিএম যেখানে থাকবে সেখানে ইমারতি মজুবত থাকতে থাকতে হবে অর্থাৎ পাকা হতে হবে ৷
advertisement
10/15
ভি-স্যাট (V-Sat) বসানোর জন্য সংশিল্ষ্ট কর্তৃপক্ষের থেকে নো অবজেকশন সার্টিফিকেট (No Objection Certificate or NOC) নিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
যে যে গুরুত্বপূর্ণ নথি থাকতে হবে : পরিচয় পত্রের মধ্যে আধার কার্ড (Aadhaar Card), ভোটার কার্ড (Voter Card), প্যান কার্ড (Pan Card), ঠিকানার প্রমাণপত্র যেমন রেশন কার্ড (Ration Card), বিদ্যুতের বিল (Electricity Bill) ৷ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও পাসবই ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
ছবি (Photo), ই-মেল আইডি (Email ID), অন্য সমস্ত নথি (Testimonials), জিএসটি নম্বর (GST Number), অর্থনৈতিক বিভিন্ন নথি (Financial Document) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
কী ভাবে আবেদন করবেন (How To Apply For SBI ATM Franchise): বেশ কিছু এটিএম ফ্রাঞ্চাইজি সংস্থা আছে সেখানে অনলাইন আবেদন করতে হবে ৷ এটিএমের সংস্থাগুলি আলাদা আলাদা হয়ে থাকে ৷ ভারতে মুখ্যরূপে এটিএমে কনট্র্যাক্ট দিয়ে থাকে Tata Indicash, Muthoot ATM ও India One ATM ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
Tata Indicash – www.indicash.co.in Muthoot ATM – www.muthootatm.com/suggest-atm.html India One ATM – india1atm.in/rent-your-space এই অফিশিয়্যাল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করা যেতে পারে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
এদের মধ্যে পুরনো ও সব থেকে বড় ও পুরনো সংস্থা Tata Indicash ৷ ২ লক্ষ টাকার সিকিউরিটি ডিপোজিট ও ৩ লক্ষ টাকা ব্যাঙ্কিং ক্যাপিট্যাল রূপে রাখতে হবে ৷ এই ভাবে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
State Bank of India: Earn Money! SBI-এর দুরন্ত অফার! এই কাগজপত্র থাকলেই প্রতি মাসে ৬০ হাজার টাকা পাবেন