Lotus Cultivation Huge Profit: বছরভর পদ্ম চাষের বিশেষ টেকনিক, একবারের টাকা ঢেলে পাবেন বিপুল মুনাফা! দেবী লক্ষ্মী সুপ্রসন্ন হবেন
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Nayan Ghosh
Last Updated:
জলে নয়, স্থলে হয় এই পদ্ম! সহজেই ক্রেতা, বিক্রেতা উভয়ের ভাগ্য ফেরাবে এই ফুল
advertisement
1/5

বিভিন্ন পুজোর ক্ষেত্রে ভীষণই গুরুত্বপূর্ণ পদ্মফুল। বিশেষ করে দেবী দুর্গা, লক্ষ্মী, নারায়ণ সহ বিভিন্ন পুজোতে পদ্ম ফুলের প্রয়োজন হয়। কিন্তু অনেক সময় হাতের কাছে পাওয়া যায় না পদ্মফুল। আবার কখনও কখনও দাম হয় প্রচুর।
advertisement
2/5
তাই এমন পরিস্থিতিতে জলে ফোটা পদ্মের বদলে ব্যবহার করতে পারেন স্থলপদ্ম। নাম থেকেই পরিষ্কার, এই পদ্মফুল জলে হয় না। হয় মাটিতে। আবার একটি ফুল দিনে দু'বার দু'রকম রঙে দেখা যায়। সকালে সাদা এবং বিকেলের পর গোলাপি।
advertisement
3/5
পদ্মফুলের ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে সামঞ্জস্য রাখতে গিয়ে বাজারে স্থলপদ্মের চাহিদা বাড়ছে। মূলত শরৎকালে এই ফুল দেখা যায়। তবে বিশেষ পদ্ধতিতে এখন সারা বছরই স্থলপদ্ম ফুল ফোটাচ্ছেন অনেকে। বাজারে বিক্রি করে ভাল লাভ ঘরে তুলছেন। এই স্থলপদ্ম চাষ করে বর্তমানে ভাল লাভের মুখ দেখছেন শুভেন্দু দাস।
advertisement
4/5
শুভেন্দু বাবু বলছেন, পদ্মফুলের চাহিদার কারণে স্থলপদ্মের ব্যাপক চাহিদা রয়েছে। আবার পদ্ম ফুলের তুলনায় স্থলপদ্মের দাম খানিকটা কম। একটি ফুল সারা দিনে দু'রকম রঙে পাওয়া যায়। স্বাভাবিকভাবেই তা ক্রেতাদের কাছে টানছে। যার ফলে লক্ষ্মী লাভ হচ্ছে বিক্রেতাদের। তাই এই ফুলের চাষ করে আপনিও স্বাবলম্বী হয়ে উঠতে পারেন।
advertisement
5/5
আবার ক্রেতারাও এই ফুল কিনে লাভবান হবেন। কারণ এই ফুলের দাম গাঁদা অথবা জবাফুলের মত। দেখতেও বেশ সুন্দর। সনাতন ব্রাহ্মণ ট্রাস্টের সদস্য দামোদর চক্রবর্তী বলছেন, যারা ভক্তি মার্গের পথে চলেন, তাদের কাছে স্থলপদ্ম ভীষণভাবেই গুরুত্বপূর্ণ। এই ফুল অর্পণে দেবী দুর্গা, মহালক্ষী এবং ভগবান বিষ্ণু ভীষণই প্রসন্ন হন। যার শুভ ফল পান নিবেদনকারী।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Lotus Cultivation Huge Profit: বছরভর পদ্ম চাষের বিশেষ টেকনিক, একবারের টাকা ঢেলে পাবেন বিপুল মুনাফা! দেবী লক্ষ্মী সুপ্রসন্ন হবেন