Bank Holidays For Durga Puja: দুর্গা পুজোর সময় কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে ? রাজ্যভিত্তিক তালিকা দেখুন
- Published by:Dolon Chattopadhyay
- Written by:Trending Desk
Last Updated:
Bank Holiday List: দুর্গা পুজোয় কোন কোন দিনে ব্যাঙ্ক বন্ধ থাকবে? রাজ্যভিত্তিক সরকারি ছুটির সম্পূর্ণ তালিকা দেখে নিন।
advertisement
1/6

পুজো এসে গেল! সারা বছরের উত্তেজনা এখন গলার কাছে এলে জড়ো হয়েছে, কলকাতার অনেক পুজো মণ্ডপই এখন দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। সব মিলিয়ে ছুটির মরশুম যেন শুরু হয়ে গিয়েছে মহালয়া, ২১ সেপ্টেম্বর, ২০২৫ তারিখ থেকেই। সব জায়গায় চলছে পুজো ভাইব, যদিও অফিসে, ব্যাঙ্কে কর্মীরা প্রতিদিনের মতোই তাঁদের দায়িত্ব পালন করে চলেছেন, না হলে জনজীবন যে পুরোপুরি বিকল হয়ে যাবে।
advertisement
2/6
এটা জানা কথাই যে ষষ্ঠী পার হয়ে সপ্তমী থেকে অফিসে, ব্যাঙ্কে সরকারি ছুটি শুরু হয়। এবার ষষ্ঠী পড়েছে ২৮ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে, ওটা রবিবার, ফলে, অফিস, ব্যাঙ্ক এমনিতেই বন্ধ থাকবে।
advertisement
3/6
আরবিআইয়ের ব্যাঙ্ক ছুটির তালিকা অনুসারে রাজস্থান ছাড়া সারা দেশের অন্য ব্যাঙ্কে নবরাত্রির প্রথম দিন উপলক্ষে কোনও সরকারি ছুটি নেই। এর অর্থ হল অন্যান্য রাজ্যে ব্যাঙ্ক খোলাই থাকবে, বন্ধ থাকবে কেবল রাজস্থানে। মহারাজা হরি সিংয়ের জন্মদিন উপলক্ষে আরবিআইয়ের ছুটির তালিকা অনুসারে জয়পুরে অবশ্য একটি সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।
advertisement
4/6
ব্যাঙ্ক ছুটির দিনে গ্রাহকরা নেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং, ইউপিআই এবং এটিএমের মাধ্যমে পরিষেবাগুলি অ্যাক্সেস করতে পারবেন। যদিও এই ডিজিটাল প্ল্যাটফর্মগুলি লেনদেনের জন্য চালু থাকবে, তবুও নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস আইন দ্বারা নিয়ন্ত্রিত চেক ক্লিয়ারিং এবং অন্যান্য ফিজিক্যাল ব্যাঙ্কিং কাজ এই দিনগুলিতে প্রসেস করা হবে না।
advertisement
5/6
দেখে নেওয়া যাক আসন্ন ব্যাঙ্ক ছুটির তালিকা:২৯, সেপ্টেম্বর ২০২৫ (সোমবার) – মহাসপ্তমী/দুর্গাপুজোআগরতলা, গুয়াহাটি, জয়পুর, কলকাতায় ছুটির দিন৩০ সেপ্টেম্বর, ২০২৫ (মঙ্গলবার) – মহাঅষ্টমী/দুর্গা অষ্টমী/দুর্গাপুজো
advertisement
6/6
আগরতলা, ভুবনেশ্বর, গুয়াহাটি, ইম্ফল, পটনা, রাঁচি, কলকাতায় ছুটির দিন১ অক্টোবর মহানবমী উপলক্ষ্যে পশ্চিমবঙ্গে ব্যাঙ্ক বন্ধ থাকবে২ অক্টোবর গান্ধি জয়ন্তী উপলক্ষ্যে গোটা দেশে ব্যাঙ্ক বন্ধ থাকবে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Bank Holidays For Durga Puja: দুর্গা পুজোর সময় কবে কবে ব্যাঙ্ক বন্ধ থাকবে ? রাজ্যভিত্তিক তালিকা দেখুন