TRENDING:

পুরনো সোনার গয়না বিক্রির নতুন নিয়মটা জানা আছে তো?

Last Updated:
পুরনো সোনায় হলমার্ক আসবে কোথা থেকে? তাহলে কি দরকারে আর পারিবারিক সোনা বিক্রি করা যাবে না?
advertisement
1/8
পুরনো সোনার গয়না বিক্রির নতুন নিয়মটা জানা আছে তো?
গত বছরের ধনতেরসের সময়ের ঘটনা। রাজধানীর এক মহিলা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল মারফত চেনাজানা সবাইকে জানিয়েছিলেন যে পারিবারিক সোনার গয়না বিক্রি করতে গিয়ে তাঁকে কতটা নাকাল হতে হয়েছে! কেন না, রসিদ ছাড়া কোনও দোকান সেই গয়না কিনতে রাজি হয়নি। প্রশ্নটা এখানে দুতরফা বিশ্বস্ততার- অর্থাৎ জিনিসটা সত্যিই পারিবারিক কি না এবং সোনাও কতটা খাঁটি!
advertisement
2/8
পারিবারিক গয়নার রসিদ না থাকাটাই স্বাভাবিক, আমাদের সবার ঘরে। পুরনো সোনার গয়নায় হলমার্ক থাকার কথাও নয়। তার জন্য খুব বেশি প্রজন্ম পার করতে হবে না, ঠাকুমা-দিদিমাদের গয়নাতেও হলমার্ক পাওয়া যাবে না, মায়ের সব গয়নাতেও না-ই থাকতে পারে।
advertisement
3/8
ওদিকে সরকারের আদেশে চলতি বছরের ১ এপ্রিল থেকেই কেনা হোক বা বেচা- সোনায় হলমার্ক থাকা বাধ্যতামূলক। এটাই সোনা বিক্রির নতুন নিয়ম। দোকানকে যেমন এই নিয়ম মেনে আমাদের সোনা বিক্রি করতে হবে, আমাদেরও তেমনই ঘরের সোনা বেচতে গেলে তাতে হলমার্ক থাকা দরকার।
advertisement
4/8
দরকার, সে তো জলের মতো সাফ। পুরনো সোনায় হলমার্ক আসবে কোথা থেকে? তাহলে কি দরকারে আর পারিবারিক সোনা বিক্রি করা যাবে না?
advertisement
5/8
সব সময়ে মনে রাখা দরকার- সরকার কিন্তু আমাদেরই পাশে! এই নিয়ম করা তো এই জন্যেই যাতে সোনা কেনা-বেচায় সাধারণ মানুষকে ঠকতে না হয়।
advertisement
6/8
মাথার ঘাম পায়ে ফেলা পয়সা দিয়ে যাতে আমরা খাঁটি সোনা-ই পাই, পাশাপাশি, প্রয়োজনে পাই সোনার বিনিময়ে সঠিক দর। ফলে, পারিবারিক গয়নায় হলমার্ক করিয়ে নেওয়ার সুযোগও আমাদের দিচ্ছে সরকার। কীভাবে?
advertisement
7/8
ডিপার্টমেন্ট অফ কনজিউমার অ্যাফেয়ার্স ওয়েবসাইট অনুসারে, আমরা বিআইএস রেজিস্টার্ড জুয়েলার্সের মাধ্যমে পুরনো সোনার গয়নায় হলমার্ক করাতে পারি। জুয়েলার সেই গয়নায় বিআইএস অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টার থেকে হলমার্ক বসিয়ে এনে দেবেন। গয়না পিছু হলমার্ক করার জন্য ৪৫ টাকা দিতে হবে।
advertisement
8/8
এই প্রসঙ্গে আরেকটা কথাও না বললেই নয়। হলমার্ক সাইন বদলে গিয়েছে। এখন থেকে হলমার্কে মোটে তিনটে সাইন থাকবে। তা বলে পুরনো হলমার্ক সাইন নিয়ে দুশ্চিন্তা নেই, ওটা থাকলেও গয়না বিক্রি করা যাবে দোকানে গিয়ে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পুরনো সোনার গয়না বিক্রির নতুন নিয়মটা জানা আছে তো?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল