DMart-এ কেনাকাটা করার সেরা সময়, অধিকাংশ মানুষই জানেন না এই গোপন রহস্য, এই দিনগুলিতে পেয়ে যাবেন প্রচুর ছাড়
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বলে রাখা ভাল যে, DMart হল এমন একটি স্টোর, যেখানে প্রত্যেকটা জরুরি সামগ্রী পাওয়া যায় - সে রেশন হোক, মশলা, জামাকাপড় অথবা গৃহস্থালীর সরঞ্জামই হোক। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখানে যেসব সামগ্রী পাওয়া যায়, সেগুলি কিন্তু MRP-র তুলনায় অনেকটাই কম দামে পাওয়া যায়। সেই কারণে এটি সাধারণ মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে।
advertisement
1/7

সব সময় যেন ক্রেতাদের ভিড় লেগেই থাকে DMart-এ। আসলে কম দামে ভাল মানের পণ্য পেতে ক্রেতা সমাগম হয় সেখানে। কিন্তু বেশিরভাগ মানুষ জানেন না যে, এখানে যে ডিসকাউন্ট বা ছাড় পাওয়া যায়, সেটা প্রতিদিন একই থাকে না। অনেক সময় কিন্তু অফার এবং ছাড়ের বহর প্রচুর বেড়ে যায়। কিন্তু কোন কোন দিনে এমন জ্যাকপট মেলে, সেটাই আজকের প্রতিবেদনে দেখে নেওয়া যাক। প্রতিদিন DMart-এ একই দামে জিনিসপত্র পাওয়া যায় না। ভিন্ন ভিন্ন পণ্যের উপর ডিসকাউন্ট বা ছাড় এক-এক দিন পরিবর্তিত হতে থাকে। সেই কারণে কোন জিনিসটা কবে সেখানে সস্তায় পাওয়া যাচ্ছে, সেটা জেনে রাখা জরুরি। (Representative Image)
advertisement
2/7
বলে রাখা ভাল যে, DMart হল এমন একটি স্টোর, যেখানে প্রত্যেকটা জরুরি সামগ্রী পাওয়া যায় - সে রেশন হোক, মশলা, জামাকাপড় অথবা গৃহস্থালীর সরঞ্জামই হোক। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল, এখানে যেসব সামগ্রী পাওয়া যায়, সেগুলি কিন্তু MRP-র তুলনায় অনেকটাই কম দামে পাওয়া যায়। সেই কারণে এটি সাধারণ মানুষের প্রথম পছন্দ হয়ে উঠেছে। (Representative Image)
advertisement
3/7
অনেক সময় DMart-এ এমন কিছু সামগ্রী এতটাই কম দামে পাওয়া যায়, যেগুলির দাম MRP-রও অর্ধেক। আসলে অনেক সময় Buy One-Get One-এর মতো দুর্দান্ত অফার দিয়ে থাকে DMart। যার ফলে একটা পণ্যের দামে দুটি পণ্য পেয়ে যান গ্রাহকরা। আর কম দামে ভাল মানের পণ্য পাওয়ার জন্য গ্রাহকরাও DMart-এ ভিড় জমাতে থাকেন। কিন্তু কোন কোন দিন সেরা ডিল পাওয়া যায়, সেটা অবশ্য খুব কম সংখ্যক মানুষই জানেন। এই তথ্য গ্রাহকদের জন্য খুবই জরুরি হতে পারে। (Representative Image)
advertisement
4/7
DMart-এর বিশেষত্ব হল, প্রত্যেক দিনই এখানে কোনও না কোনও পণ্যের উপর ডিসকাউন্ট বা ছাড় পাওয়া যায়। কিন্তু কবে কোনও পণ্যের উপর ছাড় দেওয়া হবে, সেই বিষয়টা আগে থেকে নির্ধারণ করা থাকে না। যার অর্থ হল, কোন পণ্যের উপর গ্রাহক ডিসকাউন্ট বা ছাড় পাবেন, সেটা পরিবর্তিত হতে থাকে। (Representative Image)
advertisement
5/7
বিশেষ দিনগুলিতে গ্রাহকদের জন্য সেল রাখে DMart। এর মধ্যে অন্যতম হল Weekend Sale (শুক্রবার থেকে রবিবার)। এই সময়ে DMart-এ গ্রাহকদের লাইন পড়ে যায়। কারণ গ্রসারি, জামাকাপড়, স্কিন কেয়ারের মতো পণ্যের উপর প্রচুর ছাড় থাকে। এই সময়ে Buy 1 Get 1 Free-র মতো অফারও পাওয়া যায়। (Representative Image)
advertisement
6/7
আবার রবিবারের পর স্টোরে থাকা সামগ্রী দ্রুত ক্লিয়ার করার জন্য অনেক সময় সোমবার DMart-এর বেশ কিছু স্টোর Clean-up Sale চালু রাখে। এতে কিছু অতিরিক্ত ডিসকাউন্ট পেয়ে যান গ্রাহকরা। যদিও সমস্ত স্টোরে কিন্তু এই সেল পাওয়া যাবে না। কিন্তু যখন সেল থাকে, গ্রাহকদের ভাল লাভ হয়।(Representative Image)
advertisement
7/7
গ্রাহকরা যদি DMart Ready অ্যাপ ব্যবহার করেন, তাহলে তাঁরা নির্দিষ্ট দিনগুলিতে অনলাইন ডিল এবং ক্যুপন পেয়ে যেতে পারবেন। অনলাইনে অর্ডার করার ক্ষেত্রেই এই অফারগুলি পাওয়া যায়। তাই সময়ে সময়ে অ্যাপ চেক করতে হবে। এমনিতেই তো DMart-এ সস্তা দরে জিনিসপত্র পাওয়া যায়। আর দীপাবলি, হোলি, বড়দিন কিংবা নিউ ইয়ারের মতো উৎসব এলে তো কথাই নেই! এই সময়ে মিলবে দারুণ সব ছাড়। আর বলাই বাহুল্য যে, কেনাকাটার জন্য এই সময়টাই ভাল। গ্রাহকরা নিজেদের অর্থও সাশ্রয় করতে পারবেন। (Representative Image)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
DMart-এ কেনাকাটা করার সেরা সময়, অধিকাংশ মানুষই জানেন না এই গোপন রহস্য, এই দিনগুলিতে পেয়ে যাবেন প্রচুর ছাড়