প্যান-আধার লিঙ্ক করেছেন? নতুন আপডেট দেখে নিন এখনই!
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
প্যান-আধার লিঙ্কের শেষ তারিখ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে।
advertisement
1/6

প্যান-আধার লিঙ্কের শেষ তারিখ চলতি বছরের ৩০ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এই সময়ের মধ্যে লিঙ্ক না হলে ১ জুলাই থেকে প্যান নিষ্ক্রিয় হয়ে যাবে। পাশাপাশি ৩১ মার্চের সময়সীমা পেরিয়ে যাওয়ায় হাজার টাকা জরিমানাও দিতে হবে।
advertisement
2/6
নতুন আপডেট কী: প্যান-আধার লিঙ্ক করার জন্য লেট ফি দিতে, আপডেট করার প্রক্রিয়ায় মূল্যায়ন বছরকে এফওয়াই ২৪-২৫ হিসাবে নির্বাচন করতে হবে এবং অর্থপ্রদানের ধরনটিকে ‘অন্যান্য রসিদ (৫০০)’ হিসাবে উল্লেখ করতে হবে। ৩১ মার্চ, ২০২৩ সময়সীমার আগে, পেমেন্টের জন্য এফওয়াই ২৩-২৪ নির্বাচন করা হয়েছিল।
advertisement
3/6
জরিমানা-সহ প্যান-আধার লিঙ্ক করার পদ্ধতি: ক) ই-ফাইলিং পোর্টালের হোম পেজে যেতে হবে। কুইক লিঙ্ক বিভাগ থেকে বাছতে হবে 'লিঙ্ক আধার'।
advertisement
4/6
খ) প্যান এবং আধার নম্বর দিতে হবে। গ) 'কন্টিনিউ টু পে থ্রু ই-পে ট্যাক্স’-এ ক্লিক করতে হবে। ঘ) প্যান নম্বর দিলে ওটিপি আসবে। সেটা দিয়ে প্যান এবং মোবাইল নম্বর নিশ্চিত করে হবে। ঙ) ওটিপি যাচাই করার পরে ফের ই-পে ট্যাক্স পৃষ্ঠায় পাঠানো হবে। চ) আয়কর ট্যাবে ‘প্রসিড’-এ ক্লিক করতে হবে। ছ) এফওয়াই ২৪-২৫ এবং অন্যান্য রসিদ (৫০০) হিসাবে অর্থপ্রদানের ধরন নির্বাচন করে ‘কন্টিনিউ’-তে ক্লিক করতে হবে। জ) ই-পে ট্যাক্স সার্ভিসের মাধ্যমে টাকা পাঠালে তৎক্ষণাৎ হয়ে যায়। না হলে ৪ থেকে ৫ দিন সময় লাগে। ঝ) পোস্ট লগইন এবং প্রি লগইন মোডে আধার প্যান লিঙ্ক করা যায়।
advertisement
5/6
এসএমএস-এর মাধ্যমে: এসএমএস-এর মাধ্যমে আধার-প্যান লিঙ্ক করাতে UIDPAN<১২ ডিজিটের আধার নম্বর>১০ ডিজিটের প্যান নম্বর> লিখে 567678 বা 56161 নম্বরে মেসেজ পাঠাতে হবে।
advertisement
6/6
লিঙ্ক করাতে হবে কেন: আধারের সঙ্গে প্যান লিঙ্ক করানো বাধ্যতামূলক। এতে কোনও ব্য্যাক্তির আর্থিক লেনদেন পর্যবেক্ষণ এবং সে ট্যাক্স ফাঁকি দিচ্ছে কি না, তা নজর রাখতে পারবে সরকার। প্যান এবং আধার, দুটোই পরিচয়ের প্রমাণপত্র হিসেবে কাজ করে। তাই লিঙ্ক না করালে প্যান বাতিল হয়ে যাওয়ার সম্ভাবনা। এতে আর্থিক লেনদেন আটকে যেতে পারে। তাছাড়া লিঙ্ক করানো থাকলে একই ব্যক্তি দুটি প্যান বা আধার করাতে পারবেন না। এর ফলে ট্যাক্স এবং অন্যান্য জালিয়াতির ঘটনাও আটকানো যাবে।