Tax Free Countries: জানেন কি এই ৯টি দেশে দিতে হয় না কোনও ট্যাক্স !
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
অনেকেই হয়তো এই তথ্যটা জানেন না যে, বিশ্বে বেশ কয়েকটি করমুক্ত দেশ রয়েছে।
advertisement
1/10

বিশ্বে এমন কিছু দেশ রয়েছে, যাদের অর্থনৈতিক অবস্থা খুবই স্থিতিশীল। এর ফলে ওই সব দেশের সরকার নাগরিকদের থেকে কর সংগ্রহ করে না। ফলে যাঁরা করের বোঝা কমাতে চাইছেন, তাঁরা এই সব দেশে নাগরিকত্ব নিতে পারেন। অনেকেই হয়তো এই তথ্যটা জানেন না যে, বিশ্বে বেশ কয়েকটি করমুক্ত দেশ রয়েছে। আর এর মধ্যে কয়েকটি দেশে তো থাকার সুযোগ পাওয়া মানে হাতে চাঁদ পাওয়া। দেখে নেওয়া যাক বিশ্বের করমুক্ত দেশগুলির তালিকা।
advertisement
2/10
বাহামাস: দেশের নাগরিকদের উপর পার্সোনাল ইনকাম ট্যাক্স আরোপ করে না বাহামা দ্বীপপুঞ্জের সরকার। শিল্প এবং সমুদ্র তীরবর্তী পর্যটনই এই দেশের রাজস্বের মূল উৎস।
advertisement
3/10
বাহরাইন: এটাও একটা করমুক্ত দেশ। তেল ইন্ডাস্ট্রি থেকেই সম্পদ এবং সরকারি রাজস্ব আসে। এখানে কোনও পার্সোনাল ইনকাম ট্যাক্সের ব্যাপার নেই। শুধুমাত্র সোশ্যাল ইনস্যুরেন্স এবং বেকারত্ব সংক্রান্ত দানের প্রয়োজন হয়।
advertisement
4/10
বারমুডা: এই দেশেও কোনও আয়কর নেই। চাকরিজীবী এবং ব্যবসায়ীদের উপর অবশ্য পে-রোল ট্যাক্স আরোপ করা হয়েছে। যা চাকরিজীবীদের বেতন থেকে কাটা হয়। এর পাশাপাশি অবশ্য জমির মালিকদেরও সম্পত্তি কর দিতে হয়।
advertisement
5/10
ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ: এখানকার নাগরিকদের উপর পার্সোনাল ইনকাম ট্যাক্স আরোপ করা হয় না। বারমুডার মতো এখানেও চাকরিজীবী এবং ব্যবসায়ীদের উপর শুধুমাত্র পে-রোল ট্যাক্স আরোপ করা হয়।
advertisement
6/10
ব্রুনেই: এখানেও কোনও আয়করের ব্যাপার নেই। যদিও স্টেট সোশ্যাল ফান্ডে ৫ শতাংশ দান করতে হয়। আর কর্পোরেট আয়কর ধার্য করা হয়।
advertisement
7/10
কেম্যান দ্বীপপুঞ্জ: ঠিক বাহামার মতো এই দ্বীপপুঞ্জও নাগরিকদের উপর কোনও রকম কর আরোপ করে না। এখানকার আয়ের মূল উৎস হল পর্যটন।
advertisement
8/10
কুয়েত: দেশের সরকার নাগরিকদের থেকে কোনও রকম আয়কর নেয় না। এর কারণ হল এই দেশে রয়েছে বড়সড় তেল শিল্প। তবে কর্পোরেট ট্যাক্স, সোশ্যাল কন্ট্রিবিউশন এবং ভ্যালু অ্যাডেড ট্যাক্স আরোপ করা হয়।
advertisement
9/10
মলদ্বীপ: এখানকার নাগরিকদের থেকে কোনও রকম আয়কর নেওয়া হয় না। এর কারণ হল পর্যটনই এখানকার বড় আয়ের উৎস। তবে এখানে স্থায়ী নাগরিক হওয়া মুশকিল আছে।
advertisement
10/10
মোন্যাকো: বর্তমানে এটাই ইউরোপের একমাত্র করমুক্ত দেশ। এখানে স্থায়ী নাগরিক হওয়া অবশ্য তুলনামূলক ভাবে সহজ।