GK: পৃথিবীর সবচেয়ে দামি ধাতু কী? সোনা-রুপোর বদলে দেদার গয়নায় ব্যবহার করতে পারেন
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Most Expensive Metal of World: নিয়োগ হোক বা গয়না, সোনা-রুপো বা প্ল্যাটিনাম, তামার একাধিক ব্যবহার রয়েছে। ধাতুর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী তাই নিশ্চিন্তে বিনিয়োগও করেন অনেকে। কিন্তু জানেন সবচেয়ে দামি ধাতু কী?
advertisement
1/5

বিনিয়োগ হোক বা গয়না, সোনা-রুপো বা প্ল্যাটিনাম, তামার একাধিক ব্যবহার রয়েছে। ধাতুর দাম ক্রমশ ঊর্ধ্বমুখী তাই নিশ্চিন্তে বিনিয়োগও করেন অনেকে। কিন্তু জানেন সবচেয়ে দামি ধাতু কী?
advertisement
2/5
সোনা বা প্ল্যাটিনাম নয়, বিশ্বের সবচেয়ে দামি ধাতু হল রোডিয়াম। সাধারণ মানুষ এই ধাতুর নাম খুবই কম শুনেছেন। কিন্তু বিশ্বে যে ক’টি ধাতু আছে তার মধ্যে সবচেয়ে দামি ধাতু রোডিয়াম।
advertisement
3/5
বাজারে প্রতি গ্রাম রোডিয়ামের বর্তমান মূল্য প্রায় ১৪০৬৭ টাকা। কিন্তু প্রতি গ্রাম সোনার দাম প্রায় ৭৮২৬ টাকা। পাশাপাশি অন্য এক মূল্যবান ধাতু প্ল্যাটিনামের দাম ২৬৩৭ টাকা।
advertisement
4/5
রুপো-প্ল্যাটিনামের মতো রোডিয়ামও রুপোলি রঙের উজ্জ্বল ধাতু। তবে প্রকৃতিতে এই ধাতু বেশ বিরল। কিন্তু রোডিয়াম চাইলেই কেউ গয়নায় ব্যবহার করতে পারবেন। প্রতীকী ছবি।
advertisement
5/5
নিকেলের মতো ত্বকের সংস্পর্ষে এলে রোডিয়াম কোনও বিক্রিয়া করে না, সেই সঙ্গে অ্যালার্জির সমস্যাও হয় না রোডিয়াম ব্যবহার করলে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
GK: পৃথিবীর সবচেয়ে দামি ধাতু কী? সোনা-রুপোর বদলে দেদার গয়নায় ব্যবহার করতে পারেন