মিলছে ৮.০৫% সুদ, শীঘ্রই বন্ধ হতে চলেছে এই Special FD স্কিম, দেখে নিন লেটেস্ট আপডেট
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আপনিও যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার প্ল্যান করেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটি খবর ৷
advertisement
1/5

সেভিংসের কথা হলেই প্রথমেই মাথায় আসে ফিক্সড ডিপোজিটের কথা ৷ এখানে আপনার টাকা সুরক্ষিত থাকার পাশাপাশি গ্যারেন্টিড রিটার্ন পাওয়া যায় ৷ আপনিও যদি ফিক্সড ডিপোজিটে বিনিয়োগ করার প্ল্যান করেন তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত একটি খবর ৷
advertisement
2/5
গ্রাহক টানার জন্য ব্যাঙ্কগুলি স্পেশ্যাল এফডি অফার নিয়ে আসে ৷ পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্ক (Punjab and Sind Bank) একটি স্পেশ্যাল এফডি স্কিম নিয়ে এসেছিল যা ৩১ জানুয়ারি শেষ হতে চলেছে ৷
advertisement
3/5
পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের স্পেশ্যাল এফডি-তে ‘ধনলক্ষ্মী ৪৪৪ দিন’ (Dhanalakshmi 444 Days) বিনিয়োগ করার সময় শেষ হতে চলেছে ৷ হাতে আর মাত্র দু’দিন সময় ৷ পঞ্জাব ও সিন্ধ ব্যাঙ্কের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী এই এফডি-তে ৩১ জানুয়ারি ২০২৪ পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন ৷
advertisement
4/5
সুপার সিনিয়র সিটিজেন ৮.০৫ শতাংশ সুদধনলক্ষ্ণী নামের এই স্পেশ্যাল এফডি-তে বিনিয়োগ করার সময়সীমা ৪৪৪ দিন ৷ এই এফডি-তে এমনিতে ৭.৪ শতাংশ সুদ এবং সিনিয়র সিটিজেনরা ৭.৯ শতাংশ সুদ পাবেন এবং সুপার সিনিয়র সিটিজেনরা ৮.০৫ শতাংশ সুদ পেয়েছেন ৷
advertisement
5/5
সম্প্রতি লোন সংক্রান্ত নিয়ম লঙ্ঘন করার জেরে কেন্দ্রীয় ব্যাঙ্ক পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্কের উপর ১ কোটি টাকার জরিমানা করা হয়েছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মিলছে ৮.০৫% সুদ, শীঘ্রই বন্ধ হতে চলেছে এই Special FD স্কিম, দেখে নিন লেটেস্ট আপডেট