TRENDING:

LIC-র এই নতুন প্ল্যানে ডবল সুবিধা পাবেন গ্রাহকরা ! আপনিও হতে পারেন বিপুল লাভবান

Last Updated:
এই পলিসিতে লাইফ কভারের পাশাপাশি কী কী সুবিধা মিলবে দেখে নিন এখানে ৷
advertisement
1/7
LIC-র এই নতুন প্ল্যানে ডবল সুবিধা পাবেন গ্রাহকরা ! আপনিও হতে পারেন বিপুল লাভবান
দেশের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া বা এলআইসি নিয়ে এল নতুন পলিসি। নাম ‘জীবন কিরণ’। এই পলিসিতে লাইফ কভার তো মিলছেই, সঙ্গে মেয়াদ শেষে পুরো প্রিমিয়াম ফেরতও পাওয়া যাবে।
advertisement
2/7
এটি নন-লিঙ্কড, নন-পার্টিসিপেটিং জীবন বিমা পলিসি। ১৮ থেকে ৬৫ বছর বয়সী যে কেউ পলিসি কিনতে পারেন। পলিসি হোল্ডাররা আর্থিক লক্ষ্য এবং প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে ১০ থেকে ৪০ বছরের মধ্যে মেয়াদ বেছে নেওয়ার স্বাধীনতা পান। এছাড়া একক প্রিমিয়াম পেমেন্ট কিংবা নিয়মিত প্রিমিয়াম পেমেন্ট বেছে নেওয়ার নমনীয়তাও রয়েছে।
advertisement
3/7
নিয়মিত প্রিমিয়াম পলিসির জন্য সর্বনিম্ন কিস্তির পরিমাণ ৩ হাজার টাকা এবং একক প্রিমিয়াম পলিসির জন্য ৩০ হাজার টাকা। পলিসিতে দুটি ঐচ্ছিক রাইডার রয়েছে, দুর্ঘটনাজনিত মৃত্যু ও অক্ষমতা বেনিফিট রাইডার এবং অ্যাক্সিডেন্ট বেনিফিট রাইডার। তবে এর জন্য অতিরিক্ত প্রিমিয়াম দিতে হবে।
advertisement
4/7
এলআইসি জীবন কিরণ জীবন বিমা পলিসির সুবিধা হল, মেয়াদপূর্তিতে মোট জমাকৃত প্রিমিয়ামের পরিমাণ পলিসি হোল্ডারকে ফেরত দেওয়া হয়। তবে পলিসির মেয়াদপূর্তি তারিখের পরই জীবন বিমা কভারেজও বাতিল হয়ে যাবে।
advertisement
5/7
জীবন কিরণ পলিসিতে, পলিসি ধারক যদি মেয়াদপূর্তি অবধি বেঁচে থাকেন, তাহলে তিনি পলিসির অধীনে প্রদত্ত মোট প্রিমিয়াম ফেরত পাবেন কিন্তু এই প্রিমিয়ামে কোনও অতিরিক্ত প্রিমিয়াম, রাইডার প্রিমিয়াম বা প্রদত্ত ট্যাক্স অন্তর্ভুক্ত থাকবে না।
advertisement
6/7
জীবন কিরণ পলিসির মেয়াদ চলাকালীন পলিসিধারীর মৃত্যু হলে, মূল বিমাকৃত অর্থ, বার্ষিক প্রিমিয়ামের সাত গুণের সমান পরিমাণ বা ততক্ষণ পর্যন্ত প্রদত্ত মোট প্রিমিয়ামের ১০৫ শতাংশ, যেটি বেশি হয়, সেটা দেওয়া হবে। একক প্রিমিয়াম প্ল্যানের ক্ষেত্রে, মনোনীতরা বেসিক সাম অ্যাসিওরড বা একক প্রিমিয়ামের ১২৫ শতাংশ, যেটি বেশি হবে তা পাবেন৷
advertisement
7/7
পলিসি হোল্ডারদের গ্রেডেড পদ্ধতিতে পাঁচ বছরের মেয়াদে মেয়াদপূর্তির সুবিধা পাওয়ার বিকল্প রয়েছে। ডেথ বেনিফিটের সুবিধা দেওয়া হবে নমিনিকে। ধূমপায়ী এবং অধূমপায়ীদের জন্য প্রিমিয়ামের পরিমাণ আলাদা। ধূমপায়ীদের বেশি প্রিমিয়াম দিতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LIC-র এই নতুন প্ল্যানে ডবল সুবিধা পাবেন গ্রাহকরা ! আপনিও হতে পারেন বিপুল লাভবান
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল