একটা সই আর টাকা আপনার অ্যাকাউন্টে, ৯৯% মানুষ জানেন না সিগনেচার লোন আসলে কী ?
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
ব্যাঙ্কের তরফে কখন এই লোন দেওয়া হয় ?
advertisement
1/5

হোম, অটো ও পার্সোনাল লোন আজকাল এর মধ্যে কোন না কোন লোন নিয়েই থাকেন অনেকে ৷ এর পাশাপাশি গোল্ড লোনও বেশ জনপ্রিয় ৷ তবে প্রায় ৯৯ শতাংশ মানুষ জানেন না সিগনেচার লোন কি ? এটা কী ধরনের লোন ? এই ধরনের লোনে ব্যাঙ্ক কোনও এক ব্যক্তির সইয়ের ভিত্তিতে ঋণ দিয়ে থাকে ৷ জানেন কোন গ্রাহকদের সিগনেচার লোন দেওয়া হয় ৷
advertisement
2/5
সিগনেচার লোনকে গুড ফেথ বা ক্যারেকটার লোনও বলা হয়ে থাকে ৷ এটি এক ধরনের পার্সোনাল লোন ৷ ব্যাঙ্ক কোনও কোল্যাটারাল ছাডা়ই লোন দিয়ে থাকে ৷ এর জেরে লোনের সুদের হার অন্য লোনের থেকে বেশি হয় ৷
advertisement
3/5
ব্যাঙ্কের তরফে কখন এই লোন দেওয়া হয় ? যে কাউকে সিগনেচার লোন দেওয়ার আগে ব্যাঙ্ক গ্রাহকদের ক্রেডিট হিস্ট্রি চেক করে থাকে ৷ এবং যখন ব্যাঙ্ক মনে করে যে ওই ব্যক্তির আয় এতটাই যে এই লোন সহজেই শোধ করে দিতে পারবেন তখন লোন দেওয়া হয় ৷ এমনও অনেক সময় হয় যে ব্যাঙ্ক লোন দেওয়ার সময় একজন গ্যারেন্টারের সিগনেচার নিয়ে থাকে ৷ গ্যারেন্টারকে তখনই ডাকা হয় যখন যিতি ঋণ নিয়েছেন তিনি ডিফল্ট করেন ৷
advertisement
4/5
সিগনেচার লোনের টাকা দ্রুত আপনার অ্যাকাউন্টে চলে আসে ৷ এবং একবার শোধ করে দেওয়ার পর, পরের বার এই লোন পেতে আর কোনও অসুবিধা হয় না ৷
advertisement
5/5
সিগনেচার লোন যে কোনও দরকারের জন্য নেওয়া যেতে পারে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
একটা সই আর টাকা আপনার অ্যাকাউন্টে, ৯৯% মানুষ জানেন না সিগনেচার লোন আসলে কী ?