TRENDING:

100 Rupees Note: আপনার কাছে ১০০ টাকার ‘এই’ নোট আছে? তাহলেই ভাগ্য খুলে যাবে, হাতে আসবে লাখ লাখ টাকা

Last Updated:
100 Rupees Note: অনেকেই পুরনো নোট জমান। এ এক অদ্ভুত শখ। অনেকটা স্মৃতি রোমন্থনের মতো।
advertisement
1/7
আপনার কাছে ১০০ টাকার ‘এই’ নোট আছে? তাহলেই ভাগ্য খুলে যাবে,হাতে আসবে লাখ লাখ টাকা
২০১৬ সালে ‘নোটবন্দি’ করে মোদি সরকার। ৫০০ এবং ১০০০ টাকার নোট বাতিল হয়ে যায়। বাজারে নগদ টাকার যোগান দিতে বিভিন্ন মূল্যের নোট ছাড়ে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। বর্তমানে ৫০০, ২০০, ১০০, ৫০, ২০ এবং ১০ টাকার নোট চালু রয়েছে। এর সঙ্গে ১, ২, ৫, ১০ এবং ২০ টাকার কয়েন।
advertisement
2/7
অনেকেই পুরনো নোট জমান। এ এক অদ্ভুত শখ। অনেকটা স্মৃতি রোমন্থনের মতো। কিন্তু অনেক সময় এই সব পুরনো নোটই ভাগ্য বদলে দেয়। হ্যাঁ, অনেকেই পুরনো নোট এবং কয়েন শুধু জমান না, বিক্রিও করেন। প্রচুর টাকাও পান। একটা নোট বা কয়েন বিক্রি করেই রীতিমতো বড়লোক হয়ে গিয়েছেন অনেকেই।
advertisement
3/7
এখন ১০০ টাকার একটি নোট আপনার ভাগ্যের চাকা ঘুরিয়ে দিতে পারে। হ্যাঁ, বিশ্বাস না হলেও এটাই সত্যি। আন্তর্জাতিক বাজারে পুরনো এবং বিরল নোটগুলোর মধ্যে ১০০ টাকার নোটের চাহিদাই সবচেয়ে বেশি। লাখ লাখ টাকায় এই নোট কেনার জন্য বসে রয়েছে মানুষ।
advertisement
4/7
তবে সাধারণ ১০০ টাকার নোট হলে হবে না। নোটের সিরিয়াল নম্বরে ‘৭৮৬’ সংখ্যা থাকতে হবে। ব্যস, তাহলেই কেল্লা ফতে। আসলে এই সিরিয়াল নম্বরের নোটের সাংস্কৃতিক এবং ধর্মীয় গুরুত্ব অপরিসীম। মুসলিম সম্প্রদায়ের মানুষরা ৭৮৬ সংখ্যাকে সুখ এবং সমৃদ্ধির প্রতীক বলে মানে। তাই এই সিরিয়াল নম্বরের ১০০ টাকার নোটের ব্যাপক চাহিদা রয়েছে।
advertisement
5/7
এখন সিরিয়াল নম্বরে শুধু ৭৮৬ থাকলেই হবে না। এরও কিছু শর্ত রয়েছে। তবেই নোট বিক্রি হবে। হাতে মোটা টাকা আসবে। সেগুলো কী? প্রথমত, সিরিয়াল নম্বর ৭৮৬ দিয়ে শুরু হতে হবে। দ্বিতীয়ত, মহাত্মা গান্ধীর ছবি স্পষ্ট ভাবে যেন বোঝা যায়। এবং তৃতীয়ত, নোটটি ছেঁড়াফাটা না হয়, পরিস্কার ও ভাল অবস্থায় থাকতে হবে।
advertisement
6/7
এই নোট থাকলে বিক্রি করবেন কীভাবে? কোথায় এই নোট বিক্রি হয়? প্রথমে OLX-এর ওয়েবসাইটে রেজিস্টার করে অ্যাকাউন্ট তৈরি করতে হবে। তারপর ১০০ টাকার নোটের ঝকঝকে ছবি তুলে আপলোড করতে হবে ওয়েবসাইটে। বিজ্ঞাপন প্রকাশ হলে আগ্রহী ক্রেতারা নিজেরাই আপনার সঙ্গে যোগাযোগ করবেন।
advertisement
7/7
এই ধরণের ১০০ টাকার নোট কত দামে বিক্রি হয়, তা OLX জানায়নি। তবে মাথায় রাখতে হবে, ভারতীয় আইনে নোট এবং কয়েন কেনাবেচার আইনি অনুমোদন নেই। তাই সবদিক বিবেচনা করেই এগোনো উচিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
100 Rupees Note: আপনার কাছে ১০০ টাকার ‘এই’ নোট আছে? তাহলেই ভাগ্য খুলে যাবে, হাতে আসবে লাখ লাখ টাকা
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল