TRENDING:

TDS রিফান্ড এল? কীভাবে বুঝবেন, দেখে নিন এখনই!

Last Updated:
কোথাও দৌড়ানোর প্রয়োজন নেই, ঘরে বসে দুরকম ভাবে অনলাইনেই তা করা যায়। দেখে নেওয়া যাক প্রক্রিয়া ধাপে ধাপে।
advertisement
1/9
TDS রিফান্ড এল? কীভাবে বুঝবেন, দেখে নিন এখনই!
পুরো কথাটা হল ট্যাক্স ডিডারটেড অ্যাট সোর্স, সংক্ষেপে টিডিএস। সহজ ভাবে বললে, বেতন থেকে যে অংশটা কেটে নেওয়া হয়, সেটাই টিডিএস। কত পরিমাণ টাকা কাটা হবে, সেটা সরকার নির্ধারিত নীতিতে চলে।
advertisement
2/9
অতএব, টিডিএস যখন আয় থেকেই কাটা হচ্ছে, তখন এটা আয়কর নীতির আওতায় পড়ে বুঝে নিতে অসুবিধা নেই। সেই জন্যই ইনকাম ট্যাক্স রিটার্ন বা আইটিআর দাখিল করার সময়ে এর হিসেব-নিকেশ ওঠে। কতটা টিডিএস কাটা হয়েছে, তা দেখাতে হয়। এর পর তা আবার ফিরেও আসে। একেই বলা হয় টিডিএস রিফান্ড।
advertisement
3/9
এই টিডিএস রিফান্ড স্টেটাস নানা রকমের হতে পারে। যেমন, ডিটারমাইন্ড নয়, পেইড, নট পেইড ইত্যাদি। এক্ষেত্রে টিডিএস রিফান্ড আসতে দেরি হলে বিষয়টি নিয়ে অর্থনৈতিক বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত হবে। তিনিই ভাল বলে দিতে পারবেন যে আয় থেকে কাটা টাকাটা ফেরত পাওয়ার জন্য কোন পথে এগোতে হবে।
advertisement
4/9
তার আগে থেকে যায় একটা ধাপ. সেটা আসে স্বাভাবিক চিন্তা থেকেই- রিফান্ড এল কি এল না! অর্থাৎ টিডিএস রিফান্ড স্টেটাস চেক করা। এর জন্য কোথাও দৌড়ানোর প্রয়োজন নেই, ঘরে বসে দুরকম ভাবে অনলাইনেই তা করা যায়। দেখে নেওয়া যাক প্রক্রিয়া ধাপে ধাপে।
advertisement
5/9
প্রথম প্রক্রিয়া- ইনকাম ট্যাক্স ই-ফাইলিং পোর্টালের মাধ্যমে টিডিএস রিফান্ড স্টেটাস চেক
advertisement
6/9
- সবার প্রথমে অফিসিয়াল ই-ফাইলিং পোর্টালে যেতে হবে। - ইউজার আইডি/প্যান/আধার, পাসওয়ার্ড, ডেট অফ বার্থ বা ডেট অফ ইনকর্পোরেশন দিয়ে লগ ইন করতে হবে।
advertisement
7/9
- ক্যাপচা কোড এন্টার করতে হবে। - মাই অ্যাকাউন্ট সেকশনে যেতে হবে। - রিফান্ড/ডিমান্ট স্টেটাস অপশনে ক্লিক করলে রেজাল্ট বেরিয়ে আসবে।
advertisement
8/9
দ্বিতীয় প্রক্রিয়া- টিআইন এনএসডিএল পোর্টালের মাধ্যমে টিডিএস রিফান্ড স্টেটাস চেক
advertisement
9/9
- অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে- https://tin.tin.nsdl.com/oltas/refund-status-pan.html - প্যান, অ্যাসেসমেন্ট ইয়ার এবং ক্যাপটা কোড দিতে হবে। - প্রসিড-এ ক্লিক করলে রিফান্ড কোন অবস্থায় রয়েছে তা বেরিয়ে আসবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
TDS রিফান্ড এল? কীভাবে বুঝবেন, দেখে নিন এখনই!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল