TRENDING:

Dhanteras Free Gift: আজই ধনতেরাস, এই সব দোকানে থাকছে নানা অফার, ফ্রি পাবেন সোনার কয়েন

Last Updated:
Free gold coin: এখনও যদি না কিনে থাকেন তাহলে এই দোকানগুলিতে মেগা অফার পাবেন...
advertisement
1/7
Dhanteras Free Gift: আজই ধনতেরাস, এই সব দোকানে থাকছে নানা অফার, ফ্রি সোনার কয়েন
Discount Offers on Gold and Diamond: ধনতেরাস এবং দীপাবলি উপলক্ষ্যে  সোনা কেনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ফলে সারা ভারতেই এই সময়ে সমস্ত গয়নার দোকানে সোনার কেনাকাটি প্রবল বৃদ্ধি পায়৷ একাধিক জুয়েলারি ব্র্যান্ড গ্রাহকদের আকৃষ্ট করতে বিভিন্ন  ডিসকাউন্ট অফার নিয়ে হাজির পাশাপাশি একাধিক জায়গার কেনাকাটায় নানারকম ফ্রি গিফটের অফার রয়েছে৷
advertisement
2/7
Dhanteras Diwali 2023 Offers:  দীপাবলি আলোরা উৎসব আর পাশাপাশি এদিন অন্ধকার নাশ হয়ে শক্তির আরাধনা হয়৷  এই সময়ে সোনা এবং হিরে কেনার বিশেষ তাৎপর্য রয়েছে। একাধিক বড় ব্র্যান্ড রয়েছে যা গ্রাহকদের সোনা, রুপো এবং হিরের কেনাকাটায় বিশাল ছাড় দিচ্ছে। জেনে নিন এই অফারগুলো সম্পর্কে।
advertisement
3/7
Malabar Gold & Diamonds দীপাবলির বিশেষ উপলক্ষ্যে, এই দোকান ৩০, ০০০ টাকা পর্যন্ত সোনা কেনার জন্য বিনামূল্যে ১০০ মিলিগ্রাম সোনার কয়েন দিচ্ছে। এছাড়াও গ্রাহকরা হিরে, পোলকি এবং রত্ন খচিত পাথরের গয়নার মেকিং চার্জে ৩০ শতাংশ ছাড় পাচ্ছেন। SBI কার্ডধারীরা ২৫,০০০ টাকার কেনাকাটায় ৫ শতাংশ ক্যাশব্যাক পাচ্ছেন। এই সমস্ত অফার ১৯ নভেম্বর পর্যন্ত চালু থাকবে৷
advertisement
4/7
Tata এর জুয়েলারি ব্র্যান্ড Tanishq দিওয়ালির উপলক্ষ্যে সোনা ও হিরের গয়না তৈরির চার্জে ২০ শতাংশ ছাড় দিচ্ছে। যেখানে SBI কার্ডধারীরা ৮০,০০০ টাকার কেনাকাটায় ৪,০০০ টাকা ছাড় পাবেন৷ আপনি যদি নতুন গয়নার সঙ্গে পুরানো গয়না এক্সচেঞ্জ করেন তবে এই ধনতেরাস ও দিওয়ালির মরশুমে আপনি ১০০% পর্যন্ত মূল্য পাবেন। এই সমস্ত অফার ১২ নভেম্বর পর্যন্ত বৈধ।
advertisement
5/7
কল্যাণ জুয়েলার্সের বিখ্যাত হিরের জুয়েলারি ব্র্যান্ড Candere হিরের ওপর ২০ শতাংশ ছাড় দিচ্ছে। একই সঙ্গে দেশের সমস্ত বড় ব্যাঙ্কের ক্রেডিট ও ডেবিট কার্ডে অতিরিক্ত ৩ শতাংশ ছাড় পাওয়া যাচ্ছে।
advertisement
6/7
তানিষ্কের নিজেদের হিরের গয়নার  ব্র্যান্ড ক্যারেট লেনের হিরে কেনার ওপর ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে। ৪০০০ টাকার বেশি টাকার কেনাকাটায় এই ছাড় পাওয়া যাবে।
advertisement
7/7
Joyalukkas  হিরে কিনলে ২৫ শতাংশ পর্যন্ত বিশাল ছাড় পাচ্ছে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Dhanteras Free Gift: আজই ধনতেরাস, এই সব দোকানে থাকছে নানা অফার, ফ্রি পাবেন সোনার কয়েন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল