আজ থেকে মিশে যাচ্ছে এই তিনটি বড় ব্যাঙ্ক, অ্যাকাউন্ট থাকলে অবশ্যই জেনে নিন
Last Updated:
advertisement
1/5

• আজ থেকেই মিশে যাচ্ছে বিজয়া ব্যাঙ্ক, দেনা ব্যাঙ্ক ও ব্যাংক অফ বরোদা ৷ সোমবার ১ এপ্রিল থেকেই একত্রীকরণ কার্যকরী হতে চলেছে ৷
advertisement
2/5
• কেন্দ্রীয় মন্ত্রীসভা আগেই একটি ‘মেগা ব্যাঙ্ক’-এর তরফে সম্মতি জানিয়েছিল ৷ বাজেটের সময়ই ঘোষণা করা হয়েছিল ব্যাংকের সংযুক্তিকরণের কথা। তবে এতে ব্যাঙ্ককর্মী ও গ্রাহকদের কোনও সমস্যায় পড়তে হবে না বলেও জানানো হয়েছে ৷
advertisement
3/5
• সংযুক্ত এই ব্যাঙ্কের এবার মোট ৯,৫০০টি ব্রাঞ্চ, ১৩,৪০০টি এটিএম, ৮৫ হাজার কর্মী ও ১২ কোটি গ্রাহক হল ৷ সংযুক্তিকরণের পর আইসিআইসিআই-কে ছাড়িয়ে দেশের তৃতীয় বড় ব্যাঙ্কের তকমা পেল ব্যাঙ্ক অব বরোদা ৷
advertisement
4/5
• এই সংযুক্তিকরণের ফলে গ্রাহকদের জন্যও পরিষেবা আরও ভালো হবে বলে আশ্বাস দিয়েছে অর্থমন্ত্রক। এতে ঋণ প্রদানের ক্ষমতা বাড়ার সম্ভাবনা থাকবে। এতে ব্যাংকের পরিষেবা প্রদান ক্ষমতা আরও শক্তিশালী হবে বলে জানানো হয়েছে ৷
advertisement
5/5
• অনাদায়ী ঋণে ও লোকসানের ভারে ধুঁকতে থাকা রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলির পুনরুজ্জীবনে একগুচ্ছ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। এরই অঙ্গ হিসেবে ছিল এই সংযুক্তিকরণের উদ্যোগ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
আজ থেকে মিশে যাচ্ছে এই তিনটি বড় ব্যাঙ্ক, অ্যাকাউন্ট থাকলে অবশ্যই জেনে নিন