TRENDING:

কপর্দকশূন্য করে ছাড়ছে...! ভুলেও 'ক্লিক' করবেন না এই 'লিঙ্ক', সাইবার প্রতারকদের নতুন ফাঁদ 'এটাই'

Last Updated:
Cyber Scam: ডিজিটাল যুগে বাড়ছে এ আই-এর ব্যবহার। প্রযুক্তি ভিত্তিক কাজ যত সহজ হচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার মতো ঘটনা। এবার প্রথমে টাকা দিয়ে পরে লুট করছে সাইবার প্রত্যারকেরা। পাতা ফাঁদে একবার পা গলালেই বিপদ। কী ভাবে বাঁচবেন?
advertisement
1/8
কপর্দকশূন্য করে ছাড়ছে...! ভুলেও 'ক্লিক' করবেন না এই 'লিঙ্ক', সাইবার প্রতারকদের নতুন 'ফাঁদ'
ডিজিটাল যুগে বাড়ছে এ আই-এর ব্যবহার। প্রযুক্তি ভিত্তিক কাজ যত সহজ হচ্ছে ততই পাল্লা দিয়ে বাড়ছে সাইবার প্রতারণার মতো ঘটনা। এবার প্রথমে টাকা দিয়ে পরে লুট করছে সাইবার প্রত্যারকেরা। পাতা ফাঁদে একবার পা গলালেই বিপদ। কী ভাবে বাঁচবেন?
advertisement
2/8
নিজেদের ক্রমশ নতুন নতুন প্রযুক্তিতে উন্নত করে চলছে এই প্রতারকেরা। এবার নতুন ফাঁদ পেতেছে তারা। সম্প্রতি এইরকম ঘটনা বাড়ছে, তৈরি নতুন ফাঁদ, এমনই জানাচ্ছে সাইবার ডিপার্টমেন্ট।
advertisement
3/8
কী সেই নতুন ফাঁদ?আপনার হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামের মতো সোশ্যাল সাইটগুলিকেই ব্যবহার করছে অপরাধীরা। প্রথমে একটি লিঙ্ক আসবে আপনার ইনবক্সে। একটি ইউটিউব কিংবা ফেসবুক লিঙ্ক! আপনাকে বলা হবে আপনি লাইক এবং কমেন্ট করুন আর তাতেই জিতে যান টাকা।
advertisement
4/8
এখানেই বড় বিপদ। 'আপনি লিঙ্ক ওপেন করে লাইক ও কমেন্ট করলে আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে টাকা' এমনই লোভনীয় সুযোগ দেওয়া হবে একটা সময় পর্যন্ত। তারপর আপনাকে বলা হবে একটা অ্যামাউন্ট টাকা জমা করলে আপনাকে সঙ্গে সঙ্গে রিটার্ন করা হবে ৭০ শতাংশ সুদ। এক্ষেত্রেও আপনি টাকা পেতে থাকবেন।
advertisement
5/8
ততদিনে আপনি লোভনীয় এই ফাঁদে পা দিয়ে ফেলেছেন। একটা সময় পর আপনাকে বলা হবে বছরে এক বা দু লাখ টাকা জমা করুন তার জন্য মাসিক আপনাকে একটা অ্যামাউন্ট বেঁধে দেওয়া হবে। তবে এক্ষেত্রে আপনাকে সঙ্গে সঙ্গে আর টাকা দেওয়া হবে না।
advertisement
6/8
বলা হবে একবছর পর বা ৬ মাস পর দেওয়া হবে টাকা। কিন্তু সময় পেরিয়ে গেলেও টাকা আসবে না। অথচ আপনি চড়া সুদের কথা শুনে ইনভেস্ট করতেই থাকবেন একের পর এক৷
advertisement
7/8
একটা সময়ে আপনি টাকা চাইলে অপরাধীরা জানাবে আপনার যা টাকা জমেছে তাতে আরও বেশি বড় অঙ্কের ট্যাক্স দিলে আপনি পুরে টাকা পাবেন। সেটা প্রায় ৮-১০ লাখ টাকাও হতে পারে।
advertisement
8/8
আপনি যদি এই ফাঁদে পা দিয়েছেন তাহলে আরও বিপদ। এই ভাবে টাকা আর ফেরত আসছে না। এই চক্রে পরে নিঃস্ব হয়ে পথে বসেছেন অনেক মানুষ। সাবধানতা অবলম্বন করুন। এই ধরণের লিঙ্ক এলে আগেই ব্লক করে দিন দ্রুত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
কপর্দকশূন্য করে ছাড়ছে...! ভুলেও 'ক্লিক' করবেন না এই 'লিঙ্ক', সাইবার প্রতারকদের নতুন ফাঁদ 'এটাই'
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল