Credit Card UPI Payment: Phone Pe-Google Pay-তে বেপরোয়া ভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন! প্রতিটি লেনদেনে বাড়তি চার্জ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
Credit Card UPI Payment: তবে যাঁদের এই কার্ড আছে তাঁরা ২,০০০ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন দিতে হবেেনা কোনও বাড়তি চার্জ
advertisement
1/15

মাত্র অল্প সময়েই মধ্যেই ভারতে ইউপিআই পেমেন্ট অত্যন্ত জনপ্রিয় হয়েছে ৷ এরফলেই ক্রমাগত ভাবে নিফ্ট বা আরটিজিএসের পরিমাণ কমে গিয়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/15
এমনকী ডেবিট ও ক্রেডিট কার্ডের ব্যবহারও অনেকটাই কমে গিয়েছে ৷ নিজেও ঠিক মনে করতে পারবেন না ঠিক কবে শেষবার ব্যবহার করেছে ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহার করেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/15
এই কারণে মাস্টার কার্ড ও ভিজার মত নাম করা সংস্থাও চিন্তা করতে শুরু করেছে এত কম লেনদেন হলে ভবিষ্যত কী হবে? প্রতীকী ছবি ৷
advertisement
4/15
এরফলে কমেছে রোজগারও ৷ এরপরেই ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডকে ইউপিআইয়ের সঙ্গে লিঙ্ক করানোর পরে হয়ত বাড়বে ক্রেডিট কার্ডের ব্যবহার ৷ যদিও এর উপরে চার্জ দিতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/15
কিন্তু একটি মাত্র নেটওয়ার্ক আছে যাদের কার্ডে পেমেন্ট করলে ২ হাজার টাকা পর্যন্ত কোনও চার্জ লাগবেনা ৷ কীভাবে ওয়ালেটে ডেবিট ও ক্রেডিট কার্ড লিঙ্ক করা যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/15
ফোন পে-তে যেভাবে ক্রেডিট কার্ড লিঙ্ক করা যায় (PhonePe upi link Credit Card), ফোন পে-তে প্রোফাইলে গিয়ে ক্লিক করতে হবে, তারপরে View All Payment Methods অপশনে গিয়ে দেখতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/15
Credit/Debit Cards এর নীচে ADD CARD-এ গিয়ে ট্যাপ করতে হবে ৷ কার্ডের বিস্তারিত বিবরণ দিয়ে অ্যাড করতে হবে, তারপরে ওটিপি দিয়ে সাবমিট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/15
গুগল পে-তে যেভাবে ক্রেডিট কার্ড লিঙ্ক করতে হবে (Google Pay upi Link Credit Card), প্রথমে গুগল পে-র প্রোফাইলে যেতে হবে, তারপরে Pay Businesses অথবা set up payment methods-এ ট্যাপ করে ক্রেডিট কার্ড সিলেক্টের অপশনে ক্লক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/15
তারপরে এক্সপায়ারি ডেট ও সিভিভি দিতে হবে, তারপরে সেভ করতে হবে ৷ টার্মসের পরে মোর তারপরে Accept & Continue-তে ক্লিক করতে হবে ৷ এরপরেই ওটিপি যাবে রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি যাবে ৷ তারপরেই প্রসেস হয়ে যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/15
পেটিএমে যেভাবে ক্রেডিট কার্ড লিঙ্ক করতে হবে (Paytm UPI link Credit Card Link): প্রথমে অ্যাপে গিয়ে প্রোফাইল ফিচারে ক্লিক করতে হবে ৷ পেমেন্ট সেটিংসে গিয়ে Saved Cards অপশনে গিয়ে ক্লিক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/15
তারপরে Add New Card-এ ট্যাপ করতে হবে ৷ সেই সময়ে পেটিএমের পক্ষ থেকে ২ টাকা কেটে নেওয়া হবে আগামী ২দিনের মধ্যে সে টাকা ফিরিয়ে দিতে হবে ৷ প্রসেস করার জন্য ‘save card as per latest RBI guildelines’ সিলেক্ট করতে হবে ৷ এরপরে ওটিপি প্রসেস হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
12/15
ফোন পে-তে (PhonePe) অ্যাপে গিয়ে QR কোড স্ক্যান করতে হবে ৷ ক্রেডিট কার্ড সলেক্ট করে CVV দতে হবে ৷ তারপরেই অটোমেটক প্রসেস হয়ে যাবে ৷ পেমেনন্ট আটকানোর জন্য হোল্ড ট্যাপ করতে হোল্ড অপশন সিলেক্ট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
13/15
গুগল পের ক্ষেত্রে টাকার অঙ্ক দিতে হবে, কার্ড সিলেক্ট করে পেমেন্ট করতে হবে ৷ এরপরে ওটিপি যাবে ফোনে ৷ তা দিয়েই পেমেন্ট করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
14/15
পে টিএমের ক্ষেত্রে (Paytm), My Paytm-এর ওয়ালেটে যেতে হবে ৷ অ্যামাউন্ট অ্যাড করতে হবে ৷ ক্রেডিট কার্ড ও সিভিভি বিস্তারিত বিবরণ দিয়ে পে করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
15/15
এনপিসিআই-এর পক্ষ থেকে ২,০০০ টাকা পর্যন্ত ক্রেডিট কার্ডের মাধ্যমে লেনদেন করা যেতে পারে ৷ তার জন্য কোনও বাড়তি চার্জ দিতে হবেনা ৷ তবে রুপে কার্ডের গ্রাহকেরাই এই সুবিধা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Credit Card UPI Payment: Phone Pe-Google Pay-তে বেপরোয়া ভাবে ক্রেডিট কার্ড ব্যবহার করছেন! প্রতিটি লেনদেনে বাড়তি চার্জ