Coronavirus Third Wave|PM Svanidhi Scheme: Modi সরকারের বিরাট সুবিধা! বাড়িতে বসেই পাবেন ১০ হাজার টাকা, শুধু করুন এই কাজ
- Published by:Arjun Neogi
- news18 bangla
Last Updated:
PM Modi|Central Government Schemes|Modi Government's facilities|PM Svanidhi Scheme|Too many Central Government Schemes|Busienss|Coronavirus Thirds Wave: যে সমস্ত মানুষের অংসংঘঠিত ক্ষত্রে কাজ করেন তাঁদের ব্যবসা বাণিজ্য চালানোর জন্য কেন্দ্রীয় সরকার শর্তহীন ভাবে ১০,০০০ টাকা দেবে সঠিক সময়ে টাকা ফেরৎ দিলে থাকবে ভর্তুকিরও ব্যবস্থা
advertisement
1/11

করোনা ভাইরাসের (Coronavirus Third Wave) ফলে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ক্ষুদ্র কারবারিরা ৷ ছোটখাট ব্যবসা-বাণিজ্যে শ্রমিকদের উপরে সব থেকে বেশি প্রভাব পড়েছে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
2/11
তবে ধীরে ধীরে ক্ষুদ্র ব্যবসায়ীদের অবস্থা শুধরাচ্ছে ৷ অসংগঠিত ক্ষেত্রে যাঁরা কাজ করেন তাঁরা রাস্তাগাটে ছোটখাট ব্যবসা বাণিজ্য করে থাকেন তাঁরাও এখন ব্যবসা শুরু করতে পারেননি ৷ প্রতীকী ছবি ৷
advertisement
3/11
যাতে ব্যবসা করে সংসার চালাতে পারেন তাঁদের জন্য নরেন্দ্র মোদি সরকারের (Modi Government) এক বিরাট উদ্যোগ ৷ ১০,০০০ টাকা করে দেওয়া হবে এই সমস্ত অসংগঠিত ক্ষেত্রে কাজ করেন যে সমস্ত কর্মীরা তাঁদের জন্য ৷ প্রতীকী ছবি ৷
advertisement
4/11
কেন্দ্রের এই যোজনার ফলে দরিদ্র ও আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য মোদি সরকারের (Central Government Schemes) বেশ কয়েক ধরনের যোজনা রয়েছে ৷ এর মধ্যে অন্যতম কেন্দ্রীয় প্রকল্প হল পিএম স্বনিধি যোজনা (PM Svanidhi Scheme) ৷ প্রতীকী ছবি ৷
advertisement
5/11
এই যোজনার অন্তর্গত ফুটপাতে যাঁরা কাজ করে সংসার চালান তাঁদেরকে ১০ হাজার টাকা পর্যন্ত আর্থিক সুবিধা দেওয়া হবে ৷ এই ঋণ সময় মত শোধ করলে এতে ভর্তুকিও পাওয়া যাবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
6/11
এই যোজনার লাভ পেতে গেলে ফোন নম্বরের সঙ্গে আধার (Aadhaar Mobile Number link) লিঙ্ক করতে হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
7/11
এই যোজনার বিশেষত্ব হল মোবাইলের (Mobile Phone) সঙ্গে আধার (Aadhaar Link) লিঙ্ক করতে হবে, তাঁরাই এই ঋণের সুবিধা পাবেন যাঁরা ২৪ মার্চ ২০২০-এর আগে মোবাইল নম্বরের সঙ্গে আধার লিঙ্ক করেছেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
8/11
এই যোজনা বৈধ্য থাকবে ৩১ মার্চ ২০২২ পর্যন্ত ৷ গ্রাম বা অর্ধেক শহর এলাকার অধিবাসীরা এই ঋণের বিশেষ সুবিধা পাবেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
9/11
এই ঋণের ভর্তুকির অর্থমূল্য প্রতি ত্রৈমাসিকে অ্যাকাউন্ট ট্রান্সফার করা হবে ৷ এই ৷ কোনও গ্যারান্টি ছাড়াই এই ঋণপ্রদান করা হবে ৷ প্রতীকী ছবি ৷
advertisement
10/11
যদি এই প্রকল্পের মাধ্যমে কোনও শ্রমিক যিনি রাস্তায় ছোটখাট কাজ কারবার করে জীবিকানির্বাহ করেন ৷ প্রতীকী ছবি ৷
advertisement
11/11
ঠিকঠাক ভাবে টাকা ফেরৎ দিলে বছরে ৭ শতাংশ ভর্তুকি পাওয়া যাবে ৷ এই ভর্তুকির টাকা সরাসরি পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৷ প্রতীকী ছবি ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Coronavirus Third Wave|PM Svanidhi Scheme: Modi সরকারের বিরাট সুবিধা! বাড়িতে বসেই পাবেন ১০ হাজার টাকা, শুধু করুন এই কাজ