Coronavirus in India| করোনা আক্রান্ত হলে হেল্থ ইন্সিওরেন্স! প্রিমিয়াম কত? জেনে নিন...
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
ডিজিট-এর বক্তব্য, দুটি শর্তে বিমার অর্থ দাবি করা যাবে৷ যদি করোনা আক্রান্ত ব্যক্তি কোনও সরকারি হাসপাতাল বা মিলিটারি হাসপাতালে অন্তত ১৪ দিন কোয়ান্টারান্ড থাকেন৷ একইসঙ্গে করোনা ভাইরাসের চিকিত্সা শুরু হয়েছে এমন সার্টিফিকেট কোনও সরকারি মেডিক্যাল অফিসার লিখে দেন৷
advertisement
1/6

করোনা ভাইরাস আক্রান্ত হলে চিকিত্সার জন্য কি স্বাস্থ্যবিমা পাওয়া যাবে? দেশে যখন একের পর এক করোনা ভাইরাস আক্রান্তের খবর মিলছে, তখন স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে, করোনার চিকিত্সায় ব্যয় বহনের জন্য হেল্থ ইন্সিওরেন্স থাকছে কি না৷
advertisement
2/6
জেনারেল ইন্সিওরেন্স কোম্পানি ডিজিট একটি হেল্থ ইন্সিওরেন্স শুরু করল৷ যা করোনা আক্রান্ত রোগীর চিকিত্সার খরচ বহন করবে৷ ওই ইন্সিওরেন্স কোম্পানির সাইটে বলা হচ্ছে, আপাতত ২৫ হাজার, ৫০ হাজার, ১ লক্ষ, ১ লক্ষ ২৫ হাজার, ১ লক্ষ ৫০ হাজার, ১ লক্ষ ৭৫ হাজার ও ২ লক্ষ টাকার সাম অ্যাসিওরড মিলবে৷ ৬০ বছরের নীচে যে কোনও বয়সের ব্যক্তিই বিমা করতে পারবেন৷
advertisement
3/6
ডিজিট-এর বক্তব্য, দুটি শর্তে বিমার অর্থ দাবি করা যাবে৷ যদি করোনা আক্রান্ত ব্যক্তি কোনও সরকারি হাসপাতাল বা মিলিটারি হাসপাতালে অন্তত ১৪ দিন কোয়ান্টারান্ড থাকেন৷ একইসঙ্গে করোনা ভাইরাসের চিকিত্সা শুরু হয়েছে এমন সার্টিফিকেট কোনও সরকারি মেডিক্যাল অফিসার লিখে দেন৷
advertisement
4/6
যদি পুনের ন্যাশনাল ইন্সস্টিউট অফ ভাইরোলজি-র COVID-2019 ভাইরাস পজিটিভের রেজাল্ট থাকে, তা হলেই বিমা রাশির পুরো অর্থ সংশ্লিষ্ট ব্যক্তির চিকিত্সায় মিলবে বলে জানিয়েছে ওই বিমা সংস্থা৷
advertisement
5/6
কত টাকা প্রিমিয়াম? প্রথমে ১ বছরের ইন্সসিওরেন্স কভারের জন্য আপনাকে প্রিমিয়াম দিতে হবে৷ ২৫ হাজার টাকার হেল্থ ইন্সসিওরেন্সের জন্য প্রিমিয়াম পড়বে ২৫৩ টাকা৷ ৫০ হাজার টাকার বিমার জন্য প্রিমিয়াম হবে ৫০৭ টাকা৷ ৭৫ হাজার টাকার বিমায় প্রিমিয়াম ৭৬০ টাকা৷ ১ লক্ষ টাকার জন্য ১ হাজার ১৪ টাকা, ১ লক্ষ ২৫ হাজার টাকার বিমার জন্য ১ হাজার ২৬৭ টাকা, দেড় লক্ষ টাকার বিমার জন্য ১ হাজার ৫২০ টাকা, ১ লক্ষ ৭৫ হাজার টাকার বিমায় প্রিমিয়াম ১ হাজার ৭৭৪ টাকা ও ২ লক্ষ টাকার কভারের জন্য ২ হাজার ৩৭ টাকা প্রিমিয়াম দিতে হবে৷
advertisement
6/6
তবে Go Digit Digital Health Plus বিমার সুবিধা পাওয়ার শর্ত হল, বয়স ৬০ বছরের কম হতে হবে৷ ন্যাশনাল ইন্সস্টিটিউট অফ ভাইরোলজি ছাড়া অন্য কোথাও পরীক্ষায় করোনা ধরা পড়লে তার বিমা মিলবে না৷ ভারতের বাইরে চিকিত্সায় বিমার টাকা মিলবে না৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Coronavirus in India| করোনা আক্রান্ত হলে হেল্থ ইন্সিওরেন্স! প্রিমিয়াম কত? জেনে নিন...