TRENDING:

Cooking Oil Price: সর্ষে-বাদাম-সহ ভোজ্যতেলের দামে বিরাট পতন! আপনার বাজারে লেটেস্ট রেট কত? দেখুন...

Last Updated:
Cooking Oil Price: সর্ষে ও বাদাম তেলের দাম কমেছে একধাক্কায় অনেকখানি। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে ভোজ্যতেলের দামে স্বস্তি এসেছে আবার।
advertisement
1/11
সর্ষে-বাদাম-সহ ভোজ্যতেলের দামে বিরাট পতন! আপনার বাজারে লেটেস্ট রেট কত? দেখুন...
পয়লা বৈশাখের আগে ফের সস্তা হয়েছে ভোজ্যতেল। সর্ষে ও চীনাবাদাম তেলের দাম কমেছে একধাক্কায় অনেকখানি। ক্রমবর্ধমান মূল্যস্ফীতির মধ্যে ভোজ্যতেলের দামে স্বস্তি এসেছে আবার।
advertisement
2/11
কিছুটা স্বস্তি পেয়েছে মধ্যবিত্ত মানুষ। বিশ্ববাজারে লাগাতার বাড়লেও তেল-তেল বীজের বাজারে সর্ষে ও চীনাবাদাম তেলের দাম কমেছে। সর্ষে ও চীনাবাদাম তেলের দাম আজ বেশ অনেকটাই সস্তা হয়েছে। যদিও বেড়েছে সিপিও, পামোলিন ও সয়াবিন তেলের দাম।
advertisement
3/11
সূত্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শিকাগো এক্সচেঞ্জে ১ দশমিক ৮ শতাংশ এবং মালয়েশিয়া এক্সচেঞ্জের দাম বেড়েছে তিন শতাংশ। আমদানি করা তেলের তুলনায় দেশি তেলের দাম অনেক কম। সরিষার তেলের পাইকারি দাম প্রতি কেজি ১৪৮ টাকা এবং খুচরা মূল্য প্রতি লিটার সর্বোচ্চ ১৫৫ থেকে ১৬০ টাকা।
advertisement
4/11
চীনাবাদাম তেলের দাম পড়েছে ৩০-৪০ টাকা। সূত্রের খবর, আমদানি করা তেলের তুলনায় দেশীয় তেলের দাম প্রতি কেজিতে ১২-১৩ টাকা কম। অন্যদিকে, চীনাবাদাম তেল হয়েছে সূর্যমুখীর তুলনায় ৩০-৪০ টাকা কম।
advertisement
5/11
তাই সরকারের এই মুহূর্তে সর্বোচ্চ খুচরা মূল্যের দিকে মনোনিবেশ করা উচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞ মহল। এ ছাড়া ভোক্তাদের সঠিক মূল্যে ভোজ্যতেল সরবরাহের দিকে নজর দিতে হবে বলেও মত তাঁদের।
advertisement
6/11
বিশেষজ্ঞের মতে, রেকর্ড পরিমাণ সরিষা উৎপাদনের পর গত মাসে বিপুল পরিমাণ ১৬ লাখ টন সরিষা মাড়াই হয়েছে। সঠিক ব্যবস্থা অব্যাহত রাখলে আগামী দিনে উৎপাদন বাড়ার সম্ভাবনা রয়েছে বলে সুনিশ্চিত করেছেন কৃষকরা। মালয়েশিয়া এবং শিকাগো এক্সচেঞ্জে লাভের ফলে সয়াবিন তেল এবং সিপিও এবং পামোলিন তেলের দাম বেড়েছে। তবে সয়াবিনের দানা ও লুজ তেলের দাম আগের পর্যায়েই রয়েছে।
advertisement
7/11
সরিষার তৈলবীজ - প্রতি কুইন্টাল ৭,৪৫০-৭,৫০০ টাকা (৪২ শতাংশ শর্তের হার) চিনাবাদাম - ৬,৬৭৫ টাকা - প্রতি কুইন্টাল ৬,৭৭০ টাকা গ্রাউনট অয়েল মিল ডেলিভারি (গুজরাত)- প্রতি কুইন্টাল ১৫,৪০০ টাকা চিনাবাদাম দ্রাবক পরিশোধিত তেল ২,৫৫৫ টাকা - প্রতি টিন ২,৭৪৫ টাকা
advertisement
8/11
সরিষার তেল দাদরি - প্রতি কুইন্টাল ১৪,৮০০ টাকা সরসন পাক্কি ঘানি - প্রতি টিন ২,৩৪৫-২,৪২০ টাকা সরিষা কচি ঘানি - প্রতি টিন ২,৩৯৫-২,৪৯৫ টাকা তিল তেল মিল ডেলিভারি - প্রতি কুইন্টাল ১৭,০০০-১৮,৫০০ টাকা
advertisement
9/11
সয়াবিন অয়েল মিল ডেলিভারি দিল্লি - প্রতি কুইন্টাল রুপি ১৬,১০০ সয়াবিন মিল ডেলিভারি ইন্দোর - প্রতি কুইন্টাল ১৫,৭৫০ টাকা সয়াবিন তেল ডেগাম, কান্ডলা - প্রতি কুইন্টাল ১৪,৭৫০ টাকা সিপিও এক্স-কান্ডলা - প্রতি কুইন্টাল ১৩,৯৫০ টাকা
advertisement
10/11
কটনসিড মিল ডেলিভারি (হরিয়ানা) - প্রতি কুইন্টাল ১৫,২০০ টাকা পামোলিন আরবিডি, দিল্লি - প্রতি কুইন্টাল ১৫,৯০০ টাকা পামোলিন এক্স-কান্ডলা - প্রতি কুইন্টাল ১৪,৭০০ টাকা (জিএসটি ছাড়া)
advertisement
11/11
সয়াবিন দানা - প্রতি কুইন্টাল ৭,৭৫০-৭,৮০০ টাকা সয়াবিন প্রতি কুইন্টাল ৭,৪৫০-৭,৫৫০ টাকা হারায়৷ ভুট্টার খল (সারিসকা) প্রতি কুইন্টাল ৪০০০ টাকা
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Cooking Oil Price: সর্ষে-বাদাম-সহ ভোজ্যতেলের দামে বিরাট পতন! আপনার বাজারে লেটেস্ট রেট কত? দেখুন...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল