TRENDING:

Cooking Oil Price: রান্নার তেলের দামে মহা পতন...! মধ্যবিত্তের হেঁসেলে বিরাট সুখবর! একধাক্কায় কমল কত? দেখুন লেটেস্ট রেট

Last Updated:
Cooking Oil Price: ভোজ্যতেলের দামে পতন। মধ্যবিত্তের জন্য বড় স্বস্তি। লিটার প্রতি লেটেস্ট রেট কত? জেনে নিন...
advertisement
1/10
রান্নার তেলের দামে মহা পতন! মধ্যবিত্তের হেঁসেলে বিরাট সুখবর! একধাক্কায় কমল কত?
সাধারণ মানুষের জন্য বিরাট স্বস্তি। ফের কমল রান্নার তেলের দাম। বিদেশী বাজারে দামের পতনের মধ্যেই শনিবার দিল্লি তেল-তৈলবীজের বাজারে ভোজ্য তেল তৈলবীজের দামে পতনের প্রবণতা অব্যাহত ছিল।
advertisement
2/10
বাজার সূত্র অনুযায়ী এবার ব্রাজিল ও আমেরিকায় ভাল পরিমাণে সয়াবিনের বপন হয়েছে। এর উৎপাদন বাড়াতেই তেলবীজের দামের ওপর চাপ বাড়ছে এবং এর ফলে তেল মিলগুলোর অবস্থা আরও খারাপ হতে পারে।
advertisement
3/10
এ কারণে সয়াবিন দানা ও রান্নার তেলের দামে কমছে দেশীয় বাজারে। লিভালের অবস্থা এতটাই খারাপ যে মহারাষ্ট্রের সয়াবিন চাষীরা মধ্যপ্রদেশে সয়াবিন বিক্রি করছেন। এসব কারণে সয়াবিন তেলের দাম কমছে।
advertisement
4/10
সূত্র বলছে, কান্দলা বন্দরে একটি প্ল্যান্ট থেকে একটি চীনা বহুজাতিক কোম্পানি (ক্যাপকো) নির্দিষ্ট শুল্কে ৩০ জুন পর্যন্ত প্রতি লিটার ৮২ টাকায় বাল্কে এক নম্বর মানের পরিশোধিত সয়াবিন তেল বিক্রি করছে।
advertisement
5/10
অর্থাৎ এখন সরকার আমদানি শুল্ক বাড়ালেও গ্রাহকরা একই দামে ভোজ্যতেল পাবেন ৮২ টাকায়। দেশের কোম্পানিগুলির এমআরপি বেশি থাকায় ক্রেতারা এই বহুজাতিক কোম্পানি থেকে তেল কিনছেন।
advertisement
6/10
সূত্র জানায়, এক বছর আগে মে মাসে সূর্যমুখী তেলের দাম ছিল প্রতি টন ২ হাজার ৫০০ ডলার এবং বর্তমানে দাম প্রতি টন ৯৪০ ডলার। এতে দেশের তেল ও তৈলবীজ শিল্প ধ্বংস হয়েছে, ব্যাঙ্কের টাকা নষ্ট হয়েছে, বিপুল সংখ্যক মানুষ বেকার হয়ে পড়েছে, এসব বিষয়ে তৈলসংগঠন-সহ দায়িত্বশীলদের এগিয়ে আসা উচিত।
advertisement
7/10
তেল ও তৈলবীজের লেটেস্ট দর লিটার প্রতি : সরিষার তৈলবীজ - প্রতি কুইন্টাল রুপি 4,950-5,050 (42 শতাংশ শর্ত হার)। চিনাবাদাম - প্রতি কুইন্টাল 6,500-6,560 টাকা। চিনাবাদাম তেল মিল ডেলিভারি (গুজরাট)- প্রতি কুইন্টাল 16,250 টাকা। চিনাবাদাম পরিশোধিত তেল প্রতি টিন 2,430-2,695 টাকা।
advertisement
8/10
সরিষার তেল দাদরি - প্রতি কুইন্টাল 9,540 টাকা। সরিষা পাক্কি ঘানি - প্রতি টিন 1,620-1,700 টাকা। সরিষা কাঁচা ঘানি - প্রতি টিন 1,620-1,730 টাকা। তিল তেল মিল ডেলিভারি - প্রতি কুইন্টাল 18,900-21,000 টাকা।
advertisement
9/10
সয়াবিন তেল মিল ডেলিভারি দিল্লি - প্রতি কুইন্টাল 9,850 টাকা। সয়াবিন মিল ডেলিভারি ইন্দোর – প্রতি কুইন্টাল রুপি 9,640। সয়াবিন তেল দেগেম, কান্ডলা - প্রতি কুইন্টাল 8,140 টাকা। সিপিও এক্স-কান্ডলা - প্রতি কুইন্টাল 8,480 টাকা। কটনসিড মিল ডেলিভারি (হরিয়ানা)- প্রতি কুইন্টাল 8,680 টাকা।
advertisement
10/10
পামোলিন আরবিডি, দিল্লি - কুইন্টাল প্রতি 9,840 টাকা। পামোলিন এক্স- কান্ডলা - প্রতি কুইন্টাল 8,880 টাকা (জিএসটি ছাড়া)। সয়াবিন দানা - প্রতি কুইন্টাল 5,150-5,225 টাকা। সয়াবিন আলগা - প্রতি কুইন্টাল 4,925-5,005 টাকা। ভুট্টার খাল (সারিসকা)- প্রতি কুইন্টাল 4,010 টাকা।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Cooking Oil Price: রান্নার তেলের দামে মহা পতন...! মধ্যবিত্তের হেঁসেলে বিরাট সুখবর! একধাক্কায় কমল কত? দেখুন লেটেস্ট রেট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল