Cooking Oil Price: মধ্যবিত্তের জন্য বড় সুখবর! রান্নার তেলের দামে বাম্পার পতন! রেট কত হল? দেখুন তালিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cooking Oil Price: মূল্যবৃদ্ধি নিয়ে যখন রীতিমতো নাজেহাল মধ্যবিত্ত সেই সময় এল সুখবর। ভোজ্য তেলের দাম নামছে হুড়মুড়িয়ে।
advertisement
1/12

লাফিয়ে বাড়ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম। আকাশছোঁয়া টমেটো থেকে পেঁয়াজ। মূল্যবৃদ্ধি নিয়ে যখন রীতিমতো নাজেহাল মধ্যবিত্ত সেই সময় এল সুখবর। ভোজ্য তেলের দাম নামছে হুড়মুড়িয়ে।
advertisement
2/12
গত সপ্তাহ থেকেই কমছে খাবার তেলের দাম। আমদানি করা ভোজ্য তেলের দামও কমে যাচ্ছে বলে খবর। আমদানিকারীরা দামের থেকেও ২-৩ টাকা কম দামে এই ভোজ্য তেল বিক্রি করছেন বলে খবর।
advertisement
3/12
ক্রমাগত লোকসানের ফলে আমদানিকারীদের আর্থিক অবস্থার অবনতি হয়। আমদানিকৃত ভোজ্যতেল মজুত করে রাখার মতো টাকাও তাদের কাছে নেই। ব্যাঙ্কে এলসি চালু রাখার বাধ্যবাধকতার কারণে বন্দরে আমদানি করা তেল সস্তায় বিক্রি হচ্ছে বলেই বাজার সূত্রে খবর।
advertisement
4/12
বাজার সূত্রগুলি পিটিআইকে জানিয়েছে আমদানিকারীদের আর্থিক সঙ্কট ছাড়াও বাজারে সর্ষে, সয়াবিন, তুলা এবং চীনাবাদামের মতো তেলবীজের আমদানি কমছে। মন্ডিগুলিতে, সর্ষে, চীনাবাদাম এবং সূর্যমুখী এমএসপি থেকেও কম দামে বিক্রি হচ্ছে।
advertisement
5/12
প্রায় ৭০ শতাংশ ভোজ্য তেল আমদানিকারীরা মিল বেচে দিচ্ছেন বলে খবর। নিজেরা ক্ষতির হাত থেকে বাঁচার জন্য কম দামে আমদানি করা তেল বাজারে ছেড়ে দিচ্ছেন তারা। কারণ ঋণ মেটানোর জন্য তারা যা দাম পাচ্ছেন তাতেই তেল বিক্রি করে দিচ্ছেন বলে খবর। তার জেরেই বাজারে তেলের দাম কমতে শুরু করেছে বলে খবর। সর্ষে, বাদাম, সানফ্লাওয়ার সহায়ক মূল্যের থেকেও কমে বিক্রি হচ্ছে বলে খবর।
advertisement
6/12
এদিকে একাধিক তৈলবীজ চাষের এলাকাও কমেছে এবার। গতবছর ২.৭ লাখ হেক্টর জমিতে তৈলবীজ চাষ হয়েছিল। সেটা এবার কমে গিয়ে ১.৮০ লাখ হেক্টর করা হয়েছে। সূর্যমূখীর চাষও কমিয়ে দেওয়া হয়েছে। গতবার ৪১,০০০ হেক্টর জমিতে সূর্যমুখীর চাষ হয়েছিল।
advertisement
7/12
এবার সেটা কমিয়ে ৩৭,০০০ হেক্টর জমিতে করা হয়েছে। তবে ভোজ্য তেলের চাহিদা আবার ১০ শতাংশ বেড়ে গিয়েছে এবার।তবে এতসব কিছুর পরেও ভোজ্য তেলের দাম কিছুটা কমেছে বলে খবর।
advertisement
8/12
সর্ষের দাম কমেছে। প্রতি কুইন্টাল ৫৬৫০ থেকে ৫৭০০ হয়ে গিয়েছে। সর্ষের দাদ্রি তেলও ২৫০ টাকা কমে গিয়েছে। প্রতি কুইন্টাল হয়েছে ১০,৫০০ টাকা। ১৫ কেজির টিন হিসাবে সর্ষের পাক্কির দাম ১৭৮৫-১৮৮০ টাকা আর কাচ্চি ঘানির তেল ১৭৮৫-১৮৯৫ প্রতি টিন।
advertisement
9/12
সোয়াবিন দিল্লি, সোয়াবিন ইন্দোর আর সোয়াবিন দেগাম তেলের দাম যথাক্রমে প্রতি কুইন্টাল ১০,৪০০,১০,২০০ ও ৮৮৫০ টাকা করে। ঘি-এর দাম প্রতি টিন ১৭৮৫ থেকে ১৮৯৫ কমে গিয়েছে।
advertisement
10/12
এই সপ্তাহে চীনাবাদাম তেল ও তৈলবীজের দামও কমেছে। চিনাবাদাম তেল-তৈলবীজ, চিনাবাদাম গুজরাত এবং চিনাবাদাম দ্রাবক পরিশোধিত তেলের দাম যথাক্রমে ৫০ টাকা, ১০০ টাকা এবং ২৫ টাকার ক্ষতির কারণে টিন প্রতি ৬,৬০০-৬,৬৭৫ কুইন্টাল থেকে ১৫,৪০০ টাকা কুইন্টাল এবং ২,২৯০-২,৫৬৫ টাকায় বন্ধ হয়েছে।
advertisement
11/12
অপরিশোধিত পাম তেলের (সিপিও) দাম ২২৫ টাকার ক্ষতির ফলে হয়েছে ৮,২৫০ টাকা। দিল্লি পামোলিনের দাম ১৫০ টাকার ক্ষতির ফলে প্রতি কুইন্টাল ৯,১৫০ টাকা দাঁড়িয়েছে। পামোলিন এক্স কান্ডলা তেলের দাম ছিল ৯,১৫০ টাকা। হয়েছে ৮,৪০০।
advertisement
12/12
পতনের সাধারণ প্রবণতার সাথে সামঞ্জস্য রেখে, তুলাবীজ তেলের দামও চলতি সপ্তাহে ২০০ টাকা কমে প্রতি কুইন্টাল ৮,৯৫০ টাকায় বন্ধ হয়েছে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Cooking Oil Price: মধ্যবিত্তের জন্য বড় সুখবর! রান্নার তেলের দামে বাম্পার পতন! রেট কত হল? দেখুন তালিকা