LPG Cylinder Price: সাধারনের জন্য বড় ধাক্কা, ফের দাম বাড়ল রান্নার গ্যাসের, চেক করে নিন লেটেস্ট দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম-
advertisement
1/4

ডিসেম্বর মাসের প্রথম দিনেই সাধারনের জন্য বড় ধাক্কা ৷ সরকারি অয়েল মার্কেটিং সংস্থা ১ ডিসেম্বর থেকে LPG Gas Cylinder এর দাম ফের বাড়ানো হয়েছে ৷ দেশের সবচেয়ে বড় সরকারি তেল সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOC) ১৯ কিলোগ্রাম কর্মাশিয়াল গ্যাস সিলিন্ডারের দাম ১০৩.৫০ টাকা প্রতি সিলিন্ডার করা হয়েছে ৷ দিল্লিতে ১৯ কিলোগ্রাম কমার্শিয়াল গ্যাস সিলিন্ডারের দাম বুধবার থেকে ১০০.৫০ টাকা প্রতি সিলিন্ডার বাড়িয়ে ২১০১ টাকা করা হয়েছে ৷
advertisement
2/4
দেখে নিন বাণিজ্যিক সিলিন্ডারের নতুন দাম- দিল্লিতে কর্মাশিয়াল সিলিন্ডারের দাম ২১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ দু’মাস আগে যা ছিল ১৭৩৩ টাকা ৷ মুম্বইয়ে ১৯ কিলোর সিলিন্ডারের দাম বেড়ে ২০৫১ টাকা হয়েছে ৷ কলকাতায় ১৯ কিলোর ইন্ডেন গ্যাস সিলিন্ডারের দাম ২১৭৪.৫০ টাকা হয়ে গিয়েছে ৷ চেন্নাইয়ে ১৯ কিলোর কর্মাশিয়াল সিলিন্ডারের দাম বেড়ে ২২৩৪ টাকা হয়ে গিয়েছে ৷
advertisement
3/4
মাস দিল্লি কলকাতা মু্ম্বই চেন্নাই ডিসেম্বর 1, 2021 ২১০১ ২১৭৭ ২০৫১ ২২৩৪ নভেম্বর 1, 2021 ২০০০.৫ ২০৭৩.৫ ১৯৫০ ২১৩৩ অক্টোবর 1, 2021 ১৭৩৬.৫ ১৮০৫.৫ ১৬৮৫ ১৮৬৭.৫
advertisement
4/4
বাড়ির রান্নার গ্যাসের দাম- দিল্লিতে ভর্তুকিহীন বাড়ির রান্নার গ্যাসের (১৪.২ কিলোগ্রাম) দাম ৮৯৯.৫০ টাকায় পাওয়া যাচ্ছে ৷ মু্ম্বইয়ে সিলিন্ডারের দাম ৮৯৯.৫০ টাকা ৷ কলকাতায় ৯২৬ টাকা, চেন্নাইয়ে ৯১৫.৫০ টাকা ৷ এর আগে রান্নার গ্যাসের দাম ৬ অক্টোবর বাড়ানো হয়েছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
LPG Cylinder Price: সাধারনের জন্য বড় ধাক্কা, ফের দাম বাড়ল রান্নার গ্যাসের, চেক করে নিন লেটেস্ট দাম