TRENDING:

Daber Daam: ডাব খাওয়ার গুণ অনেক, কিন্তু এই শহরে কিনতে গেলে পকেট ফাঁক হয়ে যাচ্ছে, দাম শুনে পড়ে যাবেন না যেন

Last Updated:
Coconut Water Price: ডাবের চাহিদা বাড়তেই ডাবের দাম আকাশছোঁওয়া। এক একটি ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। যা অন্য সময় ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হত ।
advertisement
1/6
ডাব খাওয়ার গুণ অনেক, কিন্তু এই শহরে কিনতে গেলে পকেট ফাঁক হয়ে যাচ্ছে
: গরম উপেক্ষা করেও জীবন জীবিকার তাগিদে ঘর থেকে বেরিয়ে পড়েন কর্মজীবীরা। গরমের হাত থেকে বাচতে অনেকেই ডাব এখন ভরসা। তাই চলার পথে ঢুঁ মারছেন ভ্রাম্যমাণ ডাবের দোকানে। শরীরে যাতে জল শূন্যতা না হয় তাই নিজেরাও ডাব খেয়ে শরীরকে সুস্থ করার পাশাপাশি অন্যকেও ডাব খাওয়ার পরামর্শ দিচ্ছেন সাধারণ মানুষেরাই। Photo- Representative
advertisement
2/6
অন্যদিকে ডাবের চাহিদা বাড়তেই ডাবের দাম আকাশছোঁয়া। এক একটি ডাব বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায়। যা অন্য সময় ৫০ থেকে ৬০ টাকায় বিক্রি হত । Photo- Representative
advertisement
3/6
ডাবের এই চড়া দাম শুনে ক্ষোভ প্রকাশ করে ক্রেতারা বলেন, গরমের কারণে ডাবের চাহিদা বেড়ে যাওয়ায় দোকানিরা দাম বাড়িয়ে দিয়েছেন। এক সপ্তাহ আগেও মাঝারি সাইজের একটি ডাব ৫০ টাকায় কেনা যেত। এখন দ্বিগুণ দামে বিক্রি করছে বিক্রেতারা। ক্ষুদিরাম পল্লীর বাসিন্দা Photo- Representative
advertisement
4/6
অনিন্দ্য বসাক বলেন, "গরমের মধ্যে পাড়ায় পাড়ায় এখন অনেকেই ডাবের দোকান দিয়েছে। সেখানে ডাব কিনতে গেলেই যা খুশি দাম নিচ্ছেন ।" পাইকারি বাজারের তুলনায় খুচরায় দ্বিগুণ দামে বিক্রি করা হচ্ছে প্রতিটি ডাব। আর তাতেই ক্ষুব্ধ সাধারণ মানুষ। Photo- Representative
advertisement
5/6
উল্লেখ্য, ডাবেr উপকারিতা সম্পর্কে আমার কেউই অজানা নই। যে কোন রোগেই ডাবের অবদান অপরিহার্য তা আমরা সকলেই জানি ।কথায় আছে "মরা মানুষের শরীরে নতুন করে প্রান এনে দেয় এই ডাব।’’ Photo- Representative
advertisement
6/6
তাই তো শীত,গ্রীষ্ম,বর্ষা, এই ডাবই ভরসা। শরীরকে ডিহাইড্রেশনের হাত থেকে বাঁচাতে সর্ব প্রথম মানুষ এই ডাবের উপরই ভরসা রাখেন। সেই কারনে গ্রীষ্মকালে শরীরকে সুস্থ রাখতে ডাবের দোকানে ভিড় জমান সাধারন মানুষ। আর সেই ফায়দা নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। উপায় না পেয়ে গরমে দ্বিগুণ দামে দিয়েই ডাব খাচ্ছেন মানুষেরা। Input- Anirban Roy
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Daber Daam: ডাব খাওয়ার গুণ অনেক, কিন্তু এই শহরে কিনতে গেলে পকেট ফাঁক হয়ে যাচ্ছে, দাম শুনে পড়ে যাবেন না যেন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল