Petrol Diesel Prices: ফের বাড়ল দাম! দেখে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
দেখে নিন বিভিন্ন শহরে পেট্রোল ও ডিজেলের দাম কতটা বদলাল ৷
advertisement
1/4

গ্লোবাল মার্কেটে ব্রেন্ট ক্রুডের দাম ২.০৪ ডলার কমে গিয়ে প্রতি ব্যারেলে ৮৭.৯৬ টাকা হয়েছে ৷ WTI ৭৯.৪৯ ডলার প্রতি ব্যারেল হিসেবে বিক্রি হচ্ছে ৷ প্রতিদিনের মতোই রবিবার সকালেই পেট্রোল ও ডিজেলের দাম জারি করে দিয়েছে সরকারি তেল সংস্থাগুলি ৷ দেশের চার মহানগরে দিল্লি, মুম্বই, চেন্নাই ও কলকাতায় অবশ্য তেলের দাম অপরিবর্তিত রাখা হয়েছে ৷ তবে বেশ কিছু রাজ্যে তেল দাম যেমন বেড়েছে তেমনই কমেছেও ৷
advertisement
2/4
বিহারে পেট্রোলের দাম ৩৩ পয়সা বেড়ে প্রতি লিটারে ১০৯.২৩ টাকা হয়েছে, ডিজেলের দাম ৩১ পয়সা বেড়ে ৯৫.৮৮ টাকা হয়েছে ৷ হরিয়ানায় পেট্রোলের দাম ১৯ পয়সা বেড়ে লিটার প্রতি ৯৭.৬৪ টাকা হয়েছে, ডিজেল ১৮ পয়সা বেড়ে ৯০.৪৭ টাকা হয়েছে ৷ এছাড়া উত্তরপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্র-সহ অন্যান্য রাজ্যে তেলের দাম সামান্য বাড়ানো হয়েছে ৷
advertisement
3/4
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম দিল্লি- পেট্রোল ৯৬.৭২ টাকা, ডিজেল ৮৯.৬২ টাকা মুম্বই- পেট্রোল ১০৬.৩১ টাকা, ডিজেল ৯৪.২৭ টাকা চেন্নাই- পেট্রোল ১০২.৬৩ টাকা, ডিজেল ৯৪.২৪ টাকা কলকাতা- পেট্রোল ১০৬.০৩ টাকা, ডিজেল ৯২.৭৬ টাকা
advertisement
4/4
অন্যান্য শহরে জ্বালানির দাম নয়ডা- পেট্রোল ৯৬.৬৫ টাকা, ডিজেল ৮৯.৮২ টাকা গাজিয়াবাদ- ৯৬.৫৮ টাকা, ডিজেল ৮৯.৭৫ টাকা লখনউ- পেট্রোল ৯৬.৪৪ টাকা, ডিজেল ৮৯.৬৪ টাকা পটনা- পেট্রোল ১০৭.২৪ টাকা, ডিজেল ৯৪.০৪ টাকা পোর্টব্লেয়ার- পেট্রোল ৮৪.১০ টাকা, ডিজেল ৭৯.৭৪ টাকা
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Petrol Diesel Prices: ফের বাড়ল দাম! দেখে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের লেটেস্ট দাম