Gold Price: আজই কিনে রাখুন সোনা না হলে আগামী দিনে পস্তাতে হবে!
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
কমোডিটি এক্সপার্টরা জানিয়েছেন, জুলাইয়ের পর সোনা আরও দামি হতে চলেছে ৷ ফলে এখন সোনায় ইনভেস্ট করলে পেয়ে যাবেন ভাল রিটার্ন ৷
advertisement
1/4

দেশের বাজারে ফের পতম দেখা গেল সোনার দামে ৷ এমসিএক্সে সোনার দাম (Gold price on MCX) প্রায় ০.২৫ শতাংশ কমে ৪৭৫১০ টাকা হয়ে গিয়েছে ৷ রুপোর দাম ০.২২ শতাংশ বেড়ে ৬৭৫২০ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছে ৷
advertisement
2/4
বিশেষজ্ঞরা জানিয়েছেন, এমসিএক্সে সোনার দাম ৪৬৮৫০ টাকা থেকে ৪৮৪০০ টাকার মধ্যে থাকবে ৷ মার্কিন ডলার মজবুত হওয়ায় সোমার দাম কিছুটা কমেছে ৷ আন্তর্জাতিক বাজারে সোনার দাম ১৮০৩.৩৩ ডলার প্রতি আউন্স হয়ে গিয়েছে ৷ গত ৫ দিনে সোনার দাম প্রায় ০.৪ শতাংশ কমেছে ৷
advertisement
3/4
কমোডিটি এক্সপার্টরা জানিয়েছেন, জুলাইয়ের পর সোনা আরও দামি হতে চলেছে ৷ ফলে এখন সোনায় ইনভেস্ট করলে পেয়ে যাবেন ভাল রিটার্ন ৷
advertisement
4/4
গত বছর সোনায় ২৮ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ ২০১৯ সালে সোনা প্রায় ২৫ শতাংশ রিটার্ন দিয়েছে ৷ লং টার্মের জন্য সোনায় ইনভেস্ট করা সবচেয়ে লাভজনক এবং সুরক্ষিত বলে মনে করা হচ্ছে ৷ কারণ সোনা বর্তমানে ভাল রিটার্ন দিচ্ছে ৷ বিশেষজ্ঞদের মতে আগামী দিনে সোনার দাম আরও বাড়তে চলেছে ৷