Gold price today: সুখবর! আজ ফের সস্তা হল সোনা, দেখে নিন ১০ গ্রামের দাম কত হল...
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার মজবুত হওয়ায় সোনার দাম কম হয়েছে ৷
advertisement
1/4

সোমবার ফের সোনা ও রুপোর দামে পতন দেখা গিয়েছে ৷ গ্লোবাল মার্কেট কমজোর হয়ে যাওয়ায় ভারতীয় বাজারে কমে গিয়েছে সোনার দাম ৷ এমসিএক্সে (MCX) সোনার দাম ০.০৮ শতাংশ কমে প্রতি ১০ গ্রামে ৪৮৯৫৩ টাকা হয়েছে ৷ রুপোর দাম ০.৩ শতাংশ কমে ৭১৩০৮ টাকা প্রতি কিলোগ্রাম হয়েছে ৷ ২০২০ অগাস্টে রেকর্ড স্তরে পৌঁছে গিয়েছিল সোনার দাম (৫৬০০০ প্রতি ১০ গ্রাম) ৷ তবে বর্তমানে রেকর্ড হাই থেকে অনেকটাই কম রয়েছে সোনার দাম ৷ হিসেব অনুযায়ী, অল টাইম হাই থেকে ৭০০০ টাকা সস্তা রয়েছে সোনার দাম ৷
advertisement
2/4
আন্তর্জাতিক বাজারে মার্কিন ডলার মজবুত হওয়ায় সোনার দাম কম হয়েছে ৷ সোনার দাম ০.২ শতাংশ কমে ১৮৮৬.৭৬ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ রুপোর দাম ০.৭ শতাংশ কমে ২৭.৫৮ ডলার প্রতি আউন্স হয়েছে ৷ প্ল্যাটিনামের দাম ০.২ শতাংশ বেড়ে ১১৬৪.৭২ ডলার প্রতি আউন্স হয়েছে ৷
advertisement
3/4
গুড রিটার্নস ওয়েবসাইট অনুযায়ী, দেশের রাজধানী-সহ সমস্ত মহানগরে ২৪ ক্যারেট সোনার দাম আলাদা আলাদা হয় ৷ দিল্লিতে ১০ গ্রাম সোনার দাম ৫১২৭০ টাকা ৷ চেন্নাইয়ে ৫০৩৭০ টাকা, মুম্বইয়ে ৪৯৩২০ টাকা এবং কলকাতায় ৫০৭২০ টাকা ৷
advertisement
4/4
কেন্দ্র সরকারের তরফে সোনার শুদ্ধতা যাচাই করার জন্য 'BIS Care app' লঞ্চ করা হয়েছে ৷ এই অ্যাপে সোনার শুদ্ধতা যাচাই করার পাশাপাশি সোনা সংক্রান্ত কোনও অভিযোগ থাকলে সেটাও জানাতে পারবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold price today: সুখবর! আজ ফের সস্তা হল সোনা, দেখে নিন ১০ গ্রামের দাম কত হল...