Gold Price Today : ফের দাম বাড়ল সোনা ও রুপোর, কেনার আগে দেখে নিন আজকের লেটেস্ট দাম....
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Gold Price Today : গ্লোবাল মার্কেটে এদিন সোনার দামে পতন দেখা গেলেও দাম বেড়েছে রুপোর ৷
advertisement
1/4

গ্লোবাল মার্কেটে চলতে থাকা ওঠা-নামার প্রভাব পড়তে শুরু করেছে সোনা ও রুপোর দামেও ৷ এদিন একবার ফের ৫১ হাজার টাকার আশপাশে রয়েছে সোনার দাম ৷ ৬১ হাজার টাকার কাছাকাছি পৌঁছল রুপোর দাম ৷
advertisement
2/4
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে (MCX) মঙ্গলবার সকালে ২৪ ক্যারেট সোনার দাম ৫৫ টাকা বেড়ে প্রতি ১০ গ্রামে ৫০,৭৯০ টাকা হয়েছে ৷ এদিন বাজার খোলার সময় সোনার দাম ছিল ৫০,৮২৭ টাকা ৷ এরপর চাহিদা কম থাকায় দাম কিছুটা কমে যায় ৷ তবে সোনা এখনও আগেরদিন বাজার বন্ধ হওয়ার সময় দাম থেকে ০.১১ শতাংশ বেড়েছে ৷
advertisement
3/4
সোনার পাশাপাশি ঊর্ধ্বমুখী রুপোর দামও ৷ এমসিএক্সে রুপোর দাম ২০৫ টাকা বেড়ে প্রতি কিলোতে ৬০,৯৪৯ টাকা হয়েছে ৷ বাজার খোলার সময় রুপোর দাম ছিল ৬০,৯৬২ টাকা ৷ এদিন চাহিদা বেশি থাকায় রুপোর দাম ৬১ হাজারের কাছাকাছি পৌঁছে গিয়েছে ৷
advertisement
4/4
বিশ্ব বাজারে সস্তা হল সোনা, দাম বাড়ল রুপোর গ্লোবাল মার্কেটে এদিন সোনার দামে পতন দেখা গেলেও দাম বেড়েছে রুপোর ৷ মার্কিন বাজারে সোনার দাম ০.০১ শতাংশ কমে প্রতি আউন্স ১৮৩৮.৯৯ ডলার হয়েছে ৷ রুপোর দাম ০.৩১ শতাংশ বেড়ে ২১.৬৭ ডলার প্রতি আউন্স হয়েছে ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price Today : ফের দাম বাড়ল সোনা ও রুপোর, কেনার আগে দেখে নিন আজকের লেটেস্ট দাম....