TRENDING:

Gold Price: এখানে অনেকটাই সস্তায় কিনতে পারবেন সোনা! কেনার আগে একবার কি ঢুঁ মারবেন ?

Last Updated:
দেশে খনি থেকে সোনা উত্তোলনের পরিমাণ নগণ্য। বেশির ভাগটাই আমদানি করা হয়।
advertisement
1/9
এখানে অনেকটাই সস্তায় কিনতে পারবেন সোনা! কেনার আগে একবার কি ঢুঁ মারবেন  ?
এক-একটা শহরে সোনার দাম এক-এক রকম হয়। কোথাও বেশি, তো আবার কোথাও বা কম। অর্থাৎ ভারতের সমস্ত শহরে সোনার দর এক নয়। দেশে খনি থেকে সোনা উত্তোলনের পরিমাণ নগণ্য। বেশির ভাগটাই আমদানি করা হয়।
advertisement
2/9
আইসিআইসিআই ব্যাঙ্ক, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, এইচডিএফসি ব্যাঙ্ক এবং ইয়েস ব্যাঙ্কের মতো ব্যাঙ্ক মূলত সোনা আমদানি করে। এছাড়া এমএমটিসি এবং এসটিসি-র মতো সংস্থাও আন্তর্জাতিক হারে সোনা আনে। ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দাম বাড়লে ভারতেও সোনার দাম বাড়ে।
advertisement
3/9
ভারতে বিভিন্ন কারণে সোনার দাম এক রাজ্য থেকে অন্য রাজ্যে আলাদা হয়। এর প্রধান কারণ হল স্থানীয় শুল্ক এবং কর। যার ফলে প্রতিটা শহরে ২২ ক্যারাট এবং ২৪ ক্যারাট সোনার দাম আলাদা।
advertisement
4/9
এখানেই শেষ নয়, সোনার দাম ঠিক করে সেই শহরের বুলিয়ান অ্যাসোসিয়েশন। ফলে দামও বিভিন্ন শহরে বিভিন্ন রকম হয়। দিনে দু’বার সোনার দাম পরিবর্তিত হয়। মূলত বিশ্ববাজারে সোনার দামের দিকে নজর রেখে স্থানীয় দাম ঠিক নির্ধারণ হয়।
advertisement
5/9
ভারতের কোন শহর বা রাজ্যে সোনা সবচেয়ে সস্তা? বর্তমানে সোনার মূল্য সবথেকে কম কেরলে। কেরলের পাশাপাশি কর্নাটকের মতো রাজ্যেও সোনার দর দিল্লি এবং মুম্বইয়ের মতো শহরের তুলনায় অনেকটাই কম। মোদ্দা কথা হল, উত্তর এবং পশ্চিম ভারতের রাজ্যগুলির তুলনায় দক্ষিণের রাজ্যগুলিতে সোনার মূল্য উল্লেখযোগ্য রকম কম।
advertisement
6/9
কিন্তু সোনার দর কেরলে কেন কম? কেরলে প্রতিদিন সোনার মূল্য নির্ধারণ করে অল কেরল গোল্ড অ্যান্ড সিলভার অ্যাসোসিয়েশন। এটা হল স্বর্ণ ব্যবসায়ীদের একটা সমিতি, যেটা সমস্ত দিক মাথায় রেখেই সোনার মূল্য প্রসঙ্গে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। কেরলে সোনার মূল্য নির্ধারণের ক্ষেত্রে সবথেকে বড় ভূমিকা থাকে আন্তর্জাতিক সোনার দরের।
advertisement
7/9
ফলে সারা বিশ্বে সোনার দর বাড়লে কেরলেও সেই দর বৃদ্ধি পাবে। গত কয়েক বছরে আবার ভারতীয় রুপির প্রেক্ষিতে মার্কিন ডলার ক্রমশই শক্তিশালী হয়েছে। যার জেরে পাল্লা দিয়ে বেড়েছে ওই রাজ্যের সোনার মূল্য। আবার হলুদ মূল্যবান ধাতুর প্রতি গভীর ভালবাসা রয়েছে কেরলের বাসিন্দাদের।
advertisement
8/9
একটি প্রথম সারির ব্যবসায়িক জার্নালের একটি পরিসংখ্যানে বলা হয়েছে যে, সারা ভারতের মধ্যে শুধুমাত্র কেরলেই ২০ শতাংশ সোনার ব্যবহার হয়। অর্থাৎ ওই রাজ্যে সোনার চাহিদা বেশি।
advertisement
9/9
ফলে বোঝাই যাচ্ছে যে, দক্ষিণ ভারতীয় রাজ্য কেরলে সোনার পাওয়া যাবে সবথেকে সস্তায়। ফলে এখান থেকে সোনা কিনলে স্বাভাবিক ভাবেই দাম অনেকটা কম পড়বে। বেশ কিছু টাকা বেঁচে যাবে। তবে হ্যাঁ, সোনা বা সোনার গয়না কেনার আগে জুয়েলার্সদের সঙ্গে পরামর্শ করে নেওয়া উচিত। গত এক বছরে সোনার দাম অনেক বেড়েছে। তাই সোনায় টাকা ঢালতে চাইলে কোথায় বিনিয়োগ লাভজনক হবে এবং কোথায় সস্তায় পাওয়া যাবে, খেয়াল রাখতে হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Gold Price: এখানে অনেকটাই সস্তায় কিনতে পারবেন সোনা! কেনার আগে একবার কি ঢুঁ মারবেন ?
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল