পেনশনভোগীদের জন্য সুখবর, বাড়িতে বসেই পেয়ে যাবেন স্টেট ব্যাঙ্কের এই পরিষেবাগুলি
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
Pension Seva: পেনশনের সঙ্গে যুক্ত একাধিক কাজ সহজেই করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ৷ স্টেট ব্যাঙ্কের তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷
advertisement
1/4

পেনশনভোগীদের জন্য একটি বিশেষ ওয়েবসাইট(Pension Seva) নিয়ে এল স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ৷ সিনিয়র সিটিজেনরা এবার https://www.pensionseva.sbi/ ওয়েবসাইটে গিয়ে সহজেই পেনশন সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন সহজেই ৷ এর জন্য সবার প্রথমে এই ওয়েবসাইটে গিয়ে নিজেদের রেজিস্ট্রেশন করাতে হবে ৷ এরপর এখানে লগইন করে নিজের দরকার মতো ব্যবহার করতে পারবেন ৷ পেনশনের সঙ্গে যুক্ত একাধিক কাজ সহজেই করতে পারবেন এই ওয়েবসাইটের মাধ্যমে ৷ স্টেট ব্যাঙ্কের তরফে ট্যুইট করে এই বিষয়ে জানানো হয়েছে ৷
advertisement
2/4
ট্যুইটে ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, এই ওয়েবসাইটের (Pension Seva)মাধ্যমে ব্যবহারকারীরা এরিয়ার ক্যালকুলেশন সিট ডাউনলোড করতে পারবেন৷ এর পাশাপাশি পেনশন স্লপি ও ফর্ম ১৬ও ডাউনলোড করতে পারবেন ৷ এছাড়া পেনশন প্রোফাইল, আপনার ইনভেস্টমেন্টের তথ্য, লাইফ সার্টিফিকেটের স্টেট্যাসও এর মাধ্যমে জানতে পারবেন ৷ ব্যাঙ্কে করা ট্রানজাকশনের তথ্য এই ওয়েবসাইট থেকে জানা যেতে পারে ৷
advertisement
3/4
এই ওয়েবসাইটে রেজিস্টার হওয়ার পর একাধিক সুবিধা পেয়ে যাবেন ব্যবহারকারীরা ৷ যখনই আপনার অ্যাকাউন্টে পেনশন আসবে তার মেসেজ আপনার ফোন নম্বরে চলে আসবে ৷ লাইফ সার্টিফিকেটের সুবিধার পাশাপাশি পেনশন স্লিপ মেলের মাধ্যমে পেয়ে যাবেন ৷ স্টেট ব্যাঙ্কের যে কোনও ব্রাঞ্চে আপনি আপনার লাইফ সার্টিফিকেট সাবমিট করতে পারবেন ৷
advertisement
4/4
ওয়েবসাইটে (Pension Seva)অপারেট করার জন্য সিনিয়র সিটিজেনদের যাতে কোনও সমস্যা না হয় তার জন্য স্টেট ব্যাঙ্কের তরফে একটি হেল্পলাইন জারি করা হয়েছে ৷ এই ওয়েবসাইটে অপারেট করার সময় কোনও সমস্যা হলে তার স্ক্রিনশট তুলে support.pensionseva@sbi.co.in ইমেল করে অভিযোগ জানাতে পারবেন ৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পেনশনভোগীদের জন্য সুখবর, বাড়িতে বসেই পেয়ে যাবেন স্টেট ব্যাঙ্কের এই পরিষেবাগুলি