Cheaper And Costlier List: সস্তা হল কোন কোন জিনিস...? দাম বাড়ল কীসের! নির্মলার বাজেটে বড় সুখবর মধ্যবিত্তের! দেখুন সম্পূর্ণ তালিকা
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
Cheaper And Costlier List: অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার লোকসভায় পেশ করলেন কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫। একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক কমেছে। যার ফলে সস্তা হতে চলেছে এই সমস্ত পণ্যের দাম। আবার একইসঙ্গে বাড়তে চলেছে কিছু জিনিসের দাম।
advertisement
1/11

অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার লোকসভায় পেশ করলেন কেন্দ্রীয় বাজেট ২০২৪-২৫। একাধিক বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। বেশ কিছু পণ্যের আমদানি শুল্ক কমেছে। যার ফলে সস্তা হতে চলেছে এই সমস্ত পণ্যের দাম। আবার একইসঙ্গে বাড়তে চলেছে কিছু জিনিসের দাম।
advertisement
2/11
অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ মঙ্গলবার তাঁর বাজেট বক্তৃতায় সরকারের বিভিন্ন পদক্ষেপের কথা ঘোষণা করেন যা সাধারণ নাগরিকদের নিত্যপ্রয়োজনীয় দৈনন্দিন ব্যবহারের জিনিসপত্রের দামে আরও বেশি সংরক্ষণ করতে সহায়তা করবে।
advertisement
3/11
সরকার আমদানি শুল্ক কমিয়ে নেওয়ায় দাম কমছে সোনা, রুপো, মোবাইল ফোন, লিথিয়াম ব্যাটারি, চামড়াজাত দ্রব্য। দাম কমছে সৌর বিদ্যুতেরও। আবার ক্যানসারের তিনটি জীবনদায়ী ওষুধের শুল্কেও ছাড় দিচ্ছে কেন্দ্র। চার শতাংশ শুল্ক কমায় দাম কমতে পারে তামার তৈরি যে কোনও দ্রব্যের। আবার অন্যদিকে, আয়করের নতুন কাঠামোয় স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা হল।
advertisement
4/11
সোনা, রুপো এবং প্লাটিনাম সস্তা হবে:স্বর্ণ ও রৌপ্যের ওপর শুল্ক কমিয়ে ৬ শতাংশ করা হয়েছে, যা আরও সস্তা হবে। প্ল্যাটিনামের উপর শুল্কও কমানো হয়েছে। এছাড়া প্লাটিনামের শুল্ক ৬ দশমিক ৪ শতাংশে নামিয়ে আনার কথাও জানান অর্থমন্ত্রী। সরকারের এই সিদ্ধান্ত কার্যকর হলে সোনা, রূপা ও প্লাটিনামের দাম কমবে।
advertisement
5/11
মোবাইল ফোন-চার্জার সস্তা হবে :অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ঘোষণা করেছেন মোবাইল ফোন এবং চার্জারগুলিতে মৌলিক কাস্টম শুল্ক ১৫ শতাংশ কমানো হয়েছে। যার ফলে কমতে চলেছে মোবাইল ফোনের দাম।
advertisement
6/11
সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি:অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ একইসঙ্গে সোলার প্যানেল এবং লিথিয়াম ব্যাটারি সস্তা হওয়ার কথা জানিয়েছেন। ফোন এবং গাড়ির ব্যাটারির দাম কমিয়ে দেওয়া হবে। ই-কমার্স সংস্থাগুলির জন্য TDS হার ১ শতাংশ থেকে কমিয়ে ০.১ শতাংশ করা হয়েছে। তা প্রায় শূন্যে নেমে এসেছে।
advertisement
7/11
ক্যানসারের ওষুধে বড় রিলিফ দিলেন অর্থমন্ত্রী:ক্যানসার চিকিৎসার তিনটি ওষুধে মৌলিক শুল্ক থেকে অব্যাহতির ঘোষণা করেন অর্থমন্ত্রী। এক্স-রে মেশিনে ব্যবহৃত এক্স-রে টিউব এবং ফ্ল্যাট প্যানেল ডিটেক্টরের মৌলিক কাস্টম শুল্কেরও পরিবর্তন হবে। ঘোষণা বাস্তবায়নের পর এগুলোর দামও কমবে।
advertisement
8/11
বাজেট ঘোষণার পর যেসব পণ্যের দাম বেড়ে যাবে:অ্যামোনিয়াম নাইট্রেটের ওপর শুল্ক ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কিছু নির্দিষ্ট টেলিকম সরঞ্জামের মৌলিক শুল্কও ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছে।
advertisement
9/11
একনজরে দেখে নেওয়া যাক বাজেটে কী হল সস্তা আর কোন কোন পণ্যের দাম বাড়তে চলেছে।বাজেটে কী সস্তা? এক্স-রে মেশিন ক্যানসারের ওষুধ মোবাইল ফোন মোবাইল চার্জার মোবাইল ফোনের যন্ত্রাংশ
advertisement
10/11
সৌর প্যানেলসৌর কোষ বৈদ্যুতিক যানবাহন চামড়ার জুতো, স্যান্ডেল এবং মানিব্যাগ স্বর্ণ ও রূপা প্লাটিনাম দিয়ে তৈরি পণ্য আমদানি করা গয়না সামুদ্রিক খাবার
advertisement
11/11
বাজেটে কীসের দাম বাড়ল?অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস্টিক পণ্য টেলিকম সরঞ্জাম (আরও বেশ কিছু পণ্যের দামের ক্ষেত্রে পরিবর্তন আসার সম্ভাবনা)
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Cheaper And Costlier List: সস্তা হল কোন কোন জিনিস...? দাম বাড়ল কীসের! নির্মলার বাজেটে বড় সুখবর মধ্যবিত্তের! দেখুন সম্পূর্ণ তালিকা