PAN-Aadhaar linking|| বড় খবর! ফের আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়াল কেন্দ্র, জেনে নিন শেষ দিন কবে...
- Published by:Shubhagata Dey
- news18 bangla
Last Updated:
PAN-Aadhaar Linking time extended: ফের একবার আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার। জানুন শেষ দিন কবে...
advertisement
1/6

*৩০ সেপ্টেম্বর ২০২১-এ আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্কের (PAN-Aadhaar linking deadline) শেষ তারিখ ধার্য করা হয়েছিল। কিন্তু তা আরও কয়েক মাস বাড়িয়ে দেওয়ার ঘোষণা করল কেন্দ্র। শুক্রবার আয়কর দফতরের পক্ষ থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সংগৃহীত ছবি।
advertisement
2/6
*জানা গিয়েছে, ২০২২ সালের ৩১ মার্চ পর্যন্ত আধার এবং প্যান কার্ড লিঙ্কের সময়সীমা বাড়িয়েছে (PAN-Aadhaar linking deadline extended) কেন্দ্রীয় সরকার। তবে এটাই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার এই সময়সীমা পিছিয়ে দেওয়া হয়েছে। এ বারে ছ'মাস বাড়ানর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। সংগৃহীত ছবি।
advertisement
3/6
*আধার-প্যান সংযোগের (PAN Card-Aadhaar Card link) সময়সীমা পেরিয়ে গেলে যদি প্যান-আধার লিঙ্ক করা না থাকে, সেক্ষেত্রে তার প্রভাব পড়বে ব্যাঙ্ক অ্যাকাউন্টে। টাকা লেনদেনে সমস্যা হতে পারে। সংগৃহীত ছবি।
advertisement
4/6
*উল্লেখ্য, প্রথমে ২০২০ সালের ৩১ মার্চ পর্যন্ত সময়সীমা স্থির করা হয়েছিল। তা না করালে ১,০০০ টাকা জরিমানা হবে বলেও জানানো হয়েছিল। কিন্তু, করোনা পরিস্থিতির কারণে অনেকেই সময় মতো সংযুক্তিকরণের কাজ করে উঠতে পারেননি। সেই কারণেই সময়সীমা আরও বর্ধিত (PAN-Aadhaar linking deadline extended) করা হয়। সংগৃহীত ছবি।
advertisement
5/6
*কিন্তু তাতেও সকলের পক্ষে সেই সংযুক্তিকরণ (PAN-Aadhaar link) সম্ভব হয়নি। ফলে তা ৩০ সেপ্টেম্বর পর্যন্ত সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয় কেন্দ্র। কিন্তু তাতেও কাজ শেষ না হওয়ায় ফের ২০২২ সালের মার্চ মাসের ৩১ তারিখ পর্যন্ত আধার কার্ড এবং প্যান কার্ড লিঙ্ক করার সময় বাড়ানর সিদ্ধান্ত নিল কেদ্রীয় সকার। সংগৃহীত ছবি।
advertisement
6/6
*অনলাইনে আধার ও প্যান কার্ড লিঙ্ক (PAN-Aadhaar link) করবেন কীভাবে? আয়কর দফতরের e-filing পোর্টাল-এ যান। সেখানে Quick Links-এর মধ্যে Link Aadhaar অপশন পাবেন। পরের পেজে আপনার আধার নম্বর ও প্যান নম্বর নির্দিষ্ট স্থানে টাইপ করতে হবে। দিতে হবে নাম। যে ক্যাপচা কোড আসবে সেটা ভরতে হবে। এ বারে Link Aadhaar অপশনে ক্লিক করুন। PAN-Aadhaar Linking-র কাজ সম্পূর্ণ হয়ে যাবে। সংগৃহীত ছবি।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
PAN-Aadhaar linking|| বড় খবর! ফের আধার-প্যান লিঙ্কের সময়সীমা বাড়াল কেন্দ্র, জেনে নিন শেষ দিন কবে...