TRENDING:

তেলে বিপুল কর, গত ৬ বছরে পেট্রোল-ডিজেল থেকে সরকার আয় বাড়িয়েছে ৩০০ শতাংশ

Last Updated:
প্রচুর পরিমাণে উৎপাদন শুল্ক চেপেছে জ্বালানির ঘাড়ে । আর এতেই গত ছয় বছরে মোদি সরকার জ্বালানি তেলে শুল্ক বাবদ আয় বাড়িয়েছে ৩০০%।
advertisement
1/5
তেলে বিপুল কর, গত ৬ বছরে পেট্রোল-ডিজেল থেকে সরকার আয় বাড়িয়েছে ৩০০ শতাংশ
• জ্বালানি তেল কিনতে নাভিশ্বাস উঠছে আমজনতার । বিপুল পরিমাণে দাম বেড়েছে পেট্রোল-ডিজেলের । তার পিছনে কারণ একটাই । প্রচুর পরিমাণে উৎপাদন শুল্ক চেপেছে জ্বালানির ঘাড়ে । আর এতে কিন্তু রাজকোষ ভরে উঠেছে কানায় কানায় ।
advertisement
2/5
• গত ছয় বছরে মোদি সরকার জ্বালানি তেলে শুল্ক বাবদ আয় বাড়িয়েছে ৩০০%। সোমবার লোকসভায় এক প্রশ্নের উত্তরে শুল্ক আদায় বৃদ্ধির বিস্তারিত তথ্য লিখিত ভাবে জানান অর্থ প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুর। সেখানেই স্পষ্টভাবে জানা গিয়েছে, ২০১৪-১৫ সাল থেকে কী হারে রাজস্ব ঢুকেছে রাজকোষে ।
advertisement
3/5
• ২০১৪-১৫ সালে পেট্রোলে (Petrol) শুল্ক থেকে আয় হয়েছিল ২৯, ২৭৯ কোটি টাকা। ডিজেলে এসেছিল ৪২, ৮৮১ কোটি। পেট্রল-ডিজেল থেকে ছ'বছর আগে কর আদায় যেখানে ছিল ৭২,১৬০ কোটি টাকা, সেখানে চলতি অর্থবর্ষের (২০২০-২১) প্রথম ১০ মাসে তা বেড়ে হয়েছে ২.৯৪ লক্ষ কোটি।
advertisement
4/5
• অনুরাগ ঠাকুর আরও জানিয়েছেন, ২০১৪-১৫ সালে মোট আয়ের ৫.৪% আসত জ্বালানি তেল থেকে । এখন মোট আয়ে ১২.২% আসে পেট্রোল, ডিজেল ও প্রাকৃতিক গ্যাসের শুল্ক থেকে ।
advertisement
5/5
• যেখানে সাধারণ মানুষের নাভিশ্বাস ওঠার জোগাড়, যেখানে দেশজুড়ে বারবার প্রতিবাদ হচ্ছে জ্বালানি তেলের দাম নিয়ে সেখানে সরকারের এই পরিসংখ্যান রীতিমতো অস্বস্তিজনক । বারংবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামন থেকে তেলমন্ত্রী ধর্মেন্দ্র প্রধান তেলের ক্রমবর্ধমান দাম বৃদ্ধির জন্য দুষেছেন বিশ্ব বাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধিকে । তবে কর কমানোর কোনও দাবিতেই আমল দেওয়া হয়নি ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
তেলে বিপুল কর, গত ৬ বছরে পেট্রোল-ডিজেল থেকে সরকার আয় বাড়িয়েছে ৩০০ শতাংশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল