TRENDING:

একটি ক্লিকেই যে ভাবে ঘরে বসে মোটা আয়! চটক নয়, সরকারি ভরসা...

Last Updated:
advertisement
1/6
একটি ক্লিকেই যে ভাবে ঘরে বসে মোটা আয়! চটক নয়, সরকারি ভরসা...
ঘরে বসে আয়ের নানা বিজ্ঞাপন প্রায়ই ইন্টারনেটে চোখে পড়ে৷ কিন্তু সেগুলির সত্যতা বা স্বচ্ছতা নিয়ে বিস্তর প্রশ্ন থেকেই যায়৷ তবে 'ঘরে বসেই আয়', এই লোভনীয় শব্দবন্ধটি সব সময় অস্বচ্ছ নয়৷ কেন্দ্রীয় সরকারের কিছু যোজনায় বিশেষ করে বাড়ির মহিলারা বাড়িতে বসে আরামেই মোটা অঙ্কের আয় করতে পারেন৷ এবং এই ব্যবসা অনলাইনেই সম্ভব৷ পাশে পাবেন কেন্দ্রকে৷
advertisement
2/6
কেন্দ্রীয় মহিলা ও শিশুকল্যাণ মন্ত্রক কিছু দিন আগে Mahila E-haat নামে একটি পরিষেবা শুরু করেছে৷ সোজা কথায় ইন্টারনেটে হাটবাজার৷ যে কোনও মহিলা এই পরিষেবায় অনলাইনে ব্যবসা শুরু করতে পারেন৷ কোনও টাকা দিতে হবে না সরকারকে৷ শুধু রেজিস্ট্রেশন করতে হবে৷
advertisement
3/6
কোনও মহিলা যদি E-haat পরিষেবায় ব্যবসা শুরু করতে চান, তা হলে http://mahilaehaat-rmk.gov.in/en/join-us/ লিঙ্কে ক্লিক করুন৷ একটি ফর্ম ভরতি করতে হবে৷ তবে এর জন্য আধার নম্বর মাস্ট৷ ফর্ম ফিল-আপের পর সাবমিট করলেই রেজিস্ট্রেশন হয়ে গেল৷
advertisement
4/6
রেজিস্ট্রেশনের পরে আপনি একটি ইউজার আইডি পাবেন৷ এই আইডি দিয়ে আপনি নিজের অ্যাকাউন্ট মেনটেইন করতে পারবেন৷ ব্যবসার জন্য যা আপনি বাড়িতে তৈরি করেছেন বা করছেন, সেই প্রডাক্টগুলির সুন্দর ছবি তুলে Mahila E-haat পোর্টালে আপলোড করে দিন৷ ছবির নীচে প্রডাক্টের বিস্তারিত বিবরণ ও দাম দিয়ে দিন৷
advertisement
5/6
অর্ডার কী ভাবে নেবেন? যদি কারও আপনার প্রডাক্ট পছন্দ হয়, তা হলে ওয়েবসাইটে আপনার দেওয়া ফোন নম্বরে সংশ্লিষ্ট ক্রেতা ফোন করতে পারবেন বা ই-মেল আইডি-তেও যোগাযোগ করতে পারেন৷ এই পোর্টালে অনলাইন পেমেন্টেরও সুবিধা আছে৷ সংশ্লিষ্ট ক্রেতার বাড়িতে প্রডাক্ট পাঠাতে ভারতীয় ডাকঘরের পরিষেবা পেতে পারেন৷ ভারতীয় ডাকঘরের সঙ্গে চুক্তি করতে http://mahilaehaat-rmk.gov.in/en/india-post-parcel/ mahilaehaat-rmk.gov.in/en/india-post-parcel/ লিঙ্কে ক্লিক করতে হবে৷
advertisement
6/6
এই পোর্টালে ১৮টি ক্যাটেগরির প্রডাক্ট বেচতে পারবেন৷ রয়েছে, বস্ত্র, ফাইল ফোল্ডার, ফ্যাশন ইত্যাদি ক্যাটেগরি রয়েছে৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
একটি ক্লিকেই যে ভাবে ঘরে বসে মোটা আয়! চটক নয়, সরকারি ভরসা...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল