Car Discount Offer: হু হু করে কমল গাড়ির দাম, এক ধাক্কায় ৫০ হাজার টাকাও ছাড় মিলছে
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Car Discount Offer: দেদার কম টাকায় (Car Discount Offer) বাড়িতে আনতে চান নতুন গাড়ি (New car), রইল এই অফার৷
advertisement
1/5

#কলকাতা: হুন্ডাই (Hyundai) ভারতের গাড়ি ক্রেতাদের জন্য দারুণ এক অফার নিয়ে এল৷ আই টোয়েন্টি ( i20) , গ্র্যান্ড আই টেন নিওস (Grand i10 Nios), অউরা (Aura), স্যান্ট্রো (Santro) গাড়িতে দেদার ছাড়৷ রয়েছে ক্যাশ ডিসকাউন্ট (cash discounts) , এক্সচেঞ্জ বোনাস (exchange bonuses), কর্পোরেট ডিসকাউন্টস (corporate discounts), জেনে নিন কোন মডেলে কি রকম ছাড়৷
advertisement
2/5
স্যান্ট্রো (Santro) গাড়িতে ৪০ হাজার টাকা অবধি ছাড় পাওয়া যাচ্ছে৷ তবে এই ছাড় পেট্রোলচালিত গাড়ির মডেলের ক্ষেত্রেই৷ সিএনজি গাড়িতে ছাড় নেই৷ Hyundai Santro ১.১ লিটার পেট্রোল মোটর দ্বার চালিত যার আউটপুট ৬৮ বিএইচপি, ৯৯ এনএম টোর্কি৷ এঞ্জিনে রয়েছে ফাইভ স্পিড ম্যানুয়াল আর এটিএম ইউনিট৷
advertisement
3/5
হুন্ডাইয়ের গ্র্যান্ড আই টেন নিওস (Grand i10 Nios), এবং অউরা (Aura ) এই মাসে বিশেষ ৫০ হাজার টাকার ছাড়ের অফার দিচ্ছে৷ পেট্রোল, ডিজেল দুই মডেলেই মিলবে ছাড় তবে সিএনজিতে ছাড় নেই৷
advertisement
4/5
এই অফার অবশ্য ২৮ ফেব্রুয়ারি অবধি জারি থাকবেষ আর ক্রেটা, অ্যালকাজার এলানন্ট্রা ,টাসকানস, ভ্যেনুতে কোনও ছাড় নেই৷
advertisement
5/5
এই বছরেই হুন্ডাই ভারতে নতুন দুটি মডেল টাসকন এবং ভ্যেনু৷ ভ্যেনু ফেস লিফটের সম্প্রতি টেস্ট ড্রাইভ হয়েছে ভারতের রাস্তায়৷
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Car Discount Offer: হু হু করে কমল গাড়ির দাম, এক ধাক্কায় ৫০ হাজার টাকাও ছাড় মিলছে