TRENDING:

দারুণ সুখবর! FD-র সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, দেখে নিন নতুন রেট

Last Updated:
গত কয়েকমাসে একাধিকবার সুদের হার কমানো হয়েছে ব্যাঙ্কেগুলির তরফে ৷
advertisement
1/4
দারুণ সুখবর! FD-র সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, দেখে নিন নতুন রেট
করোনা ভাইরাসের জেরে যে আর্থিক সঙ্কট দেখা দিয়েছে গোটা বিশ্বজুড়ে তাতে ব্যাঙ্কগুলিও সুদের হার কমিয়ে দিয়েছে ৷ গত কয়েকমাসে একাধিকবার সুদের হার কমানো হয়েছে ব্যাঙ্কের তরফে ৷ তবে সম্প্রতি গ্রাহকদের জন্য সুখবর নিয়ে হাজির কানাড়া ব্যাঙ্ক ৷ এফডি-তে সুদের হার বৃদ্ধির ঘোষণা করা হয়েছে কানাড়া ব্যাঙ্কের তরফে ৷
advertisement
2/4
ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে কমপক্ষে ২ বছরের ফিক্সড ডিপোজিটের উপরে সুদের হার ০.২ শতাংশ বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ কানাড়া ব্যাঙ্কের তরফে বৃহস্পতিবার একটি বয়ানে জানানো হয়েছে,‘এই বৃদ্ধির পর কমপক্ষে ২ বছর থেকে এবং ৩ বছরের কম ম্যাচিউরিটি পিরিয়ডের এফডি-তে সুদের হার ৫.৪ শতাংশ করা হয়েছে যা আগে ৫.২ শতাংশ ছিল ৷’
advertisement
3/4
এছাড়া ৩ থেকে ১০ বছরের ম্যাচিউরিটি পিরিয়ডের ফিক্সড ডিপোজিটে সুদের হার ৫.৩ শতাংশ থেকে বেড়ে ৫.৫ শতাংশ করা হয়েছে ৷ বয়ানে বলা হয়েছে নতুন দর নতুন দর ২৭ নভেম্বর থেকে লাগু করা হবে ৷ এর জেরে এবার থেকে ২ থেকে ১০ বছরের এফডি-তে কানাড়া ব্যাঙ্ক ফিক্সড ডিপোজিটে সবচেয়ে বেশি সুদ দিচ্ছে ৷
advertisement
4/4
অন্যদিকে, স্টেট ব্যাঙ্ক সবচেয়ে কম সময়ের জন্য এফডি-তে দিচ্ছে ২.৯ শতাংশ সুদ ৷ আর ১০ বছরের এফডি-তে দিচ্ছে ৫.৪ শতাংশ সুদ ৷ দেখে নিন স্টেট ব্যাঙ্কের এফডি-র সুদের হার - 7 days to 45 days - 2.9% 46 days to 179 days - 3.9% 180 days to 210 days - 4.4% 211 days to less than 1 year - 4.4% 1 year to less than 2 years - 4.9% 2 years to less than 3 years - 5.1% 3 years to less than 5 years - 5.3% 5 years and up to 10 years - 5.4%
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
দারুণ সুখবর! FD-র সুদের হার বাড়াল এই ব্যাঙ্ক, দেখে নিন নতুন রেট
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল