৩ বছর পর LIC-র টাকা কি তুলে নেওয়া যায়? জেনে রাখুন পদ্ধতিটা!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
Last Updated:
এমন অনেকেই রয়েছেন যাঁরা মেয়াদ শেষ হওয়ার আগেই এলআইসি প্ল্যান সারেন্ডার বা বন্ধ করতে চান। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
1/11

এলআইসি অর্থাৎ লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার বিভিন্ন ধরনের সঞ্চয় এবং বিনিয়োগের প্ল্যান রয়েছে। এই প্ল্যানগুলি বিভিন্ন মেয়াদের সঙ্গে উপলব্ধ, যাতে একজন বিমাকারী তাঁর প্রয়োজনীয়তা অনুযায়ী বিভিন্ন ধরনের কভারেজ নির্বাচন করতে পারেন।
advertisement
2/11
এমন অনেকেই রয়েছেন যাঁরা মেয়াদ শেষ হওয়ার আগেই এলআইসি প্ল্যান সারেন্ডার বা বন্ধ করতে চান। এক নজরে দেখে নেওয়া যাক সেই উপায়।
advertisement
3/11
পলিসি সারেন্ডার করার উপায় - অনেকেই বিভিন্ন শর্ত এবং প্রাপ্ত পলিসির ফিচার ও সুবিধাগুলির সঙ্গে সন্তুষ্ট না হলে পলিসি সারেন্ডার করার কথা ভাবেন একজন পলিসিধারী প্রায় ৩ বছর ধরে প্রিমিয়াম পরিশোধ করার পরে তাঁর এলআইসি পলিসি সারেন্ডার করতে পারেন।
advertisement
4/11
এই সময় এলআইসি পলিসিধারককে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ প্রদান করে। এই নির্দিষ্ট পরিমাণ অর্থ হল সারেন্ডার ভ্যালু। যদিও এই সারেন্ডার ভ্যালু প্রদত্ত প্রিমিয়ামের তুলনায় যথেষ্ট কম হয়।
advertisement
5/11
অর্থাৎ তিন বছরের পরে এলআইসি পলিসি সারেন্ডার করা যেতে পারে। আবার ন্যূনতম সময়কাল নির্ধারিত হয় এমন বিভিন্ন পলিসিও রয়েছে, যেমন -
advertisement
6/11
সিঙ্গল প্রিমিয়াম পলিসি - সিঙ্গল প্রিমিয়াম পলিসির অধীনে, পলিসি দ্বিতীয় বছরে সারেন্ডার করা যেতে পারে। পলিসিটি প্রথম বছরে সারেন্ডার করা যাবে না।
advertisement
7/11
লিমিটেড অ্যান্ড রেগুলার প্রিমিয়াম পলিসি - এতে প্রধানত পলিসির মেয়াদ বিবেচনা করা হয়। পলিসির মেয়াদ ১০ বছর বা তার কম হলে, সময়কাল ২ বছর।
advertisement
8/11
পলিসির তৃতীয় বছর থেকে অনলাইনে সারেন্ডার করা যাবে। ১০ বছর বা তার বেশি সময়ের জন্য দীর্ঘ মেয়াদের ক্ষেত্রে সর্বনিম্ন সময়কাল ৩ বছর। LIC পলিসি সারেন্ডার করার জন্য নিচের পদক্ষেপগুলি অনুসরণ করতে হবে -
advertisement
9/11
- প্রথমেই নিকটতম এলআইসি শাখায় যেতে হবে এবং একটি সারেন্ডার ডিসচার্জ ফর্ম নিতে হবে৷ - প্রয়োজনীয় কাগজপত্র সহ সেই ফর্ম ফিলআপ করে জমা দিতে হবে। - ফর্ম এবং নথি জমা দেওয়ার পরে এলআইসি পলিসি সারেন্ডার প্রক্রিয়া শুরু করবে।
advertisement
10/11
- অনুরোধটি অনুমোদিত হলে সারেন্ডার মূল্য পলিসিধারীকে প্রদান করা হবে। পলিসি সারেন্ডার করার জন্য প্রয়োজনীয় নথি - - ফর্ম ৫০৭৪ – সারেন্ডার ডিসচার্জ ভাউচার
advertisement
11/11
- পলিসি বন্ডের মূল কপি - পলিসিধারীর ব্যাঙ্কের বাতিল চেক - পলিসিধারীর আধার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স।