বিদেশেও এবার ব্যবহার করা যাবে UPI ?
- Written by:Trending Desk
- trending desk
- Published by:Dolon Chattopadhyay
Last Updated:
এতে UPI পেমেন্ট করার পরিসর বৃদ্ধি পাবে। বিশেষত যাঁরা ভারত থেকে বিদেশ ভ্রমণে যাচ্ছেন তাঁদের জন্য। তাঁরা সেখানেও এই পদ্ধতিতে অর্থ লেনদেন করতে পারবেন।
advertisement
1/9

এবার ভারতের বাইরেও ব্যবহার করা যাবে UPI! সেই লক্ষ্যেই মৌ স্বাক্ষর করছে Google India Digital Services Private Limited এবং NPCI Internationa Payment Limited বা NIPL। জানা গিয়েছে এই চুক্তির মাধ্যমে তিনটি বিষয় জোরদার হবে—
advertisement
2/9
এতে UPI পেমেন্ট করার পরিসর বৃদ্ধি পাবে। বিশেষত যাঁরা ভারত থেকে বিদেশ ভ্রমণে যাচ্ছেন তাঁদের জন্য। তাঁরা সেখানেও এই পদ্ধতিতে অর্থ লেনদেন করতে পারবেন।
advertisement
3/9
দ্বিতীয়ত, অন্য দেশেও UPI ডিজিটাল পেমেন্ট সিস্টেম তৈরিতে সহায়তা করাও এর লক্ষ্য।
advertisement
4/9
তৃতীয়ত, দু’টি দেশের মধ্যে অর্থ লেনদেন করার ক্ষেত্রেও সুবিধা তৈরি করবে এই প্রক্রিয়া। আন্তঃসীমান্ত অর্থ বিনিময় সহজ হবে এর ফলে।
advertisement
5/9
মোট কথা, এই প্রক্রিয়ার মাধ্যমে UPI-কে সারা বিশ্বে মান্যতা দেওয়া অনেক সহজ হতে চলেছে। বিদেশি ব্যবসায়ীরা এখন ভারতীয় ক্রেতাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবেন কারণ, তাঁদের আর বৈদেশিক মুদ্রার উপর নির্ভর করতে হবে না। ডিজিটাল লেনদেনের জন্য প্রয়োজন হবে না ক্রেডিট বা ফোরেক্স কার্ডের। বরং Google Pay-র মতো UPI ভিত্তিক অ্যাপ যা ভারতে কাজ করে তার সাহায্যেই লেনদেন করা যাবে।
advertisement
6/9
বিশেষজ্ঞরা মনে করছেন, এই পদ্ধতি কার্যকর হলে ডিজিটাল লেনদেনের বিশ্ব মানচিত্রে ভারতের অবস্থান আরও শক্তিশালী হবে। তাছাড়া, প্রথাগত মানি-ট্রান্সফার চ্যানেসলগুলির পাশাপাশি এই পদ্ধতি কার্যকর হবে আন্তঃসীমান্ত অর্থ লেনদেনের ক্ষেত্রেও।
advertisement
7/9
এবিষয়ে Google Pay India-র ডিরেক্টর দীক্ষা কৌশল বলেন, ‘বিশ্ব বাজারে UPI-কে ছড়িয়ে দেওয়ার কাজে NIPL-কে সাহায্য করতে পেরে আমরা খুশি। নিয়ন্ত্রকের অধীনে থেকেই এই জোট অর্থ লেনদেনের পদ্ধতিকে আরও সহজ, নিরাপদ ও সুবিধাজনক করে তুলতে বদ্ধপরিকর।’
advertisement
8/9
অন্যদিকে NPCI International Payments Limited (NIPL)-এর সিইও ঋতেশ শুক্লা বলেন, ‘Google Pay-র সঙ্গে অংশীদারিত্বে কাজ করতে পেরে আমরাও খুশি। এই কৌশলগত অংশীদারিত্ব বিশ্ববাজারে UPI-কে তুলে ধরবে পাশাপাশি বৈদেশিক লেনদেন আরও সহজ করবে। বিশেষত ভারতীয় পর্যটকদের কাছে। শুধু তাই নয় ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে কাজের জ্ঞানও বৃদ্ধি পাবে।’
advertisement
9/9
এর ফলে সারা বিশ্বের ব্যবসায়ী এবং ক্রেতার সম্পর্ক আরও সহজ হবে।