৩০ জুনের পরে কি Pan-Aadhaar লিঙ্ক করানো যাবে? না গেলে কী কী সমস্যায় পড়বেন দেখুন এখনই!
- Published by:Dolon Chattopadhyay
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
৩০ জুনের পরে কি আর প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো যাবে না?
advertisement
1/7

সেন্ট্রাল বোর্ড অফ ডায়রেক্ট ট্যাক্সেস, সংক্ষেপে সিবিডিটি সাফ জানিয়ে দিয়েছে যে ৩০ জুন, ২০২৩ তারিখের পরে আর সময় দেওয়া হবে না, এর মধ্যে প্যান আর আধার কার্ড লিঙ্ক না করালে প্যান কার্ড নিষ্ক্রিয় করে দেওয়া হবে। তার ফলে যে সমস্যাগুলি হতে পারে, তা নিম্নোক্ত:
advertisement
2/7
নিষ্ক্রিয় প্যান কার্ড দিয়ে আইটিআর ফাইল করতে পারবেন না করদাতারা। বাকি থাকা রিটার্নস কার্যকরী হবে না এবং বাকি থাকা রিফান্ডও মিলবে না। উচ্চ হারে টিসিএস/টিডিএস প্রযোজ্য হবে। ফর্ম 26AS-এ টিসিএস/টিডিএস ক্রেডিট আসবে না এবং টিসিএস/টিডিএস সার্টিফিকেটও মিলবে না।
advertisement
3/7
টিডিএস না থাকার ফলে করদাতারা 15G/15H ডিক্লারেশন জমা করতে পারবেন না। প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে গেলে নিম্নোক্ত ট্র্যানজ্যাকশনে সমস্যা দেখা দেবে: ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন না গ্রাহকেরা। ডেবিট/ক্রেডিট কার্ড মিলবে না। ৫০০০০ টাকার উর্ধ্বে মিউচুয়াল ফান্ড ইউনিট কেনা সম্ভব হবে না।
advertisement
4/7
এক দিনে ৫০০০০ টাকার উর্ধ্বে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে নগদ জমা করতে পারবেন না গ্রাহকেরা। এক দিনে ৫০০০০ টাকার উর্ধ্বে ক্য়াশে ব্যাঙ্ক ড্রাফট অথবা পে-অর্ডার কেনা যাবে না।
advertisement
5/7
ব্যাঙ্ক, নিধি, নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল কর্পোরেশন (এনবিএফসি) ইত্যাদিতে টাইম ডিপোজিট যদি ৫০০০০ হাজার টাকার বেশি হয় অথবা একটি আর্থিক বছরে মোট জমার পরিমাণ ২৫০০০০ টাকার বেশি হয়, তা-হলে সেটা করা যাবে না।
advertisement
6/7
আরবিআই দ্বারা সংজ্ঞায়িত ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে একটি পেমেন্ট অথবা তার বেশি প্রিপেড পেমেন্ট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে একটি আর্থিক বর্ষে পে অর্ডার অথবা ব্যাঙ্কারের চেকের সমষ্টি ৫০০০০ টাকার উর্ধ্বে হওয়া যাবে না। পণ্য এবং পরিষেবা ক্রয়-বিক্রয়কারী কোনও ব্যক্তি ২ লক্ষ টাকার উর্ধ্বে লেনদেন করতে পারবেন না।
advertisement
7/7
এই পর্যন্ত এক রকম বোঝা গেল সমস্যার কথা। কিন্তু ৩০ জুনের পরে কি আর প্যানের সঙ্গে আধার লিঙ্ক করানো যাবে না? সিবিডিটি যখন নিষ্ক্রিয় করে দেওয়ার কথা বলছে, তখন হয়তো নতুন করে প্যান বানাতে হবে। এই বিষয়ে এখনও পর্যন্ত স্পষ্ট করে কিছু জানানো হয়নি। সরকারি বিজ্ঞপ্তি এলেই একমাত্র সব দ্বন্দ্ব দূর হবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
৩০ জুনের পরে কি Pan-Aadhaar লিঙ্ক করানো যাবে? না গেলে কী কী সমস্যায় পড়বেন দেখুন এখনই!