TRENDING:

পলিসি চলাকালীন প্রিমিয়ামের টাকা বাড়ানো বা কমানো যায়? LIC-র নিয়ম জেনে নিন

Last Updated:
পলিসির মেয়াদে কি প্রিমিয়ামের পরিমাণ কমানো যায়?
advertisement
1/7
পলিসি চলাকালীন প্রিমিয়ামের টাকা বাড়ানো বা কমানো যায়? LIC-র নিয়ম জেনে নিন
দেশের সবচেয়ে বিশ্বস্ত বিমা সংস্থা হল এলআইসি। সঞ্চয় এবং বিমা, দুটোরই সুবিধা পাওয়া যায়। সব বয়সের জন্য হাজার রকমের পলিসি রয়েছে। গ্রাহক তাঁর সুবিধা এবং আর্থিক লক্ষ্য অনুযায়ী পলিসি বেছে নিতে পারেন।
advertisement
2/7
প্রতিটা পলিসির নির্দিষ্ট মেয়াদ রয়েছে। প্রিমিয়ামের পরিমাণ এবং জমা দেওয়ার সময়ও আলাদা। পলিসির শুরুতেই প্রিমিয়াম ঠিক হয়ে যায়। পলিসি চলাকালীন যদি কারও মনে হয়, প্রত্যেক মাসে এত প্রিমিয়াম দেওয়া তাঁর পক্ষে সম্ভব নয়, তাহলে কী হবে? পলিসির মেয়াদে কি প্রিমিয়ামের পরিমাণ কমানো যায়?
advertisement
3/7
পলিসি শুরুর এক বছরের মধ্যে প্রিমিয়ামের পরিমাণে কোনও পরিবর্তন করা যায় না। তারপর কিছু পরিবর্তন করা যায়, তবে সেটাও শর্ত সাপেক্ষে। আর যদি একটা সময়ের পর প্রিমিয়াম দেওয়া বন্ধ করে দেওয়া হয়, তাহলে কী হবে? ধরা যাক পলিসির মেয়াদ ১২ বছর।
advertisement
4/7
গ্রাহক পাঁচ বছর প্রিমিয়াম দেওয়ার পর বন্ধ করে দিয়েছেন। এক্ষেত্রে পলিসি পেড আপ সাম অ্যাসিওর্ডে বদলে যাবে। এখনও পর্যন্ত প্রদত্ত প্রিমিয়ামের পরিমাণ এবং পলিসির নগদ মূল্যের সমানুপাতিক হারে কভারেজ দেওয়া হবে।
advertisement
5/7
তবে হ্যাঁ, গ্রাহক প্রিমিয়াম পেমেন্টের ফ্রিকোয়েন্সি পরিবর্তন করতে পারেন। অর্থাৎ যদি কারও মনে হয়, প্রত্যেক মাসের বদলে তিনি তিন মাস অন্তর প্রিমিয়াম দেবেন, সেটা সম্ভব। এর জন্য এজেন্টকে বলতে হবে। সাধারণত এক বছরের আগে এই ধরনের পরিবর্তন করার সুযোগ থাকে না।
advertisement
6/7
প্রিমিয়াম মোডও বদল করা যায়। সাধারণ দু’ধরনের প্রিমিয়াম মোড হয়। এসএসএস মোড (স্যালারি সেভিংস স্কিম) – সাপ্তাহিক, পাক্ষিক, দ্বি-মাসিক বা মাসিক প্রিমিয়াম বেতন থেকে সরাসরি কেটে নেওয়া হয়। সাধারণ মোড - মাসিক, ত্রৈমাসিক, অর্ধ-বার্ষিক বা বার্ষিক প্রিমিয়াম সরাসরি এলআইসির ক্যাশ কাউন্টারে নগদে জমা বা ব্যাঙ্ক মারফত পাঠানো হয়।
advertisement
7/7
কখনও গ্রাহক নির্দিষ্ট সময়ে প্রিমিয়াম জমা দিতে পারেন না। এর জন্য এক মাসের গ্রেস পিরিয়ড থাকে। বার্ষিক, অর্ধ-বার্ষিক বা ত্রৈমাসিক এবং মাসিক পেমেন্টের জন্য ১৫ দিন। এই সময়ের মধ্যে কোনও সুদ ছাড়াই প্রিমিয়াম জমা দেওয়া যায়। আর পলিসি হোল্ডারের মৃত্যু হলে তাঁকে বিমার পুরো টাকাও দেওয়া হয়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
পলিসি চলাকালীন প্রিমিয়ামের টাকা বাড়ানো বা কমানো যায়? LIC-র নিয়ম জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল