TRENDING:

ভুল LIC পলিসি কিনেছেন? এখন কি অন্য পলিসিতে ট্রান্সফার করা যাবে? বিশেষজ্ঞরা যা বললেন...

Last Updated:
কিছুদিন পর মনে হল, এই পলিসি তাঁর জন্য নয়। এখন তিনি সেই পলিসি বন্ধ না করে সেটাকে অন্য কোনও পলিসিতে স্থানান্তর করতে পারবেন?
advertisement
1/7
ভুল LIC পলিসি কিনেছেন? এখন কি অন্য পলিসিতে ট্রান্সফার করা যাবে?
জীবন বিমা মানে এলআইসি। সবচেয়ে বিশ্বস্ত প্রতিষ্ঠান। আমজনতার ভরসার জায়গা। এলআইসি-র একাধিক পলিসি রয়েছে। বিভিন্ন গ্রাহকের বিভিন্ন চাহিদার কথা মাথায় রেখেই এইসব পলিসি ডিজাইন করেছে এলআইসি। কোনও পলিসিতে শুধুই জীবন বিমা। আবার কোনওটায় বিমার সঙ্গে মেলে সঞ্চয় সুবিধাও।
advertisement
2/7
জীবন বিমা পলিসিতে পলিসি হোল্ডার এবং বিমা সংস্থার মধ্যে চুক্তি হয়। পলিসি হোল্ডারের দুর্ভাগ্যজনক মৃত্যু বা নির্দিষ্ট মেয়াদের পরে বিমা সংস্থা মোটা টাকা দেয়। টাকার অঙ্ক পলিসি শুরুর সময়ই ঠিক হয়ে যায়। একই সময় পলিসি হোল্ডার নমিনিও বেছে নিতে পারেন। পলিসি হোল্ডারের মৃত্যুতে বিমার টাকা নমিনিকে দেওয়া হয়।
advertisement
3/7
সম্পদ তৈরি এবং পরিবারের আর্থিক ভবিষ্যৎ সুরক্ষিত করতে চাইলে জীবন বিমার কোনও বিকল্প নেই। জীবন বিমার ক্ষেত্রে সেরা পলিসি নির্বাচন করাটাই আসল। অনেকে জানতে চান, একটা এলআইসি পলিসি কি অন্য কোনও এলআইসি পলিসিতে স্থানান্তর করা যায়? ধরা যাক, কেউ একটা এলআইসি পলিসি কিনেছেন।
advertisement
4/7
কিছুদিন পর তাঁর মনে হল, এই পলিসি তাঁর জন্য নয়। এখন তিনি সেই পলিসি বন্ধ না করে সেটাকে অন্য কোনও পলিসিতে স্থানান্তর করতে পারবেন?
advertisement
5/7
এক কথায় এর উত্তর হল, না। পলিসি বন্ধ বা স্থানান্তর করতে চাইলে, আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, যদি পলিসি ৩ বছরের পুরনো হয় তাহলে সারেন্ডার করে দেওয়াই উচিত। একমাত্র যদি কোনও গ্রাহক এক মাস আগে পলিসি কেনেন তাহলে সেটা অন্য পলিসিতে প্রতিস্থাপন করা যেতে পারে। কিন্তু এক মাসের বেশি পুরনো হলে স্থানান্তরের কোনও উপায় নেই।
advertisement
6/7
আসলে একটা এলআইসি পলিসি আরেকটা এলআইসি পলিসিতে স্থানান্তর করার বেশ কিছু অসুবিধা রয়েছে। কারণ প্রতিটি পলিসির নির্দিষ্ট চুক্তি থাকে। প্রিমিয়াম রেটও আলাদা। প্রতিটা স্কিমের নির্দিষ্ট বৈশিষ্ট রয়েছে। সেই অনুযায়ী পলিসি কাজ করে।
advertisement
7/7
তাছাড়া, পলিসিতে রিজার্ভের গণনাও একটা জটিল প্রক্রিয়া। এটা অ্যাকচুয়ারিজ দিয়ে ডিজাইন করা হয়। কোনও পলিসি প্ল্যানের সঞ্চিত রিজার্ভ অন্য পলিসি প্ল্যানে স্থানান্তর করা যায়, তবে কাজটা অত্যন্ত জটিল এবং সময়সাপেক্ষ। তাই বেশিরভাগ ক্ষেত্রে বিমা কোম্পানি এড়িয়ে যায়। তবে এই ব্যাপারে এলআইসি এজেন্টের সঙ্গে কথা বলে নেওয়া উচিত।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
ভুল LIC পলিসি কিনেছেন? এখন কি অন্য পলিসিতে ট্রান্সফার করা যাবে? বিশেষজ্ঞরা যা বললেন...
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল