TRENDING:

২৫০ টাকা করে জমালে মিলবে ৫২ লক্ষ টাকার সুবিধা; LIC-র এই পলিসি সম্পর্কে জেনে নিন

Last Updated:
ম্যাচিউরিটি বা মেয়াদপূর্তির পরে ৫৪ লক্ষ টাকার বড়সড় পরিমাণ অর্থ পেয়ে যেতে পারেন।
advertisement
1/12
২৫০ টাকা করে জমালে মিলবে ৫২ লক্ষ টাকার সুবিধা; LIC-র এই পলিসি সম্পর্কে জেনে নিন
দেশে জীবন বিমা পলিসির জন্য সর্বাধিক জনপ্রিয় হল এলআইসি-র প্ল্যান। আর ভারতীয় জীবন বিমা নিগম বা লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনও গ্রাহকদের চাহিদার কথা মাথায় রেখেই নানা ধরনের পরিকল্পনার সুবিধা প্রদান করে থাকে। তবে আজকাল চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছে এলআইসি-র জীবন লাভ পলিসি।
advertisement
2/12
এর বিশেষ বিষয় হল, এই প্ল্যানে বিমা এবং সঞ্চয় উভয়ের সুবিধাই লাভ করা সম্ভব। মূলত এটি একটি এনডাউমেন্ট প্ল্যান। যেখানে একটি নির্দিষ্ট সময়ের পরে বোনাস-সহ একরাশি অর্থ পাওয়া যায়।
advertisement
3/12
এর পাশাপাশি গ্রাহকরা নানা ধরনের লক্ষ্যমাত্রা নিয়ে এলআইসি-র জীবন লাভ প্ল্যান ৯৩৬-এ বিনিয়োগ করতে পারেন। আজকাল এই পলিসি নিয়ে চর্চা চলছে, কারণ এর মাধ্যমে গ্রাহরা প্রতি মাসে ৭৫৭২ টাকা সাশ্রয় করে ম্যাচিউরিটি বা মেয়াদপূর্তির পরে ৫৪ লক্ষ টাকার বড়সড় পরিমাণ অর্থ পেয়ে যেতে পারেন। তাহলে আজ এই স্কিমের বিষয়ে আলোচনা করে নেওয়া যাক।
advertisement
4/12
জীবন লাভ পলিসি প্ল্যানের বিভিন্ন বৈশিষ্ট্য: এলআইসি-র জীবন লাভ প্ল্যানের ক্ষেত্রে বিনিয়োগকারীরা নিজেদের পছন্দ অনুযায়ী প্রিমিয়ামের পরিমাণ এবং মেয়াদ বেছে নেওয়ার বিকল্প পেয়ে থাকেন।
advertisement
5/12
এই প্ল্যানের পলিসিহোল্ডার যদি মেয়াদপূর্তি হওয়া পর্যন্ত জীবিত থাকেন, তবে তিনি বিমা এবং বোনাস-সহ অন্যান্য সুবিধাযুক্ত বড় পরিমাণ অর্থ হাতে পেয়ে যেতে পারেন। তবে বিমাহোল্ডারের যদি মৃত্যু হয়, তাহলে নমিনিই সেই বিমাকৃত রাশি এবং বোনাস পেয়ে যাবেন।
advertisement
6/12
কীভাবে দৈনিক ২৫০ টাকা থেকে ৫২ লক্ষ টাকা পাওয়া সম্ভব?
advertisement
7/12
কীভাবে দৈনিক ২৫০ টাকা থেকে ৫২ লক্ষ টাকা পাওয়া সম্ভব?
advertisement
8/12
এলআইসি-র জীবন লাভ পলিসি কেনার জন্য সর্বনিম্ন বয়স হল ১৮ বছর। আর সর্বোচ্চ বয়স হল ৫৯ বছর। ধরা যাক ২৫ বছর বয়সে একজন বিনিয়োগকারী যদি ২৫ বছরের মেয়াদের জন্য একটি জীবন লাভ পলিসি নেন, তাহলে তাঁকে প্রতি মাসে ৭৪০০ টাকা বা প্রতিদিন ২৪৬ টাকা বিনিয়োগ করতে হবে।
advertisement
9/12
সেই অনুযায়ী এই পরিমাণটা দাঁড়াবে বার্ষিক ৮৬৯৫৪ টাকায়। ফলে মেয়াদপূর্তিতে ওই বিনিয়োগকারী পেয়ে যাবেন প্রায় ৫২,৫০,০০০ টাকা। এতে বিমাকৃত রাশি, রিভার্সিনারি বোনাস এবং ফাইনাল অ্যাডিশনাল বোনাসের সুবিধাও পাওয়া যাবে। বোনাসের হার পরিবর্তিত হতে থাকে, তাই মেয়াদপূর্তিতে অর্থের পরিমাণও পরিবর্তিত হয়।
advertisement
10/12
শিশুদের জন্য কি কেনা যাবে এই পলিসি?
advertisement
11/12
এই স্কিমের আরও বিশেষ একটি বিষয় হল, শিশু থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত এর সুবিধা পাওয়া যায়। ৮ বছর থেকে ৫৯ বছর বয়সীদের মধ্যে যে কোনও নাগরিক জীবন লাভ পলিসিতে বিনিয়োগ করতে পারেন।
advertisement
12/12
বিমাহোল্ডাররা পলিসির মেয়াদ অনুযায়ী ১০, ১৩ এবং ১৬ বছরের জন্য অর্থ জমা রাখতে পারেন। যেখানে ১৬ থেকে ২৫ বছরের মধ্যে মেয়াদপূর্তিতে অর্থ দেওয়া হয়। ৫৯ বছরের একজন ব্যক্তি ১৬ বছরের জন্য একটি বিমা পলিসি বেছে নিতে পারেন। যাতে তাঁর বয়স কখনওই ৭৫ বছর পেরিয়ে না যায়।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
২৫০ টাকা করে জমালে মিলবে ৫২ লক্ষ টাকার সুবিধা; LIC-র এই পলিসি সম্পর্কে জেনে নিন
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল