TRENDING:

Stock Investment: এই ৫ স্টকে বিনিয়োগ করলেই টাকা আসবে ঝড়ের গতিতে! হদিশ দিলেন বিশেষজ্ঞরা!

Last Updated:
Stock Investment: প্রথমত, দীর্ঘমেয়াদি লক্ষ্যে বিনিয়োগ করা এবং দ্বিতীয়ত, কিছু গুরুত্বপূর্ণ স্টক পোর্টফোলিওতে যোগ করতে হবে’।
advertisement
1/6
এই ৫ স্টকে বিনিয়োগ করলেই টাকা আসবে ঝড়ের গতিতে! হদিশ দিলেন বিশেষজ্ঞরা!
১ ফেব্রুয়ারি বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ (Nirmala Sitharaman)। তারপর কেটে গিয়েছে দু'সপ্তাহ। বিশেষজ্ঞরা বলছেন, ৫ রাজ্যে ভোট থাকলেও এবার জনমোহিনী বাজেটের পথে হাঁটেননি নির্মলা। বরং অর্থনীতিতে স্থিতিশীলতা আনার উপর জোর দিয়েছেন। তার প্রভাব পড়েছিল শেয়ার বাজারে। তবে বাজেটের পর শেয়ার বাজারে উত্থান যেমন হয়েছে, তেমন অস্বাভাবিক পতনও দেখেছে দেশ। এই প্রসঙ্গে অ্যাঞ্জেল ওয়ান লিমিটেডের ইক্যুইটি স্ট্র্যাটেজিস্ট জ্যোতি রাই বলেন, ‘বাজেটের পর গত কয়েকদিনে বাজারে অনেক ওঠানামা হয়েছে। এই পরিস্থিতি এড়াতে বিনিয়োগকারীদের পোর্টফোলিওতে আরও বৈচিত্র যোগ করতে হবে। প্রথমত, দীর্ঘমেয়াদি লক্ষ্যে বিনিয়োগ করা এবং দ্বিতীয়ত, কিছু গুরুত্বপূর্ণ স্টক পোর্টফোলিওতে যোগ করতে হবে’। এখানে ৫টি প্রধান স্টকের কথা বলেছেন বিশেষজ্ঞরা, যার উপর চোখ বন্ধ করে বাজি ধরতে পারেন বিনিয়োগকারীরা।
advertisement
2/6
অশোক লেল্যান্ড (Ashok Leyland) ভারতের বাণিজ্যিক গাড়ি উৎপাদনের শীর্ষস্থানীয় কোম্পানিগুলির মধ্যে অন্যতম অশোক লেল্যান্ড। করোনা আবহে গত দুবছর গাড়ি শিল্প মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে সময় বদলেছে। অর্থনীতির চাকা ঘুরছে। গাড়ি শিল্পেও ফের জোয়ার আসছে। অশোক লেল্যান্ড গত কয়েক বছর ধরে ক্রমাগত ব্যবসায়িক সংস্কার করে চলেছে। ফলে আগামীদিনে ইনফ্রা সেক্টর এবং স্ক্র্যাপেজ নীতির বড় ফায়দা তুলতে পারে অশোক লেল্যান্ড। যা শেয়ার দর বাড়াবে বলেই অনুমান বিশেষজ্ঞদের।
advertisement
3/6
কল্পতরু পাওয়ার (Kalpataru Power Transmission Ltd) দেশে এবং আন্তর্জাতিক বাজারে বিদ্যুৎ এবং পরিকাঠামো তৈরির সঙ্গে যুক্ত কল্পতরু পাওয়ার। এই কোম্পানির উত্তরোত্তর শ্রীবৃদ্ধি হচ্ছে। ভারতীয় রেলওয়ে সেক্টরেও এর সম্ভাবনা বাড়ছে। যার প্রভাব পড়বে শেয়ার বাজারে। বিশ্বব্যাঙ্ক বিধিনিষেধ তুলে নেওয়ার সঙ্গে সঙ্গে এর স্টকের দাম বাড়তে পারে।
advertisement
4/6
জেকে লক্ষ্মী সিমেন্ট (JK Lakshmi Cement) উত্তর এবং পশ্চিম ভারতে বিশাল বাজার রয়েছে জেকে লক্ষ্মী সিমেন্টের। আগামীদিনে এর শেয়ারের দাম আশ্চর্যজনক হারে বাড়বে বলে মনে করছেন বাজার বিশেষজ্ঞরা। এর দামও বিনিয়োগবান্ধব হবে বলে অনুমান। বিশেষজ্ঞরা বলছেন, জেকে লক্ষ্মী সিমেন্টের শেয়ারে ২০২২-২৩ অর্থবর্ষে ১৮ শতাংশ হারে রিটার্ন মিলতে পারে।
advertisement
5/6
শোভা লিমিটেড (Sobha Ltd) বেঙ্গালুরু ভিত্তিক এই কোম্পানি ভারতের অন্যতম রিয়েল এস্টেট ডেভেলপার। বেঙ্গালুরু ভারতের প্রধান আইটি হাব। এই শিল্পে ক্রমাগত চাহিদা বাড়ছে। ফলে মনে করা হচ্ছে দক্ষিণ ভারতের বাজারে রিয়েল এস্টেট শিল্পের চাহিদাও বাড়বে। ফলে শোভা লিমিটেডের শেয়ার মূল্যও আগামীদিনে বাড়তে চলেছে বলে অনুমান বিশেষজ্ঞদের।
advertisement
6/6
ওবেরয় রিয়েলটি (Oberoi Realty) ফের শেয়ার বাজার কাঁপাচ্ছে রিয়েল এস্টেট কোম্পানিগুলি। ওবেরয় রিয়েলটি তাদের মধ্যে অন্যতম। বিশেষজ্ঞরা বলছেন, ২০২২ সালে এই কোম্পানির শেয়ার বিনিয়োগকারীদের মোটা অঙ্কের মুনাফা দেবে।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
Stock Investment: এই ৫ স্টকে বিনিয়োগ করলেই টাকা আসবে ঝড়ের গতিতে! হদিশ দিলেন বিশেষজ্ঞরা!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল