TRENDING:

মাত্র ৫৮ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে ৮ লাখ রিটার্ন, মহিলাদের জন্যে ধামাকা পলিসি LIC-র!

Last Updated:
এই পলিসিতে সঞ্চয় সুবিধা এবং জীবন বিমা, দুটোই পাওয়া যায়। দিনে মাত্র ৫৮ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে মিলবে প্রায় ৮ লাখ টাকা।
advertisement
1/7
মাত্র ৫৮ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে ৮ লাখ রিটার্ন
মহিলাদের জন্যে ধামাকাদার পলিসি নিয়ে এল এলআইসি। নাম ‘আধার শীলা পলিসি’। এই পলিসিতে সঞ্চয় সুবিধা এবং জীবন বিমা, দুটোই পাওয়া যায়। দিনে মাত্র ৫৮ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে মিলবে প্রায় ৮ লাখ টাকা।
advertisement
2/7
আধার শীলা পলিসিতে পলিসি হোল্ডার যদি পলিসির মেয়াদ শেষ হওয়ার আগেই মারা যান তাহলে তাঁর পরিবারকে আর্থিক সুরক্ষা প্রদান করা হয়। আর মেয়াদ শেষ হওয়া পর্যন্ত তিনি বেঁচে থাকলে দেওয়া হয় ম্যাচিউরিটির টাকা। শুধু তাই নয়, এই পলিসির বিপরীতে ঋণও পাওয়া যায়। মেলে গাড়ি বিমার সুবিধাও।
advertisement
3/7
আধার কার্ড থাকলেই এলআইসি-র আধার শীলা প্ল্যানে বিনিয়োগ করা যাবে। এই দীর্ঘ মেয়াদি সেভিংস প্ল্যানে ৮ বছর থেকে ৫৫ বছর বয়সী মহিলারা বিনিয়োগ করতে পারেন। ত্রৈমাসিক, ষাণ্মাষিক বা বার্ষিক ভিত্তিতে প্রিমিয়াম জমা দেওয়া যায়। এই পলিসিতে ১০ থেকে ২০ বছরের জন্যে বিনিয়োগ করা যায়।
advertisement
4/7
যদি ৩০ বছর বয়সী কোনও মহিলা আধার শীলা পলিসিতে প্রতিদিন ৫৮ টাকা বিনিয়োগ করেন তাহলে এক বছরে তিনি ২১,৯১৮ টাকা জমাবেন। ২০ বছরে হবে ৪,২৯,৩৯২ টাকা। তিনি রিটার্ন পাবেন ৭,৯৪,০০০ টাকা।
advertisement
5/7
পলিসির মেয়াদ শেষ হওয়ার পরে যদি বিমাকৃত ব্যক্তি বেঁচে থাকেন তবে মেয়াদপূর্তির সুবিধাটি মূল বিমাকৃত অর্থ এবং লয়্যালটি অ্যাডিশন হিসেবে অফার করা হয়। বিমার সর্বোচ্চ মেয়াদ ২০ বছর। এরপর পলিসি হোল্ডার এই টাকা অন্য কোনও পলিসিতে বিনিয়োগ করতে পারেন।
advertisement
6/7
পলিসি হোল্ডারের মৃত্যু হলে নমিনিকে ডেথ বেনিফিটের টাকা দেওয়া হয়। একজন পলিসি হোল্ডার যদি প্রথম পাঁচ বছর প্রিমিয়াম পরিশোধ করে থাকেন, তাহলে তিনি লয়্যালটি অ্যাডিশনের জন্য যোগ্য। এটি পলিসি হোল্ডারদেরও দেওয়া হয় যাঁরা দীর্ঘদিন ধরে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়ার ক্লায়েন্ট ছিলেন।
advertisement
7/7
পলিসি সারেন্ডার ভ্যালুতে পৌঁছলে ঋণের সুবিধা পাওয়া যায়। কত টাকা ঋণ মিলতে পারে? পেইড-আপ পলিসির জন্য পলিসির ইন-ফোর্স সারেন্ডার ভ্যালুর ৯০ শতাংশ এবং ইন-এর জন্য পলিসির পেইড আপ সারেন্ডার ভ্যালুর ৮০ শতাংশ।
বাংলা খবর/ছবি/ব্যবসা-বাণিজ্য/
মাত্র ৫৮ টাকা বিনিয়োগ করলেই মেয়াদ শেষে ৮ লাখ রিটার্ন, মহিলাদের জন্যে ধামাকা পলিসি LIC-র!
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল